নেতৃত্বের সংজ্ঞা দাও?

অথবা, নেতৃত্ব কাকে বলে?
অথবা, নেতৃত্ব কী?
অথবা, নেতৃত্ব বলতে কী বুঝ?
উত্তর৷ ভূমিকা :
সামাজিক জীবনে নেতৃত্ব একটি পরিচিত ও বহুল ব্যবহৃত প্রত্যয়। দলভুক্ত ব্যক্তিদের মধ্যে বিশেষ কোন ব্যক্তি কতকগুলো বৈশিষ্ট্য ও গুণাবলির অধিকারী হয়। এ বৈশিষ্ট্যপূর্ণ ব্যক্তিই হলো নেতা আর তার দ্বারা পরিচালিত কর্মকাণ্ডই নেতৃত্ব।
নেতৃত্ব : সাধারণত নেতৃত্ব একটি সামাজিক প্রক্রিয়া। নেতৃত্ব হচ্ছে এমন এক প্রক্রিয়া যেভাবে নেতা দলকে পরিচালিত করে থাকে । নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ Leadership শব্দটি এসেছে Lead থেকে যার অর্থ পথ দেখানো (To guide), চালিত করা (To conduct), আদেশ করা (To direct) ইত্যাদি। যিনি নেতৃত্ব দেন তাকে বলা হয় Leader.
নেতা সকলকে তার কাজ দ্বারা প্রভাবিত করেন। তাই নেতৃত্বকে একটি কলা (Art) বলা যেতে পারে।
প্রামাণ্য সংজ্ঞা : চেস্টার আই বার্নার্ড এর মতে, “নেতৃত্ব বলতে মানুষের কতকগুলো আচরণিক গুণকে বুঝায় যা তাদের সংঘবদ্ধভাবে কাজ করার জন্য চালিত করে।”
২. কেন্দ্ৰীয় এল. এফ. কার্টার নেতৃত্বের অর্থের পাঁচটি দিক নির্দেশ করেছেন। যথা : ১. লোকদের কেন্দ্রাভিমুখী করা, ব্যক্তির দলকে উদ্দেশ্যের দিকে চালিত করার সক্ষমতা, ৩. কেন্দ্রীয় ব্যক্তি দলীয় লোকজন দ্বারা মনোনীত, ৪. নেতা দলকে বিশেষ ক্ষেত্রের দিকে পরিচালিত করতে সক্ষম এবং
৫. নেতা কতকগুলো বিশেষ আচরণের অধিকারী |
কিম্বাল ইয়াং এর মতে, “নেতৃত্ব হলো এক ধরনের প্রভাব বিস্তার যেখানে অনুসারীরা কম বা বেশি ইচ্ছাকৃতভাবে অন্যের নির্দেশ ও নিয়ন্ত্রণ মেনে চলে।” পিগরস এর মতে, “নেতৃত্ব হলো পারস্পরিক উদ্দীপনের প্রক্রিয়া।”
উপসংহার : উপর্যুক্ত সংজ্ঞার আলোকে বলা যায় যে, কোন দলীয় পরিস্থিতি, দলের লক্ষ্য অর্জনের ও সদস্যদের কার্যাবলি পরিচালনার জন্য কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গের দলের প্রভাব সৃষ্টিকারী আচরণকে নেতৃত্ব বলে ।

https://topsuggestionbd.com/%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4-%e0%a6%ac/