প্রাবন্ধিক প্রমথ চৌধুরী সম্পর্কে তোমার মতামত দাও।

উত্তর : ১৮৬৮ খ্রিস্টাব্দের ৭ আগস্ট পূর্ব বাংলার যশোর জেলায় জন্মগ্রহণ করেন প্রমথ চৌধুরী। তাঁর পৈতৃক নিবাস ছিল পাবনা জেলার হরিপুর গ্রামে। ১৮৯০ খ্রিস্টাব্দে কৃতিত্বের সাথে ইংরেজিতে এম. এ. পাস করে ১৮৯৩ খ্রিস্টাব্দে ব্যারিস্টারি পড়তে তিনি বিলেতে যান। ব্যারিস্টার হয়ে দেশে ফিরে প্রমথ চৌধুরী কলকাতা হাইকোর্টে যোগদান করেন। ১৮৯৯ খ্রিস্টাব্দে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে বিবাহ করেন। কিছুকাল আইন কলেজে অধ্যাপনার পর প্রমথ চৌধুরী সাহিত্য সাধনায় মনোনিবেশ করেন। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রমথ চৌধুরীর দান অবিস্মরণীয়। তিনিই প্রথম চলিত ভাষাকে বাংলা সাহিত্যে প্রয়োগ করেন। এর পূর্বে বাংলা গদ্যে কেবল সাধু ভাষার একচেটিয়া দখল ছিল। তিনি ‘সনেট পঞ্চাশৎ’ (১৯১৩), ‘বীরবলের হালখাতা’ (১৯১৬), ‘চার ইয়ারী কথা’ (১৯১৬), ‘পদ-চারণ’ (১৯১৯) প্রভৃতি গ্রন্থ রচনা করেন। ‘বীরবল’ ছদ্মনামে তিনি সাহিত্যচর্চা করতেন। ১৯৪৬ খ্রিস্টাব্দের ২০ সেপ্টেম্বর প্রমথ চৌধুরী শান্তিনিকেতনে মৃত্যুবরণ করেন।

https://topsuggestionbd.com/%e0%a6%af%e0%a7%8c%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%93-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%aa/