প্রশিকা কী?

অথবা, প্রশিকার সংজ্ঞা দাও।
অথবা, প্রশিকা ধারণাটি ব্যাখ্যা কর।
অথবা, প্রশিকা বলতে কী বুঝ?
উত্তর।৷ ভূমিকা :
বাংলাদেশের জাতীয় উন্নয়নে সরকারের পাশাপাশি যেসব NGO গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের মধ্যে প্রশিকা অন্যতম। দারিদ্র্য, মানবাধিকার, নিরাপত্তা, আর্থসামাজিক সমস্যাসহ প্রায় সর্বক্ষেত্রেই প্রশিকার ভূমিকা রয়েছে।
প্রশিকা : বাংলাদেশের দরিদ্রদের উন্নয়নে ১৯৭৬ সালে আনুষ্ঠানিকভাবে প্রশিকার কার্যক্রম শুরু হয়। এটি একটি জাতীয় পর্যায়ের NGO। প্রশিকার কর্মকাণ্ডের উদ্দেশ্য ও লক্ষ্যের ক্ষেত্রে রয়েছে গ্রাম ও শহরের দরিদ্র জনগোষ্ঠী যারা হয় দিনমজুর না হয় ক্ষুদ্র বা ভূমিহীন। এছাড়া রয়েছে গ্রামের জেলে, তাঁতি, ক্ষুদ্রব্যবসায়ী প্রভৃতি। তবে দরিদ্র মহিলাদের উপর বিশেষভাবে জোর দেয়া হয়।
প্রশিকা মানে হলো প্রশিক্ষণ (Training), শিক্ষা (Education), কার্যক্রম (Action) অর্থাৎ, প্রশিকা প্রশিক্ষণ, শিক্ষা ও কার্যক্রমের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন তথা অসুবিধাগ্রস্তদের উন্নয়নের জন্য কাজ করে থাকে। দরিদ্রদের কার্যকর অংশগ্রহণ, লিঙ্গ ক্ষমতা আনয়ন, সামাজিক ন্যায়বিচার, অর্থনৈতিক উন্নয়ন, সম্পদের কার্যকর ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ প্রভৃতি বহুমুখী উন্নয়নশীল কৌশল পরিচালনা করছে প্রশিকা।
প্রশিকা ১৯৮০ সালের সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট XXI ও NGO বিষয়ক ব্যুরোতে নিবন্ধিত। প্রতিষ্ঠালগ্নে প্রশিকা ঢাকা, কুমিল্লা, ও চট্টগ্রামের পূর্বাঞ্চলে কার্যক্রম শুরু করে। কিন্তু বর্তমানে সংস্থাটির আওতায় রয়েছে দেশের প্রায় সব জেলা এবং ২৪ হাজারের বেশি গ্রাম। এর বর্তমান সদস্য সংখ্যা ৪ মিলিয়ন, দারিদ্র্যমুক্ত হয়েছে ১১.৭৮ লক্ষ পরিবার।
অসংখ্য মানুষের এর মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। প্রশিকার অর্থের উৎস হচ্ছে পল্লিকর্ম সহায়ক ফাউন্ডেশন,ক্যানাডিয়ান উন্নয়ন সংস্থা প্রভৃতি। বর্তমানে প্রশিকা ৫৫টি জেলায় ২১২৭২ টি গ্রাম ও ২৩৮০টি বস্তিতে কাজ করছে।ডিসেম্বর ২০১১ পর্যন্ত প্রশিকা ১৪,১৯,৩০০টি প্রকল্পের ৪৬১৫ কোটি টাকার ঋণ সহায়তা দিয়েছে। প্রশিকা পরিচালিত ক্ষুদ্র ঋণ ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে ১,২২,৬১,৯০০ জন দরিদ্র নারী-পুরুষের আয় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায় দরিদ্রদের আর্থ-সামাজিক উন্নয়ন ও ক্ষমতায়নে প্রশিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রশিকা তার কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণে কাজ করে যাচ্ছে।তাই সরকারকে আরো বেশি সুযোগ সুবিধা দিতে হবে প্রশিকাকে।

https://topsuggestionbd.com/%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%95/