ক-বিভাগ
উত্তর ঃ পরিকল্পনা হচ্ছে কাজ করার পূর্বে চিন্তা এবং অনুমান অপেক্ষা তথ্যের আলোকে কাজ করার একটি বুদ্ধিবৃত্তিজাত পদ্ধতি, সুশৃঙ্খল পন্থায় কাজ করার একটি মানসিক প্রবণতা।
সর্বপ্রথম কোন গ্রন্থে পরিকল্পনরা ধারণা পাওয়া যায়?
উত্তর ঃ প্লেটোর ‘Republic’ গ্রন্থে পরিকল্পনা ধারণাটির সন্ধান পাওয়া যায়।
সর্বপ্রথম কখন কোথায় আধুনিক উন্নয়ন পরিকল্পনার ধারণাটির উদ্ভব হয়।
উত্তর : বিংশ শতাব্দির প্রথমার্ধে সর্বপ্রথম রাশিয়াতে আধুনিক উন্নয়ন পরিকল্পনার ধারণাটি উদ্ভব।
সমাজ কল্যাণ পরিকল্পনা কি?
উত্তর : সমাজের অসুবিধা গ্রস্থ মানুষের সেবামূলক কার্যক্রম পরিচালনার কর্মপন্থাই সমাজকল্যাণ পরিকল্পনা।
বাংলাদেশ পরিকল্পনা কমিশন কখন প্রতিষ্ঠিত হয়?
উত্তর ঃ ১৯৭২ সালে।
পরিকল্পনার সবচেয়ে গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত সংজ্ঞা দিয়েছেন কে?
উত্তরঃ H.B. Trecker.
কে পরিকল্পনার নীতিমালার কথা উল্লেখ করেন?
উত্তর ঃ এইচ. বি. ট্রেকার পরিকল্পনার নীতিমালার কথা তুলে ধরেছেন।
পরিকল্পনা কমিশন কি?
উত্তর : পরিকল্পনা কমিশন সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনস্থ একটি বিভাগ।
পরিকল্পনার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি কি কি?
উত্তর : পরিকল্পনা প্রণয়নের কর্তৃপক্ষ থাকা, সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য থাকা, একটি নির্দিষ্ট সময় সীমা থাকা,
গবেষণা ও সমীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন, সম্পদ আহরণ এবং সম্পদের যৌক্তিক
ও যথাযথ বণ্টন ইত্যাদি।
পরিকল্পনার মূল লক্ষ্য কি?
উত্তর : পরিকল্পনার মূল লক্ষ্য হলো- দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সাধন করা। এছাড়া কৃষি, যোগাযোগ,
শিল্প, শিক্ষা, মানবসম্পদ প্রভৃতি দিকের উন্নয়ন সাধন করাও এর অন্যতম লক্ষ্য।
সর্বপ্রথম কোন্দেশে ও কবে আধুনিক ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণীত হয়।
উত্তর ঃ রাশিয়ায়-১৯২৮ সালে।
ভারতীয় উপমহাদেশে কবে পরিকল্পনা প্রণীত হয়।
উত্তর : ১৯৪৩ সালে।
উত্তম পরিকল্পনার পূর্বশর্তসমূহ কি?
উত্তর ঃ সারল্য ও স্পষ্টতা, তথ্যভিত্তিক, সুস্পষ্ট উদ্দেশ্য নিরবিচ্ছিন্নতা, ঐক্য ও সমন্বয়, নির্ভুলতা, নমনীয়তা,
বাস্তবমুখীতা, গ্রহণযোগ্যতা, দক্ষ প্রশাসন ইত্যাদি।
উন্নয়নের গুরুত্বপূর্ণ হাতিয়ার কি?
উত্তর ঃ অর্থনৈতিক প্রবৃদ্ধি ।
পরিকল্পনার উল্লেখযোগ্য নীতিমালাসমূহ কি কি?
উত্তর : সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণনীতি, অনুভূত প্রয়োজন পূরণনীতি, জনগণের অংশগ্রহণ নীতি, সম্পদের
সদ্ব্যবহার নীতি, বাস্তবমুখী পরিকল্পনা প্রণয়ন নীতি ইত্যাদি।
পরিকল্পনায় প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ কি কি?
উত্তর : পরিকল্পনায় প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ হলো- (১) চাহিদা; (২) সমস্যা; (৩) উপাত্ত; (৪) সম্পদ;
(৫) সময়; (৬) দক্ষতা ও নৈপুণ্য; (৭) নীতিমালা; (৮) নেতৃত্ব ইত্যাদি ।
পরিকল্পনার কয়েকটি প্রকারভেদ/শ্রেণিবিভাগ উল্লেখ কর।
উত্তর : আনুষ্ঠানিকতার ভিত্তিতে, গুরুত্বভিত্তিক, সময়ভিত্তিক, কাজের পরিসর ভিত্তিক, কার্যভিত্তিক, সাংগঠনিক
বৈশিষ্ট্যমণ্ডিত, উদ্দেশ্যের ব্যাপ্তি অনুসারে, ধরণ ও সময়ের দৃষ্টিকোন বিবেচনায়, ব্যাপক ও সামগ্রিক,
লক্ষ্যমাত্রার ভিত্তিতে পরিকল্পনা ইত্যাদি ।
উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ কি?
উত্তর ঃ বৈশিষ্ট্য হলো : তথ্যভিত্তিক, ঐক্য ও সমন্বয়, বিশেষজ্ঞ কর্তৃক পরিকল্পনা, কলাকৌশলের ব্যবহার,
সময় উল্লেখ, অর্থনৈতিক সংগঠন, গ্রহণযোগ্যতা, মূল্যায়নের সুযোগ, মৌল মানবিক চাহিদা পূরণ প্রভৃতি।
উত্তম পরিকল্পনার পূর্বশর্ত কি?
উত্তর ঃ উত্তম পরিকল্পনার পূর্বশর্ত হলো- (১) তথ্যভিত্তিক; (২) সারল্য ও স্পষ্টতা; (৩) সুস্পষ্ট উদ্দেশ্য; (৪)
নমনীয়তা; (৫) বাস্তবমুখী; (৬) গ্রহণযোগ্যতা; (৭) দক্ষ প্রশাসন; (৮) জনগণের অংশগ্রহণ; (৯) ঐক্য ও
সমন্বয় ইত্যাদি।
IMED কি?
উত্তর : Implementation Monitoring and Evaluation Division.
খ-বিভাগ
৩.০১।পরিকল্পনা কি?
৩.০২।পরিকল্পনার কয়েকটি বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।
৩.০৩।পরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ তুলে ধর?
৩.০৪।পরিকল্পনার পদ্ধতি বা কৌশলগুলো সংক্ষেপে তুলে ধর।
৩.০৫।সাংগঠনিক কাঠামোগুলো সম্পর্কে বর্ণনা কর ।
৩.০৬।বাংলাদেশে পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়ার সাংগঠনিক কাঠামোসমূহ সংক্ষেপে বর্ণনা কর।
৩.০৭।পরিকল্পনার নীতিমালাগুলো সংক্ষেপে তুলে ধর।
৩.০৮।পরিকল্পনার গুরুত্ব আলোচনা কর।
৩.০৯।পরিকল্পনার ধাপসমূহ সংক্ষেপে তুলে ধর।
৩.১০।বাংলাদেশে পরিকল্পনা বাস্তবায়নের সমস্যা বা বাধাসমূহ উল্লেখ কর।
৩.১১।উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।
৩.১২।বাংলাদেশে পরিকল্পনা বাস্তবায়নে সমস্যা সমাধানের উপায়সমূহ উল্লেখ কর।
৩.১৩।পরিকল্পনায় প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ উল্লেখ কর।
গ-বিভাগ
৩.১৪।সামাজিক পরিকল্পনা কি? পরিকল্পনার গুরুত্ব আলোচনা কর।
৩.১৫।পরিকল্পনার সংজ্ঞা দাও। পরিকল্পনার বৈশিষ্ট্য উল্লেখ কর।
৩.১৬।পরিকল্পনার শ্রেণিবিভাগসমূহ আলোচনা কর ।
৩.১৭।পরিকল্পনা বলতে কি বুঝায়? পরিকল্পনার ধপসমূহ আলোচনা কর ।
৩.১৮।পরিকল্পনার সংজ্ঞা দাও। উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
৩.১৯।পরিকল্পনা বলতে কি বোঝায় । পরিকল্পনার নীতিমালাগুলো আলোচনা কর।
৩.২০।সামাজিক পরিকল্পনা কি? পরিকল্পনার গুরুত্ব আলোচনা কর।
৩.২১।পরিকল্পনার সংজ্ঞা দাও। পরিকল্পনায় বিস্তারকারী বিষয়সমূহ আলোচনা কর ৷
৩.২২।সামাজিক নীতি কি? বাংলাদেশে সামাজিক নীতি ও সামাজিক পরিকল্পনার গুরুত্ব আলোচনা কর।
৩.২৩।পরিকল্পনা কাকে বলে? পরিকল্পনার পদ্ধতি বা কৌশলগুলো আলোচনা কর ।
৩.২৪।পরিকল্পনা বলতে কি বোঝায়? বাংলাদেশে পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়ার সাংগঠনিক কাঠামোসমূহ আলোচনা কর।
৩.২৫।বাংলাদেশে পরিকল্পনা বাস্তবায়নে সমস্যা বা বাধাসমূহ উল্লেখ কর।