ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) [যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দাও।]
১। بهتان (বুহতানুন) শব্দের অর্থ কী?
উঃ بهتان (বুহতানুন) অর্থ অপবাদ, মিথ্যা অভিযোগ।
২। الفاسي (আল-ফাসিক) শব্দের অর্থ লিখ।
উঃ الفاسي (আল-ফাসিক) শব্দের অর্থ-পাপাচারী ব্যক্তি।
৩। ইফক শব্দের অর্থ কী?
উঃ অর্থ মিথ্যা অপবাদ দেয়া।
৪। হুদায়বিয়ার সন্ধি কখন সংঘটিত হয়?
উঃ ৬ষ্ঠ হিজরিতে ৬২৮ খ্রিস্টাব্দে।
৫। আস-সাকিনা শব্দের অর্থ লিখ।
উঃ আস-সাকিনা শব্দের অর্থ প্রশান্তি, স্বস্তি।
৬। نور (নূর) শব্দের অর্থ কী?
উঃ নূর শব্দের অর্থ আলো বা জ্যোতি।
৭। আদল শব্দের অর্থ কী?
উঃ আদল শব্দের অর্থ ন্যায়পরায়নতা।
৮। عضبة (উসবাতুন) অর্থ কী?
উঃ عضبة (ঊসবাতুন) অর্থ ছোট দল ।
৯। পবিত্র কুরআনের সবচেয়ে ছোট সূরা কোনটি?
উঃ পবিত্র কুরআনের সবচেয়ে ছোট সূরা আল কাউসার।
১০। আল ফাহিশাহ শব্দের অর্থ কী?
উঃ আল ফাহিশাহ শব্দের অর্থ অশ্লীল কথা।
১১। পবিত্র কুরআনে সিজদার আয়াত কয়টি?
উঃ পবিত্র কুরআনে সিজদার আয়াত ১৪ টি।
১২। جامع القرآن (জামিউল কুরআন) কাকে বলা হয়?
উঃ হযরত ওসমান (রা.) কে (জামিউল কুরআন) বলা হয়।
১৩। আল-মুহসানাত দ্বারা কাদের বুঝানো হয়েছে?
উঃ সতি-সাধ্বী নারীদেরকে বুঝানো হয়েছে।
১৪। আররুইয়া বিল হাক্কি অর্থ কী?
উঃ সত্য স্বপ্নকে বুঝায়। এটা মূলত এক বিশেষ ধরনের ওহি।
১৫। উসবাতুন অর্থ কি?
উঃ উসবাতুন অর্থ দল।
১৬। গীবত কাকে বলে?
উঃ কারো অসাক্ষাতে তার দোষত্রুটি আলোচনা করাকে গীবত বলে ।
১৭। সূরা আল-ফাতহ্ এর আয়াত সংখ্যা কত?
উঃ সূরা আল ফাতহের আয়াত সংখ্যা ২৯।
১৮। خطوات الشيطان অর্থ কী?
উঃ অর্থ শয়তানের পদাঙ্ক, শয়তানের পথ।
১৯। ‘গীবত’ অর্থ কী?
উঃ আড়ালে অন্যের দোষ চর্চা করা।
২০। طائفة শব্দের অর্থ কী?
উঃ দল।
২১। يرمون শব্দের অর্থ কী?
উঃ অপবাদ আরোপ করা।
২২। হুদায়বিয়ার সন্ধি কখন সংঘটিত হয়?
উঃ ৬ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি সংঘটিত হয়।
২৩। সূরা হুজুরাতের আয়াত সংখ্যা কত?
উঃ সূরা হুজুরাতের আয়াত সংখ্যা ১৮টি।
২৪। সূরা আল-ফাতহ মাক্কী না মাদানী?
উঃ মাদানী।
২৫। সূরা আন-নূর এ আয়াত সংখ্যা কত?
উঃ সূরা আন নূরের আয়াত সংখ্যা ৬৪ টি।
২৬। ফাতহুম মুবিন অর্থ কী?
উঃ ফাতহুম মুবীন অর্থ প্রকাশ্য,বিজয়।
২৭। সূরা আল-হুজুরাত কোন গোত্রের উদ্দেশ্যে অবতীর্ণ হয়?
উঃ বনু তামীম গোত্রের উদ্দেশ্যে সূরা আল-হুজুরাত’ নাযিল হয়।
২৮। ফাতহুন কারিবুন দ্বারা কী বুঝায়?
উঃ মক্কা বিজয়।
২৯। কার্যাফুন শব্দের অর্থ কী?
৩০। আল-খাবিহাতু দ্বারা কাদের বুঝানো হয়েছে?
উঃ খারাপ চরিত্রের নারীদেরকে।
৩১। ইফকের ঘটনার প্রধান ভূমিকা কে পালন করে?
উঃ মুনাফিক সর্দার আব্দুলাহ ইবনে উবাই।
৩২। হুজুরাত শব্দের অর্থ কী?
উঃ হুজুরাত শব্দের অর্থ কক্ষ, বসবাসের ঘর, প্রকোষ্ঠ।
৩৩। হুদায়বিয়ার সন্ধির প্রাক্কালে কে দূত হিসেবে কুরাইশদের নিকট প্রেরিত হয়েছিলেন?
উঃ হযরত ওসমান (রা.) কে।
৩৪। কাওকাবুন দুররিয়্যুন অর্থ কী?
৩৫। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে সূরা দৈর্ঘ্য (আল-ফাতহু) অবতীর্ণ হয়?
উঃ হুদায়বিয়ার সন্ধির ঘটনার পরিপ্রেক্ষিতে সূরা তৈ) (আল-ফাতহু) অবতীর্ণ হয়।
৩৬। سورة শব্দের অর্থ কী?
উঃ سورة অর্থ নিদর্শন, চিহ্ন, অধ্যায় ইত্যাদি।
৩৭। মাক্কী ও মাদানী সূরা কয়টি?
উঃ মাক্কী সূরা ৯২টি মতান্তরে ৮৬টি ও মাদানী সূরা ২২টি, মতান্তরে ২৮টি।
৩৮। কযফ কী?
উঃ কোনো নির্দোষ নারী পুরুষের প্রতি ব্যভিচারের মিথ্যা দোষারোপ ইসলামি শরিয়তে একে ক্যফ বলে।
৩৯। ইফকের ঘটনায় কতজন মুসলিম জড়িত ছিলেন?
উঃ দুইজন।
৪০। زجاجة শব্দের অর্থ কী?
উঃ স্বচ্ছ কাচপাত্র।
৪১। إن أكرمكم عند الله القلم অর্থ কী?
উঃ “তোমাদের মধ্যে ঐ ব্যক্তিই আল্লাহর কাছে সর্বাধিক মর্যাদাসম্পন্ন, যে অধিক মুত্তাকী।”
৪২। কুরআন শব্দের অর্থ কি?
উঃ ‘আল-কুরআন’ শব্দের অর্থ অধিক পঠিত।
৪৩। ‘ফাতহ’ শব্দের অর্থ কি?
উঃ ‘ফাতহ’ শব্দের অর্থ বিজয়।৪৪। ‘হুজুরাত’ শব্দের অর্থ কি?
উঃ হুজুরাত শব্দের অর্থ কক্ষ, বসবাসের ঘর, প্রকোষ্ঠ।
৪৫। আসমানি কিতাবের সংখ্যা কত?
উঃ আসমানি কিতাব ১০৪ টি।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। মাক্কী সূরা বলতে কী বুঝায়? মাক্কী সূরার চারটি বৈশিষ্ট্য লিখ। ১০০%
২। হুদায়বিয়া সন্ধির চারটি শর্ত লিখ। ১০০%
৩। বিবাহিত ব্যভিচারীর শাস্তির বর্ণনা দাও। ১০০%
৪। لعن (লিয়ান) এর বিধান সংক্ষেপে আলোচনা কর। ১০০%
৫। قذف (কযফ) এর বিধান পবিত্র কুরআনের আলোকে বর্ণনা কর।
৬। وحي (ওয়াহয়ী) বলতে কী বুঝায়? ওয়াহয়ী কত প্রকার ও কী কী? ১০০%
৭। إنا فتحنا لك فتحا مبينا আয়াতাংশটির ব্যাখ্যা কর। ১০০%
৮। ইফকের ঘটনার সাথে কারা জড়িত ছিল? ১০০%
৯। ওহী কী? ওহী অবতীর্ণের পদ্ধতিসমূহ বর্ণনা কর। ৯৯%
১০। সূরা আন নূরের আলোকে পর্দার বিধান লিখ। ৯৯%
১১। শান ই নুযুল কী? সূরা আন নূরের শান ই নুযুল লিখ। ৯৯%
১২। ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا আয়াতাংশটি ব্যাখ্যা কর। ৯৯%
১৩। ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا আয়াতাংশটি ব্যাখ্যা কর।
১৪। وجعلناكم شعوبا وقبائل দ্বারা কি বুঝানো হয়েছে। ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
অনুবাদ অংশ :
১। নিম্নের আয়াত গুলো অনুবাদ কর: ১০০%
إن الذين جاءة بالإفك غضبة منكم لا تحسبوه شرا لكم بل هو خير لكم لكل امرئ منهم ما اكتسب من الاثم والذي تولى كبرة منهم له عذاب عظيم لولا إذ سمعتموه ظن المؤمنون و المؤمنت بأنفسهم خيرا و قالوا هذا إفك مبين لولا جاءوا عليه
২। নিম্নের আয়াত গুলো অনুবাদ কর: ১০০%
يأيها الذين امنوا لا تقيموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم – يأيها الذين امنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول گجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وانتم لا تشعرون – إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم
৩। নিম্নের আয়াত গুলো অনুবাদ কর: ৯৯%
لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا . ومغانم كثيرة يأخذونها وكان الله عزيزا حكيما .وعدكم الله مغانم كثيرة تأخذونها تعجل لكم هذه وكف أيدي اية للمؤمنين ويهديكم صراطا مستقيما تحت الشجر اس
عنكم ولتكون
৪। নিম্নের আয়াতগুলো অনুবাদ কর: ৯৯%
سورة الزلتها وفرضتها وانزلنا فيها ايت بينت لعلكم تذكرون . الزانية والزاني فاجلدواكل واحد منهما مائة جلدة ولاتأخذكم بهنا رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الأخر وليشهد عذابهما طائفة من المؤمنين . الزاني لا ينكح إلا زانية أو مشركة والزانية لا ينكحها إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين .
৫। নিম্নের আয়াতগুলো অনুবাদ কর: ৯৯%
إنا فتحنا لك فتحا مبينا . ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمتہ علیک و یھدیک صراطا مستقيما . وينصرك الله تصرا عزيزا . هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ويله جنود السموات والأرض وكان الله علينا حكينا
ব্যাখ্যা অংশ :
১। নিম্নের আয়াতটি ব্যাখ্যা কর: ১০০%
يوم تشهد عليهم السنتهم وأيدهم وأرجلهم بما كانوا يعملون
২। নিম্নের আয়াতটি ব্যাখ্যা কর: ১০০% يوم تشهد عليهم السنتهم وأيدهم وأرجلهم بما كانوا يعملون عن
৩। আয়াতটি ব্যাখ্যা কর: ৯৯%
قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أرى لهم إن الله خبير بما يصنعون
৪। আয়াতটি ব্যাখ্যা কর: ৯৯%
إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون
৫। আয়াতটি ব্যাখ্যা কর: ৯৯%
لولا إذ سمعتموه ظن المؤمنون والمؤمنت بأنفسهم خيرا وقالوا هذا إفك مبين
থিউরি অংশ :
১। সূরা হুজরাতে বর্ণিত সামাজিক বিধিবিধান আলোচনা কর। ১০০%
২। সূরা নূরের আলোকে ইমানদারদের বৈশিষ্ট্য আলোচনা কর। ১০০%
৩। সূরা ফাত্হ/হুজুরাত এর বিষয়বস্তু আলোচনা কর। ১০০%
৪। সূরা হুজরাত/আন নূর অবতীর্ণ হওয়ার পটভূমি বর্ণনা কর। ১০০%
৫। পর্দা কী? সূরা আন-নূরের আলোকে পর্দার বিধান আলোচনা কর। ১০০%
৬। মক্কা বিজয় কাকে বলে? মক্কা বিজয়ের গুরুত্ব বর্ণনা কর। ৯৮%
৭। ইফক কী? সূরা আন – নূরে বর্ণিত ‘ইফক” এর ঘটনাটি লিপিবদ্ধ কর। ৯৯%