অথবা, বিকেন্দ্রীকরণের
অথবা, বিকেন্দ্রীকরণের
অথবা, বিকেন্দ্রীকরণের পাঁচটি বৈশিষ্ট্য লিখ।
অথবা, বিকেন্দ্রীকরণের চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ কর।
উত্তর৷ ভূমিকা :
বিকেন্দ্রীকরণ বলতে বুঝায় আইন, বিচার বিভাগীয় এবং প্রশাসনিক কর্তৃত্ব সরকারের উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায়ে স্থানান্তার। কেন্দ্র হতে প্রয়োগ করা সম্ভব এমন কর্তৃত্ব ব্যতীত আর সকল কর্তৃত্বের সর্বনিম্ন স্তরে ভার অর্পণের নিয়মতান্ত্রিক প্রক্রিয়াকে বিকেন্দ্রীকরণ বলা হয়।
বিকেন্দ্রীকরণের বৈশিষ্ট্যসমূহ : বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে বেশ কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। নিম্নে তা উল্লেখ করা হলো :
১. ক্ষমতার কটন বা বিভাজন : বিকেন্দ্রীকরণ প্রক্রিয়ায় জাতীয়করণকৃত প্রশাসনিক ব্যবস্থাকে প্রত্যন্ত সংগঠনের কাছে বিভাজন করে অর্পণ করা হয়। ব্যাপক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এ ক্ষমতার বণ্টন বা বিভাজন কর্ম সম্পাদন করা হয়।
২. স্থানীয় নেতৃত্বের বিকাশ : বিকেন্দ্রীকরণ ব্যবস্থায় স্থানীয় নেতৃত্বের বিকাশ ঘটে এবং সীমিত আঞ্চলিক আনুগত্য থেকে জাতীয় আনুগত্যবোধ জাগ্রত হয়। অর্থাৎ সীমিত গণ্ডির স্থানীয় জনগণ ব্যাপক জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়।
৩. সিদ্ধান্ত গ্রহণ : বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে বেশির ভাগ সিদ্ধান্ত, আঞ্চলিক সংগঠন বা সংস্থাগুলো গ্রহণ করে।
৪. স্থানীয় সংস্থাসমূহের স্বাধীনতা : বিকেন্দ্রীকরণের মাধ্যমে আঞ্চলিক পর্যায়ে ক্ষমতা হস্তান্তরের ফলে স্থানীয় সংগঠনগুলো দায়িত্বশীল একক হিসেবে নিজেদের গড়ে তোলার সুযোগ পায়। ফলে স্থানীয় জনগণের চাহিদা, রুচি ও প্রয়োজন অনুসারে নতুন প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে স্থানীয় সংস্থাসমূহ স্বাধীনতা ভোগ করতে পারে।
৫. সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্ব প্রদান : রাষ্ট্রের বহুমুখী কাজের ব্যাপকতার ফলে জনগণের সুবিধামতো সেবা প্রদান করা কেন্দ্রীয় প্রশাসনের পক্ষে বর্তমান সময়ে একেবারেই অসম্ভব ব্যাপার। কেন্দ্রীয় প্রশাসনিক কর্মকর্তাদের পক্ষে দেশের দূর-দূরান্তে কর্মরত অধস্তন কর্মচারীদের তদারক বা নিয়ন্ত্রণ করাও সহজসাধ্য ব্যাপার নয়। ফলে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে স্থানীয় সংস্থাকে দায়িত্বের সাথে সংগতিপূর্ণ সিদ্ধান্ত গহণ করার কর্তৃত্ব প্রদান করা হয়।
৬. দায়িত্বশীল নেতৃত্ব : স্থানীয় সংগঠনগুলোর বিকাশের সাথে সাথে এগুলোর স্বনির্ভর হওয়া ও বিভিন্ন কাজের জন্য উদ্যোগ গ্রহণ করার পরিবেশ সৃষ্টি হয়। ফলে স্থানীয় পর্যায়ে সুষ্ঠু ও দায়িত্বশীল নেতৃত্বের বিকাশ ঘটে।
উপসংহার: পরিশেষে বলা যায় যে, বিকেন্দ্রীকরণ রাষ্ট্রের শাসন ক্ষমতা বণ্টনের সাথে যুক্ত। অর্থাৎ সরকারের উচ্চতম পর্যায় থেকে নিম্নতম পর্যায়ে আইন প্রণয়ন, বিচার সংক্রান্ত ও প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে শাসন ক্ষমতার বণ্টন ঘটে থাকে। প্রকৃতপক্ষে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণের বাইরে স্থানীয় কর্তৃপক্ষের কাছে আইনসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বণ্টনই বিকেন্দ্রীকরণের মূল কথা।

https://topsuggestionbd.com/%e0%a6%b7%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80/
admin

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!