বাংলাদেশের বিশেষ বিশেষ সামাজিক সমস্যা আলোচনা কর।

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, বাংলাদেশের জটিল সামাজিক সমস্যাগুলো কি কি?
অথবা, বাংলাদেশে গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যাগুলো কী কী?
অথবা, আমাদের দেশে সামাজিক সমস্যাগুলো কী কী?
অথবা, বাংলাদেশে প্রধান প্রধান সামাজিক সমস্যাগুলো বর্ণনা কর।
উত্তরা৷ ভূমিকা : বিচিত্র এ মানবজীবন। জীবনের এ বৈচিত্র্যের মাঝে অনেক অবাঞ্ছিত ঘটনা, প্রতিবন্ধকতা এবং
নৈরাজ্যতা মানুষের স্বাভাবিক চলার গতিধারাকে ব্যাহত করে এবং সুষ্ঠু সামাজিক উন্নয়নের পথ রুদ্ধ করে, যা সমাজ, রাষ্ট্র
তথা ব্যক্তি জীবনকে ঈপ্সিত লক্ষ্যে পৌঁছাতে বাধার সৃষ্টি করে। এ পরিপ্রেক্ষিতে সমাজের অধিকসংখ্যক মানুষ এর সংশোধন ও নিরসনের ইচ্ছা পোষণ করে। এসব অসুবিধাকে বলা হয় সামাজিক সমস্যা। পৃথিবীর সকল দেশ বা সমাজে সামাজিক সমস্যা বিদ্যমান, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়, বরং আরও বেশি পরিলক্ষিত হয়।
বাংলাদেশের সামাজিক সমস্যাসমূহ : বাংলাদেশের সামাজিক সমস্যাসমূহ নিম্নে আলোচনা করা হল :
১. জনসংখ্যা সমস্যা : বর্তমানে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা হল তার জনসংখ্যা সমস্যা।
বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা ১৪ কোটির উপরে। জনসংখ্যা বৃদ্ধির হার ১.৪৮% এবং প্রতি বর্গমাইলে জনসংখ্যার
বসতি ৯১৬ জন। এ চিত্র ১,৪৭৫৭০ বর্গকিলোমিটার এর মত ছোট জায়গায় একটা মারাত্মক সমস্যা। পৃথিবীর
ঘনবসতিপূর্ণ দেশের কয়েকটির মধ্যে বাংলাদেশের স্থান নবম। তাই এ জনসংখ্যা সমস্যা হল বাংলাদেশের সামাজিক
সমস্যার অন্যতম একটি বিষয়। কারণ এ সমস্যার ফলে অন্যান্য সামাজিক সমস্যা যেমন- বেকারসমস্যা, সামাজিক অপরাধ, পতিতাবৃত্তি, দারিদ্র্য প্রভৃতি দেখা দেয়। জনসংখ্যাকে বলা হয়, “Over population with root cause of all under development.”
২. অপরাধ সমস্যা : অপরাধ সমস্যা হল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা। সমস্যাটি ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। মূলত আইনের দৃষ্টিকোণ থেকে বলা যায় যে, আইনবিরোধী কাজই হল অপরাধ। সামাজিকভাবে বলা হয় যে, যে কোন সমাজবিরোধী কাজই হল অপরাধ।
বাংলাদেশে গত কয়েক বছরে অপরাধের সংখ্যা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। যেসব অপরাধ রিপোর্ট হচ্ছে এগুলোই আমরা জানি, বাকিগুলো সম্পর্কে আমরা অবগত নই। বাংলাদেশে নিম্নোক্ত কারণে সামাজিক অপরাধ হচ্ছে :
ক. দারিদ্র্য ও অপরাধ,
খ. বেকারত্ব ও অপরাধ,
গ. পেশা ও অপরাধ,
ঘ. অর্থনৈতিক অবস্থা ও অপরাধ,
ঙ. সামাজিক মূল্যবোধের অবক্ষয় ও অপরাধ এবং
চ. উচ্চাভিলাষী জীবনের স্বপ্ন ইত্যাদি।
এসব কারণে সমাজে অপরাধ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যা সামাজিক সমস্যায় সহায়তা করছে।
৩. বেকার সমস্যা : বর্তমান বিশ্বে উন্নত ও অনুন্নত সব দেশেই বেকার সমস্যা কমবেশি বিদ্যমান। তবে বাংলাদেশের বেকার সমস্যা একটি অন্যতম মারাত্মক সামাজিক সমস্যা। সমসাময়িককালে বাংলাদেশে গ্রাম ও শহরে
অশিক্ষিত ও শিক্ষিত বেকারের সংখ্যা এতই বৃদ্ধি পেয়েছে যে, সমাজ ও রাষ্ট্রের জন্য এটা আজ একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে বেকারসমস্যা সামাজিক জীবনে হতাশার সৃষ্টি করেছে। এ সমস্যা অনেক পরিবারের জ্ঞাতিগোষ্ঠীর সম্পর্কেও ফাটল সৃষ্টি করছে।
৪. নিরক্ষরতা : নিরক্ষরতা বাংলাদেশের সামাজিক সমস্যার মধ্যে অন্যতম সামাজিক সমস্যা। এ সমস্যা অন্যান্য
সমস্যার কারণ হিসেবে কাজ করে। যেমন- জনসংখ্যার সমস্যার জন্য অথবা পরিবার পরিকল্পনার ব্যর্থতার জন্য
নিরক্ষরতাকেই দায়ী করা হয়। দেশে দক্ষ শ্রমিকের অভাবও এ নিরক্ষরতার কারণেই। তাই বলা হয়, curse of a country.”

আমাদের দেশে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, বয়স্ক শিক্ষা, বিনামূল্যে বই সরবরাহ, বিভিন্ন প্রচার প্রভৃতির পরও
শিক্ষার তেমন উন্নতি হয়েছে বলে মনে হয় না। গ্রামের অনেক বাবা-মা সন্তানদের স্কুলে পাঠানোর চেয়ে তাদের শ্রম বিক্রি
করছেন বা নিজ পরিবারে শিশুশ্রম কাজে লাগাচ্ছেন। এটাই তাদের দৃষ্টিতে লাভজনক বলে বিবেচিত হচ্ছে। সুতরাং, নিরক্ষরতা বাংলাদেশের জন্য যে একটি মারাত্মক সামাজিক সমস্যা তা বলার অপেক্ষা রাখে না।
৫. নারীর প্রতি বৈষম্য : বর্তমানে সমগ্র বিশ্বে এ সমস্যা একটি জটিল আকার ধারণ করেছে। সমগ্র বিশ্বে নারীরা
আজ পশ্চাৎপদ, অবহেলিত এবং তাদের অধিকার থেকে বঞ্চিত। বাংলাদেশে এটা একটা মারাত্মক সামাজিক সমস্যা। এখানে নারীরা প্রতি পদে পদে পদদলিত হচ্ছে। নারী নির্যাতন, ধর্ষণ, নারীর বিরুদ্ধে সহিংসতা, যৌতুক প্রথা, নারী হত্যা,বঅপহরণ, নারী পাচার, পতিতাবৃত্তিতে বাধ্য করা প্রভৃতি আকারে নারী নির্যাতন দিয়েছে, যা সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। সিমি, তৃষা, শাজনীন প্রভৃতি মেয়েদের মত শত শত মেয়েকে জীবন দিতে হচ্ছে এ সামাজিক সমস্যারনকারণে। তাই এ সমস্যার আশু সমাধান প্রয়োজন।
উপসংহার : উপরিউক্ত আলোচনার প্রেক্ষাপটে বলা যায় যে, সামাজিক সমস্যা বাংলাদেশের অনগ্রসরতার অন্যতম প্রধান কারণ। এ সামাজিক সমস্যার কারণে সামগ্রিক উন্নয়ন বিশেষ করে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক উন্নয়ন ব্যাহত হচ্ছে। এ সামাজিক সমস্যার নানাবিধ কারণ রয়েছে।