বাংলাদেশের গ্রামীণ সমাজের অর্থনীতিতে জ্ঞাতি সম্পর্কের ভূমিকা আলোচনা কর।

বাংলাদেশের গ্রামীণ সমাজের অর্থনীতিতে জ্ঞাতি সম্পর্কের ভূমিকা
আলোচনা কর।
অথবা, বাংলাদেশের গ্রামীণ সমাজের অর্থনীতিতে জ্ঞাতি সম্পর্কের প্রভাব তুলে ধর।
অথবা, বাংলাদেশের গ্রামীণ সমাজের অর্থনীতিতে জ্ঞাতি সম্পর্কের অবদান বর্ণনা কর।
উত্তর৷ ভূমিকা : ‘Kinship’ শব্দটি আমেরিকান নৃবিজ্ঞানী Morgan সর্বপ্রথম ব্যবহার করেন। Kinship শব্দটির শব্দগত অর্থ হলো জ্ঞাতি সম্পর্ক। জ্ঞাতি সম্পর্ক হচ্ছে বংশানুক্রমিকভাবে নির্ণীত মানবসমাজের সামাজিক
সম্পর্কের সুনির্দিষ্ট রীতি যা বিবাহ প্রথা তথা যৌনসম্পর্ক এবং রক্ত সম্পর্ক হতে উদ্ভূত। বাংলাদেশের গ্রামীণ সমাজের অর্থনীতিতে জ্ঞাতি সম্পর্কের ভূমিকা : বাংলাদেশের গ্রামীণ সমাজব্যবস্থায় বিভিন্ন ক্ষেত্রে জ্ঞাতি সম্পর্কের ভূমিকা বেশ উল্লেখযোগ্য। গ্রামীণ মানুষ বিপদে আপদে একে অপরের
সাহায্য নিয়ে ধন্য হয়। কারণ এখানে দেখা যায় যে, সবাই কোনো না কোনোভাবে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে জ্ঞাতি সম্পর্কের ভূমিকা আলোচনা করা হলো :
১. অর্থনৈতিক ভূমিকা (Economic roles), রাজনৈতিক ভূমিকা (Political roles) এবং
২.সামাজিক ও সাংস্কৃতিক ভূমিকা (Sociol and cultural roles)।
অর্থনৈতিক ভূমিকা (Economic roles) : বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি প্রধানত কৃষিনির্ভর। কৃষিকাজের জন্যও জ্ঞাতিতের সাহায্য একান্ত আবশ্যক। গ্রামের কৃষক পরিবারের মধ্যে সবারই কৃষি উপকরণ থাকে না। যেমন- জোয়াল,
লাঙল, মই, কাস্তে ইত্যাদি। তাই কিছু কৃষক পরিবার জ্ঞাতিদের মধ্য থেকেই এসব উপকরণ সংগ্রহ করে থাকে। শ্রমিক নিয়োগের ক্ষেত্রেও জ্ঞাতিদের প্রাধান্য দেওয়া হয়। কারণ দরিদ্র জ্ঞাতিরা কর্মসংস্থানে উপকৃত হয় আর জ্ঞাতি শ্রমিকরা
তুলনামূলকভাবে বিশ্বস্তও হয়। অনেক সময় দেখা যায় গরিব গৃহস্থ এক সাথে বেশি শ্রমিক নিয়োগ করতে অপারগ হয়। এ সময় জ্ঞাতিরা তাকে সাহায্য করে থাকে এবং তারা কোনো পারিশ্রমিক গ্রহণ করে না। জ্ঞাতিদের মধ্যে কেউ অবস্থাশালী হলে নিজ জ্ঞাতিভুক্ত লোকদের চাকরি, ব্যবসায়, কৃষিকর্মে সহযোগিতা করে থাকে। গ্রামে বন্যা, খরা, ঝড় প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি হলে পাশের গ্রামের আত্মীয় কুটুম্বরাও সাহায্যের হাত নিয়ে এগিয়ে
আসে। জ্ঞাতিরা অভাবে টাকা, পয়সা, শস্য, বীজ, উপদেশ প্রভৃতি দিয়ে থাকেন। অনেক সময় টাকা পয়সা হাওলাত দিয়ে তারা জ্ঞাতিদের সাহায্য করে থাকে। এতে গ্রাম্য মহাজন সুদখোরদের কাছ থেকে চড়া সুদে ঋণ নেওয়া থেকে রেহাই পায়। অবস্থাসম্পন্ন জ্ঞাতিরা গরিব জ্ঞাতিদেরকে জমি আধি বা বর্গা দেয়। ভূমি ক্রয়বিক্রয় ও বেশিরভাগ ক্ষেত্রে জ্ঞাতিদের মধ্যে হয়ে থাকে।
উপসংহার : আলোচনার পরিশেষে বলা যায় যে, বাংলাদেশের গ্রামীণ সমাজের অর্থনীতিতে জ্ঞাতি সম্পর্কের ভূমিকা অত্যন্ত প্রকট। গ্রামীণ সমাজে শ্রমিক নিয়োগের ক্ষেত্রে জ্ঞাতিদের প্রাধান্য দেওয়া হয়। গরিব জ্ঞাতিদেরকে জমি
আবাদ বা বর্গা দেয় এছাড়া ক্রয় বিক্রয়ও জ্ঞাতির মধ্যেই বেশি হয়ে থাকে।