উত্তর ঃ ভূমিকা ঃ পল্লি উন্নয়ন উন্নয়নশীল দেশগুলোর সবচেয়ে আলোচিত বিষয়। পল্লি উন্নয়ন মূলত গ্রাম-বাংলার উন্নয়ন সাধনকেই নির্দেশ করে থাকে। বর্তমানে কর্মসংস্থানের ও উন্নত জীবনযাপনের প্রত্যাশায় শিক্ষিত ব্যক্তিবর্গ শহরাভিমুখী হচ্ছে। ফলশ্রুতিতে গ্রামগুলোর উন্নতি থমকে যাচ্ছে। তবে, সামগ্রিক সমৃদ্ধি আনয়নে একটি দেশের
শহরাঞ্চল ও গ্রামাঞ্চলের মাঝে সমান সুযোগ-সুবিধার সৃষ্টি করতে হবে। আর এ লক্ষ্যেই বাংলাদেশে এক যুগান্তকারী প্রক্রিয়া হিসেবে সূচনা ঘটেছে পল্লি উন্নয়নের।
→ পল্লি উন্নয়ন : পল্লি উন্নয়ন হলো একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। যাতে পরিকল্পিত পরিবর্তনের আলোকে পল্লি পরিবারের আর্থ-সামাজিক উন্নয়ন সাধনে দৃঢ়বদ্ধভাবে প্রচেষ্টা চালানো হয়ে থাকে। এই উন্নয়ন প্রক্রিয়াতে গ্রামীণ জনগোষ্ঠী সক্রিয় ও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে থাকে। ফলশ্রুতিতে তাদের জীবনমান বৃদ্ধি পায়। এটি পল্লিবাসীর জন্য আশীর্বাদসরূপ।
সাধারণ অর্থে : সাধারণ অর্থে পল্লি উন্নয়ন হচ্ছে পল্লি গ্রামের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন সাধন। পল্লি উন্নয়নের মাধ্যমেই সমগ্র দেশের অগ্রগতি বেশ জোরালো হতে পারে।
প্রামাণ্য সংজ্ঞা ঃ এর কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা নিম্নে দান করা হলো :
Gosh and Folean বলেছেন, “পল্লি উন্নয়ন বলতে পল্লির জনগণের আধুনিক বিশ্বায়নের প্রক্রিয়ায় বিপুল অংশগ্রহণ।” World Bank এর মতে, “পল্লি উন্নয়ন গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের কৌশলগত নকশা। পল্লি উন্নয়নের এসব কৌশল ধারা বাহিকভাবে প্রণীত না হলেও নির্দিষ্ট লক্ষাভিমুখী, যা পল্লির সার্বিক উন্নয়নের
অনুকরণীয় কোনো পদ্ধতির ইঙ্গিত বহন করে।”
উপসংহার ঃ পরিশেষে বলা যায় যে, পল্লি উন্নয়ন এমন প্রক্রিয়া যাতে পল্লি মানুষের আর্থ-সামাজিক কল্যাণ নিশ্চিতকরণে বেশ গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ গৃহীত হয়ে থাকে। তাই বাংলাদেশে পল্লি উন্নয়নের গুরুত্ব ক্রমান্বয়ে বেড়েই চলেছে।
পল্লি উন্নয়ন বলতে কী বুঝ?
উত্তর ঃ ভূমিকা ঃ পল্লি উন্নয়ন উন্নয়নশীল দেশগুলোর সবচেয়ে আলোচিত বিষয়। পল্লি উন্নয়ন মূলত গ্রাম-বাংলার উন্নয়ন সাধনকেই নির্দেশ করে থাকে। বর্তমানে কর্মসংস্থানের ও উন্নত জীবনযাপনের প্রত্যাশায় শিক্ষিত ব্যক্তিবর্গ শহরাভিমুখী হচ্ছে। ফলশ্রুতিতে গ্রামগুলোর উন্নতি থমকে যাচ্ছে। তবে, সামগ্রিক সমৃদ্ধি আনয়নে একটি দেশের
শহরাঞ্চল ও গ্রামাঞ্চলের মাঝে সমান সুযোগ-সুবিধার সৃষ্টি করতে হবে। আর এ লক্ষ্যেই বাংলাদেশে এক যুগান্তকারী প্রক্রিয়া হিসেবে সূচনা ঘটেছে পল্লি উন্নয়নের।
→ পল্লি উন্নয়ন : পল্লি উন্নয়ন হলো একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। যাতে পরিকল্পিত পরিবর্তনের আলোকে পল্লি পরিবারের আর্থ-সামাজিক উন্নয়ন সাধনে দৃঢ়বদ্ধভাবে প্রচেষ্টা চালানো হয়ে থাকে। এই উন্নয়ন প্রক্রিয়াতে গ্রামীণ জনগোষ্ঠী সক্রিয় ও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে থাকে। ফলশ্রুতিতে তাদের জীবনমান বৃদ্ধি পায়। এটি পল্লিবাসীর জন্য আশীর্বাদসরূপ।
সাধারণ অর্থে : সাধারণ অর্থে পল্লি উন্নয়ন হচ্ছে পল্লি গ্রামের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন সাধন। পল্লি উন্নয়নের মাধ্যমেই সমগ্র দেশের অগ্রগতি বেশ জোরালো হতে পারে।
প্রামাণ্য সংজ্ঞা ঃ এর কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা নিম্নে দান করা হলো :
Gosh and Folean বলেছেন, “পল্লি উন্নয়ন বলতে পল্লির জনগণের আধুনিক বিশ্বায়নের প্রক্রিয়ায় বিপুল অংশগ্রহণ।” World Bank এর মতে, “পল্লি উন্নয়ন গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের কৌশলগত নকশা। পল্লি উন্নয়নের এসব কৌশল ধারা বাহিকভাবে প্রণীত না হলেও নির্দিষ্ট লক্ষাভিমুখী, যা পল্লির সার্বিক উন্নয়নের
অনুকরণীয় কোনো পদ্ধতির ইঙ্গিত বহন করে।”
উপসংহার ঃ পরিশেষে বলা যায় যে, পল্লি উন্নয়ন এমন প্রক্রিয়া যাতে পল্লি মানুষের আর্থ-সামাজিক কল্যাণ নিশ্চিতকরণে বেশ গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ গৃহীত হয়ে থাকে। তাই বাংলাদেশে পল্লি উন্নয়নের গুরুত্ব ক্রমান্বয়ে বেড়েই চলেছে।