[ad_1]
প্রশ্নঃ মুসকের পরিধি বৃদ্ধির জন্য বর্তমান সরকারের পলিসি কী ?
উত্তর : মূসকের পরিধি বৃদ্ধির জন্য বর্তমান সরকার অনেকগুলো পলিসি গ্রহণ করেছেন ।
পণ্য : প্লাস্টিকের তৈরি আসবাবপত্র ( উৎপাদন পর্যায়ে ) ।
সেবা : ইন্ডেটিং সংস্থা , ট্রাভেলিং এজেন্সি ( সেবা প্রদান পর্যায়ে ) ।
( i ) বার্ষিক টার্নওভার নির্বিশেষে নিম্নোক্ত পণ্যগুলোকে মূসকের আওতায় আনয়ন পণ্য- লজেন্স , এনার্জি ড্রিংক , জুস , চানাচুর ( প্রসাধনী সামগ্রী , কেশ পরিচর্যা সামগ্রী এবং বিস্কুট ।
( ii ) ট্যারিফ মূল্য হালনাগাদ : হোয়াইট পেপার , সি আর কয়েল , জিপি শীট , সি আই শীট , স্টেইনলেস স্টীলের তৈরি ব্লেড ইলেক্ট্রিক ট্রান্সফর্মার , বিস্কুট , গুঁড়া দুধ এর উৎপাদন পর্যায়ে ট্যারিফ শূন্য নির্ধারণ করা হয়েছে ।
( iii ) উৎসে মূল্যসংযোজন কর আদায়কর্তন ও সরকারি ট্রেজারিতে জমা প্রদানের উদ্দেশ্য প্রণীত সেবার তালিকায় নিম্নলিখিত সেবাসমূহ অন্তর্ভুক্তকরণ :
( অ ) ডেকোরেটস ও ক্যাটারস ,
( আ ) নিলামকারী সংস্থা ,
( ই ) কুরিয়ার ও এক্সপ্রেস মেইল সার্ভিস ,
( ঈ ) আর্কিটেক্ট ও ইন্টেরিয়ার ডিজাইন
( উ ) ট্রাভেল এজেন্সি
( উ ) চার্টার্ড বিমান বা হেলিকপ্টার ভাড়া প্রদানকারী সংস্থা ।
সম্পূরক শুল্ক আরোপ :
( অ ) জর্দা এবং গুলের উপর ১০ শতাংশ হারে সম্পূরক শুল্ক আরোপ ।
( আ ) সিরামিক টাইলস , মোজাইক , সিরামিক বাথটাব সিল্ক , বেসিন ও অন্যান্য বাথরুম সামগ্রীর উপর বিদ্যমান সম্পূরক শুল্ক ৫ শতাংশ হতে বৃদ্ধি করে ১০ শতাংশ হারে নির্ধারণ ,
( ই ) কোমল পানীয় এর উৎপাদন পর্যায়ে বিদ্যমান সম্পূরক শুল্ক ১০ শতাংশ হতে বৃদ্ধি করে ১৫ শতাংশ হারে নির্ধারণ ,
( ঈ ) সিগারেটের মূল্য ও সম্পূরক শুল্ক ( সকল মূল্যস্তরে ) বৃদ্ধি করে শুল্ক হার সমস্বয়করণ ।
উপসংহার : বর্তমান সরকারের মূসকের পরিধি বৃদ্ধির আওতাগুলো খুবই বাস্তবসম্মত ও প্রশংসনীয় ।
[ad_2]