ডিগ্রী দ্বিতীয়বর্ষ পরীক্ষা ২০২০অনুষ্ঠিত২০২২ ইসলামের স্টাডিজ চতুর্থ পত্র আল ফিকাহ্ শাস্ত্র:১২১৮০৩ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। ফিকহ শব্দের অর্থ কী?
উঃ ফিকহ শব্দের অর্থ হলাে- জানা, বুঝা, অনুগত হওয়া, হৃদয়ঙ্গম হওয়া ইত্যাদি।
২। ইজমা শব্দের অর্থ কী?
উঃ ইজমা শব্দের অর্থ একমত হওয়া, ঐকমত্য পােষণ করা, ঐক্যবদ্ধ হওয়া।
৩। বিতর শব্দের অর্থ কী?
উঃ বিতর শব্দের অর্থ বিজোড়।
৪। সালাতের আহকাম কয়টি?
উঃ সালাতের আহকাম ৭টি।
৫। সাওমের মূল উদ্দেশ্য কী?
উঃ সাওমের মূল উদ্দেশ্য তাকওয়া অর্জনকারী।
৬। অজুর ফরজ কয়টি?
উঃ অজুর ফরজ চারটি। যথা:- ১. মুখমন্ডল ধৌত করা ২.দুই হাতের কনুই পর্যন্ত ধােয়া ৩.মাথা মাসেহ করা।
৭। সাওম শব্দের অর্থ কী?
উঃ জিনিস হতে বিরত থাকা।
৮। সালাত ইসলামের কততম স্তম্ভ?
উঃ সালাত ইসলামের কততম দ্বিতীয়।
৯। অজুর জন্য পানি পাওয়া না গেলে কী করতে হয়?
উঃ অজুর জন্যে পানি পাওয়া না গেলে তায়াম্মুম করতে হয়।
১০। জুমআর নামাজ কখন ফরজ, হয়?
উঃ হিজরতের পূর্বে মক্কায় ফরজ হয়েছিল।
১১। কখন সাহরী খেতে হয়?
উঃ সুবহে সাদিকের পূর্বে ।
১২। “ইজতিহাদ” কী?
উঃ ইসলামি শরিয়তের পরিভাষায়, বিশ্বাসগত ও কর্মজাতীয় সত্য উপলব্ধির জন্য প্রাণান্তর প্রচেষ্টা করাকে ইজতিহাদ বলা হয়।
১৩। গােসল কত প্রকার ও কি কি?
উঃ গােসল ৪ প্রকার। যথা :- ১. ফরজ গােসল; ২.
ওয়াজিব গােসল; ৩. সুন্নাত গােসল ও ৪. মুস্তাহাব গােসল।
১৪। কাদের উপর জুম’আর নামাজ ওয়াজিব?
উঃ স্বাধীন, প্রাপ্ত বয়স্ক, জ্ঞানবান, মুকিম বা স্থায়ী বাসিন্দা, বালেক পুরুষ, দৃষ্টিশক্তি সম্পন্ন, রাস্তা নিরাপদ ও অক্ষত পা সম্পন্ন হওয়া ব্যক্তিদের জুম’আর নামাজ আদায় করা ওয়াজিব।
১৫। সালাত কখন ফরজ হয়?
উঃ নবুওয়াতের দশম বছর মিরাজের রাত্রে।
১৬। মাযহাব শব্দের অর্থ কী?
উঃ মাযহাব অর্থ চলার পথ, ধর্মমত, বিশ্বাস ইত্যাদি।
১৭। সালাতের ফরজ কয়টি?
উঃ সালাতের ফরজ ১৩ টি।
১৮। নাজাসাত অর্থ কী?
উঃ নাজাসাত অর্থ অপবিত্রতা।
১৯। ই’তেকাফ অর্থ কী?
উঃ অবস্থান করা বা নিজেকে আবদ্ধ রাখা।
২০। সাদকাতুল ফিতর’ কী?
উঃ সদকাতুল ফিতর বলতে রােজা ভাঙ্গার পর যে নির্দিষ্ট পরিমাণ সদকা বা দান করা হয় তাকে সদকাতুল ফিতর বলে।
২১। সাহরি কী?
উঃ সুবহে সাদিকের পূর্বে রােজার জন্য পানাহার। করাকে সাহরি বলে ।
২২। মুসাফির কী?
উঃ যারা নিজ বাড়ি থেকে অন্য কোথাও কমপক্ষে ৪৮ মাইল সফর করে এবং সেখানে সর্বোচ্চ ১৫ দিন অবস্থানের নিয়ত করে তাদেরকে মুসাফির বলা হয়।
২৩। ফিক্‌হের তৃতীয় যুগটি কত সালে হয় ?
উঃ হিজরি ( ৬৩৮/৩৯ ) সালে ফিহের তৃতীয় যুগের উদ্ভব হয়।
২৪। খাস বলতে কি বুঝ?
উঃ যা এককভাবে কোনো একটি নির্দিষ্ট এককের জন্য তৈরি হয়েছে।
২৫। নস কাকে বলে ?
উঃ এমন বক্তব্যকে নস বলা হয় যা যাহির থেকে স্পষ্ট।
২৬। ইজমা কাকে বলে ?
উঃ দ্বীনি কোন বিষয়ে কুরআন হাদিসের মূলনীতির আলোকে সমসাময়িক মুসলিম আলিমগণের সর্বসম্মত ঐকমত্যের নাম ইজমা ।
২৭। নাজাসাতে হুকমী কাকে বলে ?
উঃ নাজাসাতে হুকমী হলো নাপাকীর এমন অবস্থা যা দৃশ্যমান নয় , তাকে নাজাসাতে হুকমী বলে ।
২৮। ইসতিনজা কাকে বলে?
উঃ পেশাব ও পায়খানার পবিত্রতা অর্জনকে ইসতিনজা বলে।
২৯। হাদাসে আসগর অর্থ কি ?
উঃ হাদাসে আসগর অর্থ ছোট নাপাকী।
৩০। হাদাসে আকবর কাকে বলে ?
উঃ ঐ সকল অবস্থাকে হাদাসে আকবর বলে , যার কারণে গোসল ফরজ হয়।
৩১। পবিত্র পানির গুণগুলো কি কি ?
উঃ পবিত্র পানির গুণগুলো ১. স্বাদ , ২. গন্ধ ও ৩. রং।
৩২। ইমাম হবার হকদার ব্যক্তি কে?
উঃ অধিক জ্ঞানবিশিষ্ট বয়োজ্যেষ্ঠ ব্যক্তি।
৩৩। কূউদ শব্দের অর্থ কি ?
উঃ কূউদ শব্দের অর্থ শেষ বৈঠকে বসা।
৩৪। তাহিয়াতুল মসজিদ কি ?
উঃ মসজিদে প্রবেশের পর বসে পড়ার পূর্বে দুই রাকাত নফল সালাত আদায় করাকে তাহিয়াতুল মসজিদ বলে।
খ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। ফিকহ এর সংজ্ঞা দাও। ১০০%
২। তাহারাত বলতে কী বুঝ?
৩। গোসল কাকে বলে? গােসলের ফরজ কয়টি ও কী কী? ১০০%
৪। সাল াত বলতে কী বুঝ? সালের ফরযসমূহ লিখ। ১০০%
৫। সাওম ভঙ্গের কারণসমূহ লিখ। ১০০%
৬। কোন কোন সময়ে সালাত আদায় করা নিষিদ্ধ এবং কেন? ১০০%
অথবা, পাঁচ ওয়াক্ত সালাতের নিষিদ্ধ সময়সমূহ বর্ণনা কর।
৭। মাযহাব এর সংজ্ঞা দাও। এর উতপত্তির কারণ কি কি? ১০০%
৮। সাওমের আধ্যাত্মিক গুরুত্ব বর্ণনা কর। ১০০%
৯। সাওম কি? সাওমের প্রকারভেদ লিখ। ১০০%
১০। সালাতুল বিতর কয় রাখাত? উহা আদায়ের পদ্ধতি লিখ। ৯৯%
১১। অযু কি? অযু ভঙ্গের কারণসমূহ লিখ। ৯৯%
১২। “ইজতিহাদ” বলতে কি বুঝ? সংক্ষেপে লিখ। ৯৯%
১৩। সালাতের ধর্মীয় গুরুত্ব সংক্ষেপে লিখ। ৯৯%
১৪। সালাতের আরকান ও আহকাম বর্ণনা কর। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। ফিক্‌হ বলতে কী বুঝায়? ফি এর গুরুত্ব ও প্রয়ােজনীয়তা বর্ণনা কর। ১০০%
২। ইমাম শাফি’ (রহ) এর জীবনী লিখ এবং ফিকহ শাস্ত্রে তাঁর অবদান আলােচনা কর। ১০০%
৩। কোন কোন পানি দ্বারা তাহারাত অর্জন বৈধ এবং কোন কোন পানি দ্বারা বৈধ নয়? বর্ণনা কর। ১০০%
৪। বিতর সালাতের হুকুম কী? এর রাকআত সংখ্যা কত? ইমামগণের মতামত বর্ণনা কর। ১০০%
৫। মুসাফির ও রুগ্ন ব্যক্তির সাওমের বিধান বর্ণনা কর। ১০০%
৬। ইমামগণের মতামতসহ সালাতের ওয়াজিবসমূহ লিখ। ১০০%
৭। গােসল এর সংজ্ঞা দাও। গােসল কত প্রকার ও কি কি? গােসল ফরয হওয়ার কারণগুলাে বর্ণনা কর। ১০০%
৮। অজু কাকে বলে? অজু ভঙ্গের কারণগুলাে বর্ণনা কর। ১০০%
৯। ইমাম আবু হানিফা (রঃ) এর সংক্ষিপ্ত জীবনী লিখ। ৯৯%
১০। সালাতুল ফজরের প্রথম সময় এবং সালাতুল মাগরিবের শেষ সময় সম্পর্কে ইমামদের মতভেদসহ আলােচনা কর। ৯৯%
১১। মুসাফির কী? মুসাফির অবস্থায় সালাত আদায়ের বিধান। ৯৯%
১২। সালাতের মধ্যে আমিন’ উচ্চস্বরে বলা কি বৈধ? এ
ব্যাপারে ইমামদের অভিমত কী? প্রমাণসহ আলােচনা কর। ৯৯%