প্রবেশনের উদ্দেশ্যাবলি লিখ।

অথবা, প্রবেশনের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ কী কী?
অথবা, প্রবেশনের ৮টি উদ্দেশ্য তুলে ধর।
অথবা, প্রবেশনের লক্ষ্যসমূহ উল্লেখ কর।
উত্তর।৷ ভূমিকা :
“প্রবেশন হচ্ছে আদালত কর্তৃক দোষী সাব্যস্ত ব্যক্তির চরিত্র সংশোধনের এমন একটি ব্যবস্থা যেক্ষেত্রে আদালতের শর্তানুযায়ী একজন প্রবেশন অফিসারের তত্ত্বাবধান অপরাধীকে তার নিজ সমাজে জীবনযাপনের সুযোগ প্রদানের মাধ্যমে সংশোধনের প্রচেষ্টা চালানো হয়।”
প্রবেশনের উদ্দেশ্যাবলি :
১. অপরাধীর একান্ত আপনজন হয়ে অপরাধের মূল কারণগুলো নির্ণয় করা ও সংশোধনের পদক্ষেপ গ্রহণ করা।
২. অপরাধীকে প্রথমবারের মতো আত্মশুদ্ধির সুযোগ দিয়ে সহায়তা করা।
৩. কারাগারের কলুষিত প্রভাব থেকে দূরে রাখা এবং সামান্য ভুলের জন্য দাগি আসামি হিসেবে চিহ্নিত হওয়ার সুযোগ না দেয়া।
৪. অপরাধীকে সমাজে একজন আত্মমর্যাদাসম্পন্ন সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টি করা।
৫. প্রয়োজনবোধে বিভিন্ন প্রকার কারিগরি প্রশিক্ষণ দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করা।
৬. অপরাধীর অভিভাবক, আপনজন ও পাড়া-প্রতিবেশীকে তার প্রতি অবজ্ঞা, ঘৃণা এবং বিরূপ মনোভাব পোষণ না করে সে ব্যাপারে সচেষ্ট হওয়া।
৭. অপরাধীর অন্তরে নৈতিক মূল্যবোধ ও ধর্মীয় অনুভূতি সৃষ্টি করে অপরাধ থেকে দূরে রাখার চেষ্টা করা।
৮. সংশোধনমূলক পন্থায় সমাজে ক্রমবর্ধমান অপরাধের সংখ্যা কমিয়ে আনা।
উপসংহার : উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায় যে, বর্তমানকালে প্রবেশন ব্যবস্থা যথেষ্ট উপযোগী। এ ব্যবস্থায় অপরাধীর শাস্তি স্থগিত রাখা হয় মাত্র। সমাজের জীবনব্যবস্থাও স্বাভাবিক হয় তাই প্রবেশন ব্যবস্থার সীমাবদ্ধতা থাকলেও এর প্রয়োজনীয়তা রয়েছে।

https://topsuggestionbd.com/%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%95/