Download Our App

দ্বিতীয় অধ্যায়, সমাজবিজ্ঞানের পদ্ধতি ও পরিমাপন

ক-বিভাগ

বিজ্ঞান কী?
উত্তর : যুক্তিনির্ভর পদ্ধতি অনুসরণ করে পর্যবেক্ষণ বা পরীক্ষণ ভিত্তিতে অর্জিত সুসংহত জ্ঞানই বিজ্ঞান।
সামগ্রিকভাবে বিজ্ঞান বলতে কী বুঝায়?
উত্তর : সামগ্রিকভাবে বিজ্ঞান বলতে একটি রিমূর্ত ধারণা বুঝায় ।
বৈজ্ঞানিক পদ্ধতি কী?
উত্তর : যে যৌক্তিক পদ্ধতিতে সামাজিক ও প্রাকৃতিক বিষয়াবলি বর্ণনা, ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে গবেষক বা বিজ্ঞানিগণ সাধারণ তত্ত্ব প্রতিষ্ঠা করেন তাকেই সাধারণভাবে বৈজ্ঞানিক পদ্ধতি বলে ।
Method শব্দের বুৎপত্তিগত অর্থ কী?
উত্তর : ইংরেজি Method শব্দের বাংলা পরিভাষা হচ্ছে পদ্ধতি। Method শব্দটি গ্রিক neeta এবং hodos থেকে এসেছে। গ্রিক শব্দ দু’টির ইংরেজি যথাক্রমে with এবং way যার বাংলা ভাবার্থ হলো পন্থাসহ বা পন্থার সাহায্যে।
গবেষণা পদ্ধতি কী?
উত্তর : গবেষণা পদ্ধতি হলো এমন একটি কর্মপ্রক্রিয়া, যা গবেষণার বিভিন্ন পর্যায়সমূহের মধ্যে সম্পর্ক তৈরি করে।
সামাজিক গবেষণা প্রক্রিয়া কী?
উত্তর : সামাজিক গবেষণা মূলত একটি চক্রাকার প্রক্রিয়া।
সামাজিক গবেষণায় কোন কোন ক্ষেত্র থেকে তথ্য সংগ্রহ করা হয়।
উত্তর : সামাজিক গবেষণায় দু’ধরনের উৎস থেকে তথ্য সংগ্রহ করা হয়। যথা: প্রাথমিক উৎস ও মাধ্যমিক উৎস।
অনুকল্প কী?
উত্তর : গবেষণা সমস্যার মধ্যকার ধারণাগুলোর পারস্পরিক সম্পর্ক নির্ধারণের মাধ্যমে গবেষণা সমস্যার সম্ভাব্য সমাধানের একটি আনুমানিক বিবৃতিই হলো অনুকল্প।
কৌশল কী?
উত্তর : যে পদ্ধতির সাহায্যে সমাজবিজ্ঞানীরা তথ্য সংগ্রহের মাধ্যমে সমাজ বিষয়ক নানাবিধ সমস্যার সংখ্যাতাত্ত্বিক ব্যাখ্যা প্রদান করেন, তাকে বলা হয় কৌশল।
পরীক্ষণ পদ্ধতি কী?
উত্তর : একটি সুনিয়ন্ত্রিত ব্যবস্থাধীনে দুই বা ততোধিক সামাজিক ঘটনা বা প্রপঞ্চের মধ্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করার পদ্ধতিকে পরীক্ষণ পদ্ধতি বলে।
পরীক্ষণের সাহায্য নেয়া হয় কেন?
উত্তর : সাধারণত দুটি চল্ এর মধ্যকার সম্পর্কের রূপ – প্রকৃতি সম্পর্কে কোন কল্পনা যাচাই বা পরীক্ষা করে দেখার
জন্যই পরীক্ষণের সাহায্যে নেয়া হয়।
ইন্ডিপেন্ডেন্ট ভেরিএল ও ডিপেনডেন্ট ভেরিএবল কী?
উত্তর : ইন্ডিপেন্ডেন্ট ভেরিএবল হলো কারণ, আর ডিপেনডেন্ট ভেরিএব্‌ল হলো ফল।
সুষ্ঠু পরীক্ষণ পদ্ধতি কোথায় সম্পন্ন করা হয়?
উত্তর : সুষ্ঠু পরীক্ষণ পদ্ধতিকে অবশ্যই নিয়ন্ত্রিত পরীক্ষণ হতে হবে যা ল্যাবরেটরিতেই সবচেয়ে ভালোভাবে সম্পন্ন হতে পারে।
জরিপ পদ্ধতি কী?
উত্তর : সামাজিক গবেষণার ক্ষেত্রে জরিপ পদ্ধতি হচ্ছে এমন একটি পদ্ধতি, যাতে বিভিন্ন কৌশল অবলম্বন করে “অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে কাঙ্ক্ষিত তথ্যসমূহ সংগ্রহ করা হয়।
অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি কোন বিজ্ঞানী ব্যবহার করেন?
উত্তর : অংশগ্রহণ মূলক পর্যবেক্ষণ পদ্ধতিটি মূলত সামাজিক নৃবিজ্ঞানীরাই বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োগ করে থাকেন।
পর্যবেক্ষণ পদ্ধতি কী?
উত্তর : প্রকৃতির মধ্যে বিদ্যমান বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠী, বস্তু বা ঘটনাকে প্রভাবিত না করে বিশেষ উদ্দেশ্য নিয়ে সুশৃঙ্খলভাবে অবলোকন করে সেগুলোর সঠিক, বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য বৈশিষ্ট্য বা তথ্য লিপিবদ্ধ করাই পর্যবেক্ষণ।
অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতিতে গবেষক সমাজকে কিভাবে দেখেন?
উত্তর : অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতিতে গবেষক সমাজকে স্বাভাবিক এবং অকৃত্রিম অবস্থায় পর্যবেক্ষণ করেন।

খ-বিভাগ

প্রশ্ন॥১॥ বিজ্ঞান কী?
প্রশ্ন॥২॥কৌশল কী?
প্রশ্ন।৩।তত্ত্ব কী?
প্রশ্ন॥৪॥উপপ্রেমেয় বলতে কী বুঝ?
প্রশ্ন॥৫॥প্রত্যয় বলতে কী বুঝ?
প্রশ্ন॥৬॥গুণবাচক গবেষণা কাকে বলে?
প্রশ্ন॥৭॥ফোকাস দল আলোচনা বলতে কী বুঝ?
প্ৰশ্ন॥৮॥ফলিত গবেষণা কী?
প্রশ্ন॥৯॥মৌলিক গবেষণা বলতে কী বুঝ?
প্রশ্ন॥১০।গবেষণা পদ্ধতি কি?
প্রশ্ন॥১১।গবেষণা কী?
প্ৰশ্ন৷১২।সামাজিক গবেষণা বলতে কী বুঝ?
প্রশ্ন॥১৩৷বৈজ্ঞানিক পদ্ধতির সংজ্ঞা দাও ।
প্ৰশ্ন৷১৪৷পর্যবেক্ষণ পদ্ধতি কী?
প্রশ্ন॥১৫।পরীক্ষণ কী?
প্রশ্ন॥১৬৷পরীক্ষণের মুখ্য উপাদান কী কী?
প্ৰশ্ন৷১৭৷৷পরীক্ষণ পদ্ধতির সুবিধা কী?

গ-বিভাগ

প্রশ্ন॥১॥সামাজিক গবেষণার স্তরসমূহ আলোচনা কর।
প্রশ্ন॥২॥মৌলিক গবেষণার শ্রেণিবিভাগ লিখ।
প্রশ্ন॥৩॥ফলিত ব্যবহারিক গবেষণার প্রকারভেদ উল্লেখ কর।
প্রশ্ন॥৪॥মূল্যায়ন গবেষণার প্রকার লিখ।
প্রশ্ন॥৫॥সামাজিক গবেষণার বৈশিষ্ট্য আলোচনা কর।
প্ৰশ্ন৷৬৷সামাজিক গবেষণার লক্ষ্য বা উদ্দেশ্যসমূহ বর্ণনা কর।
প্ৰশ্ন॥৭॥বৈজ্ঞানিক পদ্ধতি হিসেবে সামাজিক গবেষণা মূল্যায়ন কর।
প্রশ্ন॥৮॥বৈজ্ঞানিক পদ্ধতির কর্মধারা বা প্রক্রিয়া লিখ।
প্রশ্ন॥৯॥বৈজ্ঞানিক পদ্ধতির নীতিমালা উল্লেখ কর।
প্রশ্ন॥১০৷বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্য সংক্ষেপে লিখ।
প্রশ্ন॥১১৷সামাজিক গবেষণা কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে? আলোচনা কর।
প্ৰশ্ন৷১২।সমাজবিজ্ঞানের ব্যবহৃত পদ্ধতিগুলোর বিবরণ দাও।
প্রশ্ন॥১৩৷বাংলাদেশের সমাজ গবেষণার ক্ষেত্রে উপযোগী পদ্ধতি লিখ ।
প্রশ্ন॥১৪৷৷সামাজিক জরিপের গুরুত্ব বা উপযোগিতা উল্লেখ কর।
প্রশ্ন৷১৫৷৷পর্যবেক্ষণ পদ্ধতির গুরুত্ব লিখ।
প্রশ্ন৷১৬৷প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতির সংজ্ঞা দাও।
প্ৰশ্ন৷১৭৷৷বাংলাদেশের গ্রামীণ সমাজ প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতির গুরুত্ব বা কার্যাবলি লিখ।
প্ৰশ্ন৷৷১৮৷৷সামাজিক জরিপের সবল দিক বা সুবিধাসমূহ বা উপযোগিতা উল্লেখ কর।
প্রশ্ন৷১৯৷সামাজিক জরিপের সীমাবদ্ধতা বা দুর্বল দিক বা অসুবিধা উল্লেখ কর।
প্ৰশ্ন৷৷২০৷৷সামাজিক জরিপ ও ঘটনা অনুধ্যানের মধ্যে পার্থক্য লিখ।
প্ৰশ্ন৷২১৷৷পর্যবেক্ষণের শ্রেণিবিভাগ উল্লেখ কর।
প্রশ্ন৷২২৷৷পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা কী কী?
প্রশ্ন॥২৩৷পর্যবেক্ষণ পদ্ধতির অসুবিধা কী?
প্ৰশ্ন৷৷২৪৷৷সামাজিক জরিপের ধাপসমূহ আলোচনা কর।
প্রশ্ন৷২৫৷সামাজিক জরিপের উদ্দেশ্য কী?
প্রশ্ন৷২৬৷সমাজ গবেষণায় সামাজিক জরিপের ভূমিকা লিখ।
প্ৰশ্ন৷৷২৭৷সামাজিক জরিপের সীমাবদ্ধতা আলোচনা কর।
প্রশ্ন৷২৮৷পরীক্ষণ পদ্ধতির অসুবিধা কী? আলোচনা কর।