অথবা, বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্য অর্জনের অগ্রগতি উল্লেখ কর।
অথবা, বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে MDG এর লক্ষ্য অর্জনের অগ্রগতি সম্পর্কে সংক্ষেপে বর্ণনা কর।
উত্তর৷ ভূমিকা : জাতিসংঘ ঘোষিত Millennium Development Goals এর লক্ষ্যসমূহের মধ্যে অন্যতম হচ্ছে-ক্ষুধা ও চরম দরিদ্র ২০১৫ সালের মধ্যে কমিয়ে আনা।
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) : UNDP বাংলাদেশ সরকার কর্তৃক যৌথভাবে “Millennium Development Goals : Bangladsh Progress Report 2010” শীর্ষক প্রকাশিত প্রতিবেদনে সংগৃহীত তথ্য অনুযায়ী বাংলাদেশে ইতোমধ্যে দারিদ্র্য ও ক্ষুদ্র সংশ্লিষ্ট ১নং এমডিজি অর্জনের পথে অগ্রগামী আছে। ২০১৫ এর লক্ষ্যমাত্রায় পৌঁছাতে দারিদ্র্য হ্রাসের বার্ষিক গড় হার ১.২৩ এর বিপরীত ২০০৫ পর্যন্ত বাংলাদেশের দারিদ্র্য হ্রাসের বার্ষিক গড় হার ১.৩৪ অর্জিত হয়েছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের মধ্যে সর্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন” একটা টার্গেট। বাংলাদেশে ২০১৫ সালের মধ্যে সর্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য সরকার বিভিন্ন প্রকার কর্মসূচি গ্রহণ করেছে। নারী-পুরুষের সমতা ও নারীর ক্ষমতায়ন লক্ষ্য পূরণে বাংলাদেশ সরকার রীতিমতো কাজ করে যাচ্ছে।’ MDG এর অন্যতম লক্ষ্য হলো শিশু মৃত্যুর হার হ্রাস ও মাতৃস্বাস্থ্যের উন্নতি । শিশু মৃত্যুর হার এখন প্রতি হাজারে ৪০ এ নেমে এসেছে। মাতৃস্বাস্থ্যেরও উন্নতি হচ্ছে। এছাড়া MDG-র লক্ষ্যের মধ্যে HIV/AIDS, ম্যালেরিয়া ও অন্যান্য রোগের বিস্তার রোধ টেকসই উন্নয়নে বিশ্ব অংশীদারিত্ব তৈরি করার লক্ষ্যে বাংলাদেশ সরকার বিভিন্ন প্রকার প্রকল্প হাতে নিয়ে কাজ করে যাচ্ছে। এসব খাতে বেশ উন্নতি লক্ষ করা যাচ্ছে।
উপসংহার : আলোচনার পরিশেষে বলা যায় যে, MDG লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়িত হলে অবশ্যই দারিদ্র্য হ্রাস পাবে।