প্ৰশ্নঃ বাংলাদেশের অভ্যন্তরীণ সঞ্চয়ের প্রকারভেদ আলোচনা কর ।

[ad_1]

প্ৰশ্নঃ বাংলাদেশের অভ্যন্তরীণ সঞ্চয়ের প্রকারভেদ আলোচনা কর ।

উত্তর ৷ ভূমিকা : উন্নয়নের জন্য অর্থনীতির মধ্যে যে সঞ্চয় সৃষ্টি হয় তাকে প্রধানত দুইভাগে ভাগ করা যায় । যথা : ১. সরকারি খাতে সঞ্চয় ,

২. বেসরকারি খাতে সঞ্চয় ।

১. সরকারি খাতে সঞ্চল্প : সরকারি খাতে সঞ্চয় সৃষ্টি হয় সরকারের রাজস্ব আয় , রাজস্ব ব্যয় থেকে বেশি হলে । অর্থাৎ সরকারের রাজস্ব উদ্বৃত্তই হচ্ছে সরকারি খাতের সঞ্চয় । সরকারের আয়ের মধ্যে আছে-

( i ) কর রাজস্ব ,

( ii ) ফি জরিমানা ইত্যাদি বাবদ কর বহির্ভূত রাজস্ব ,

( iii ) রাষ্ট্রায়ত্ত সংস্থাসমূহের মুনাফা ,

( iv ) সরকারি তহবিলের উপর প্রাপ্য সুদ ।

সরকারের চলতি ব্যয় থেকে উপর্যুক্ত আয়গুলো বেশি হলেই সরকারি খাতে সম্পদ সৃষ্টি হয় । এছাড়া সরকার ঋণ গ্রহণ করে এবং কাগজি মুদ্রা ছাপিয়ে সম্পদ সংগ্রহ করতে পারে । একে ঘাটতি ব্যয়নীতি বলে ।

২. বেসরকারি খাতে সঞ্চয় : বেসরকারি খাতে সঞ্চয় সৃষ্টি হয় ব্যক্তিগত সঞ্চয় এবং যৌথ মূলধন প্রতিষ্ঠানের সঞ্চয় থেকে । পরিবারসমূহ তাদের ব্যয়যোগ্য আয়ের যে অংশ সঞ্চয় করে তাকে ব্যক্তিগত সঞ্চয় বলে । আর যৌথ মূলধন প্রতিষ্ঠান যে লভ্যাংশ বণ্টন না করে সংরক্ষণ করে তাকে কর্পোরেট সঞ্চয় বলে ।

উপসংহার : উক্ত দুটি খাতের সঞ্চয়ই আমাদের দেশে বিদ্যমান ।

[ad_2]