তৃতীয় অধ্যায়, মুসলিম দর্শন ও ইসলামি দর্শনের মধ্যে পার্থক্য

ক-বিভাগ

মুসলিম দর্শনের ভিত্তি কি?
উত্তর : মুসলিম দর্শনের ভিত্তিস্বরূপ হলো কুরআন ও হাদিস।
কুরআন ও হাদিসের শিক্ষা ও আদর্শ কোন দর্শনের মূল প্রেরণা ও উৎস?
উত্তর : কুরআন ও হাদিসের শিক্ষা ও আদর্শ মুসলিম দর্শনের মূল প্রেরণা ও উৎস।
কোন ধর্মে জীবনের মধ্যে কোন ভেদরেখা চিহ্নিত হয় নি?
উত্তর : ইসলাম ধর্মে পার্থিব ও অপার্থিব, ঐহিক ও পারত্রিক জীবনের মধ্যে কোন ভেদরেখা চিহ্নিত হয় নি।
মুসলিম জাতির চিন্তার উন্মেষ কিভাবে ঘটে?
উত্তর : মুসলিম জাতির চিন্তার প্রথম উন্মেষ ঘটে কুরআন ও হাদিসের মূলনীতির আলোচনার মাধ্যমে।
ধর্মতত্ত্ব কাকে বলে?
উত্তর : পরমসত্তাক্ষা খোদা সম্পৰ্কীয় আলোচনাকেব বর্ণতত্ত্ব বলে।
ধর্মতত্ত্বের কয়টি রূপ আছে?
উত্তর : ধর্মতত্ত্বের দুটি রূপ আছে।
ধর্মতত্ত্বের দুটি রূপের নাম লিখ।
উত্তর : ধর্মতত্ত্বের দুটি রূপের নাম হলো : ১. প্রাকৃতিক ধর্মতত্ত্ব ও ২. প্রত্যাদিষ্ট ধর্মতত্ত্ব।
ইসলামে প্রত্যাদেশ কী নামে পরিবিদিত?
উত্তর : ইসলমে প্রত্যাদেশ ‘ওহি’ নামে পরিবিদিত।
মুসলিম ধর্মতত্ত্বের উদ্দেশ্য কী?
উত্তর : কুরআন ও হদিসের মূল নীতিসমূহের আলোকে মানবজীবনের লক্ষ্য ব্যাখ্যাই মুসলিম ধর্মতত্ত্বের উদ্দেশ্য।
মুসলিম ধর্মতত্ত্বের ভিত্তি কে?
উত্তর : মুসলিম ধর্মতত্ত্বের ভিত্তি হলো ‘ওহি’।
মুসলিম দর্শনের ভিত্তি কে?
উত্তর : মুসলিম দর্শনের ভিত্তি হলো বিচার বুদ্ধি।
আল্লাহর ‘ওহি’তে বিশ্বাস করে কোন ধর্মতত্ত্ব?
উত্তর : আল্লাহর ‘ওহি’তে বিশ্বাস করে মুসলিম ধর্মতত্ত্ব।
মুসলিম ধর্মতত্ত্ব কিসের উপর প্রতিষ্ঠিত?
উত্তর : মুসলিম ধর্মতত্ত্ব ‘ওহি’ ও ‘ইলহাম’ এর উপর প্রতিষ্ঠিত।
কাকে মুখ্য প্রত্যাদেশ ও গৌণ প্রত্যাদেশ বলা হয়?
উত্তর : ‘ওহি’ ও ইলহামকে যথাক্রমে মুখ্য প্রত্যাদেশ ও গৌণ প্রত্যাদেশ বলা হয়।
পবিত্র আত্মা সাধকরা কিসের মাধ্যমে আল্লাহর সঙ্গে প্রত্যক্ষ সংযোগ স্থাপন করেন?
উত্তর : পবিত্র আত্মা সাধকরা ‘ইলহামের’ মাধ্যমে আল্লাহর সঙ্গে প্রত্যক্ষ সংযোগ স্থাপন করেন।
আল গাযালি, মুহাম্মদ ইকবাল এরা কোন ধরনের দার্শনিক?
উত্তর : আল গাযালি, মুহাম্মদ ইকবাল এরা হলেন মুসলিম দার্শনিক।
মুসলিম ধর্মতত্ত্ব ও মুসলিম দর্শন উভয়ের উৎসের নাম কী?
উত্তর : মুসলিম ধর্মতত্ত্ব ও মুসলিম দর্শন উভয়ের উৎসের নাম হলো কুরআন ও হাদিস।
মুসলিম দর্শন কোন শিক্ষা থেকে উদ্ভূত হয়েছে?
উত্তর : মুসলিম দর্শন কুরআন ও হাদিসের শিক্ষা থেকে উদ্ভূত হয়েছে।
ইসলামে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রদায়ের উদ্ভব কখন ঘটে?
উত্তর : ইসলামে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রদায়ের উদ্ভব ঘটে হযরত মুহাম্মদ (স) এর ওফাতের পর।
ইসলামি জীবন ব্যবস্থায় সকল নীতি, সকল শিক্ষাই কোন বিষয় কেন্দ্রিক?
উত্তর : ইসলামি জীবন ব্যবস্থায় সকল নীতি, সকল শিক্ষাই তাওহীদ কেন্দ্রিক।
ইসলামের বুনিয়াদের পাঁচটি নীতির নাম লিখ।
উত্তর : ইসলামের বুনিয়াদের পাঁচটি নীতির নাম হলো : ১. আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই এবং হযরত মুহাম্মদ
(স) আল্লাহর রাসূল, ২. নামাজ কায়েম করা ৩. যাকাত দেয়া ৪ হজ করা এবং ৫. রমজান মাসে রোজা রাখা।
মানব জীবনের পূর্ণ বিকাশ সাধন করাই কার লক্ষ্য?
উত্তর : মানব জীবনের পূর্ণ বিকাশ সাধন করাই ইসলামের লক্ষ্য।
-ইসলামের বুনিয়াদ কাকে বলা হয়?
উত্তর : পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম কতকগুলো মৌলিক নীতির উপর প্রতিষ্ঠিত এই নীতিসমূহকে ইসলামের বুনিয়াদ বলা হয়।
ইসলামের পাঁচটি স্তম্ভের নাম লিখ।
উত্তর : ইসলামের পাঁচটি স্তম্ভের নাম হলো: ১. ঈমান ২. নামাজ ৩. যাকাত ৪ হজ ৫. রোজা।
ইসলামের প্রথম স্তম্ভের নাম কী?
উত্তর : ইসলামের প্রথম স্তম্ভের নাম হলো ঈমান বা বিশ্বাস।
ঈমান কাকে বলে?
উত্তর : আল্লাহ, তাঁর রাসূল প্রেরিত গ্রন্থ, ফেরেশতাগণ ও শেষ বিচারের দিনের প্রতি আন্তরিক প্রতীতিকে ঈমান বলে।
কুরআন শরিফে ‘কদর’ শব্দটি কোথায় ব্যবহৃত হয়েছে?
উত্তর : কুরআন শরিফে ‘কদর’ শব্দটি আল্লাহর সৃষ্ট নিয়ম অর্থেই ব্যবহৃত হয়েছে।
ইসলামের মূলমন্ত্র ও ঈমানের সর্বপ্রথম নীতির নাম কী?
উত্তর : ইসলামের মূলমন্ত্র ও ঈমানের সর্বপ্রথম নীতির নাম হলো, “লা ইলাহা ইল্লাল্লাহ”।
মুসলমানদের ইজতিহাদ করার নির্দেশ দান করে কে?
উত্তর : মুসলমানদের ইজতিহাদ করার নির্দেশ দান করে কুরআন ও হাদিস।
ইসলামি জীবন ব্যবস্থার মৌল প্রেরণা ও উৎস কার?
উত্তর : ইসলামি জীবন ব্যবস্থার মৌল প্রেরণা ও উৎস হলো কুরআন মজিদের।
মুসলিম জাতির জীবন নিয়ন্ত্রণের সকল নিয়ম কানুন কোথা থেকে নিঃসৃত হয়েছে?
উত্তর : মুসলিম জাতির জীবন নিয়ন্ত্রণের সকল নিয়ম কানুন কুরআন মাজিদ থেকে নিঃসৃত হয়েছে।
· মানুষের পথপ্রদর্শক সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম লিখ।
উত্তর : মানুষের পথপ্রদর্শক সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম হলো কুরআন শরিফ।
‘কুরআন’ শব্দটি কোন ধাতু থেকে উদ্ভূত হয়েছে?
উত্তর : ‘কুরআন’ শব্দটি ‘কারায়া’ ধাতু থেকে উদ্ভূত হয়েছে।
আল্লাহর দূত কে?
উত্তর : আল্লাহর দূত হলো জিব্রাইল (আ)।
কুরআনের অধিকাংশ আয়াতের লিপিকারের নাম কী?
উত্তর : কুরআনের অধিকাংশ আয়াতের লিপিকারের নাম হলো জায়েদ বিন সাবেত ।

খ-বিভাগ

প্রশ্ন।১।মুসলিম দর্শন ও মুসলিম ধর্মতত্ত্ব বলতে কী বুঝ।
প্রশ্ন।২।মুসলিম দর্শন ও ইসলামি দর্শনের মধ্যে পার্থক্য লেখ।
প্রশ্ন।৩।মুসলিম দর্শন ও মুসলিম ধর্মতত্ত্বের মধ্যে পার্থক্য লেখ।
প্রশ্ন॥৪॥মুসলিম দর্শন ও মুসলিম ধর্মতত্ত্বের মধ্যে সম্পর্ক লিখ।
প্রশ্ন॥৫॥ইসলামে স্বাধীন চিন্তার সম্ভাব্যতা সংক্ষেপে লিখ।

গ-বিভাগ

প্রশ্ন।১।মুসলিম দর্শন ও ইসলামি দর্শনের মধ্যে
পার্থক্য আলোচনা কর।

প্রশ্ন।২।মুসলিম দর্শন ও মুসলিম ধর্মতত্ত্বের মধ্যে পার্থক্য দেখাও।
প্রশ্ন।৩।মুসলিম দর্শন কী? এটি কিভাবে ধর্মতত্ত্বের সাথে সম্পর্ক ও পার্থক্য নির্দেশ করে?
প্রশ্ন॥৪॥মুসলিম দর্শন কী? মুসলিম দর্শন কিভাবে মুসলিম ধর্মতত্ত্বের সাথে সম্পর্কযুক্ত?
প্রশ্ন।৫।ইসলামি চিন্তাবিদগণকে শ্রেণীবিন্যাস কর এবং তাদের সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন কর।
প্রশ্ন।৬।ইসলামে স্বাধীন চিন্তার স্থান কতটুকু? তুমি কি মনে কর যে, ইসলামে স্বাধীন চিন্তা সম্ভব?