পর্যবেক্ষণ পদ্ধতি কী?

অথবা, পর্যবেক্ষণ পদ্ধতি বলতে কী বুঝ?
অথবা, পর্যবেক্ষণ পদ্ধতির সংজ্ঞা দাও।
অথবা, পর্যবেক্ষণ পদ্ধতির পরিচয় দাও
অথবা, পর্যবেক্ষণ পদ্ধতির ধারণা দাও।
অথবা, পর্যবেক্ষণ পদ্ধতি সম্পর্কে লেখ।
উত্তর।৷ ভূমিকা :
সামাজিক গবেষণার তথ্যসংগ্রহের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো পর্যবেক্ষণ পদ্ধতি।আধুনিক গবেষণার ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম।
পর্যবেক্ষণ পদ্ধতি : সাধারণত চোখ দিয়ে কোনো কিছু দেখাকেই পর্যবেক্ষণ বলা হয়। প্রকৃতপক্ষে দৃশ্যমান বিষয়ের উপর উদ্দেশ্যবহ ও সুশৃঙ্খল নিরীক্ষণ হলো পর্যবেক্ষণ।
Oxford Concise Dictionary এর মতে, “Accurate watching and nothing of phenomena as they
occur in nature with regard to cause and effect on mutual relations.”
P. V. Young এর মতে, “পরীক্ষিত ঘটনা স্পষ্ট বিবেচনা সম্বলিত সুপরিকল্পিত দর্শনই হচ্ছে পর্যবেক্ষণ।”
মোঃ শহিদুল ইসলাম বলেন “কোনো দৃশ্যমান বিষয় বা ঘটনা একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে গভীর মনোযোগ সহকারে ও সুপরিকল্পিতভাবে দেখা বা নিরীক্ষা করাকে পর্যবেক্ষণ বলা হয়।
উপসংহার : সবশেষে আমরা বলতে পারি কোনো বিষয় বা ঘটনাকে বিশেষ উদ্দেশ্যে গভীরভাবে এবং সুপরিকল্পিতভাবে দর্শন করাকে পর্যবেক্ষণ বলা হয়।

https://topsuggestionbd.com/%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a0%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a8/