ডিগ্রী তৃতীয় বর্ষ বিষয় হিসাববিজ্ঞান পঞ্চম পত্র রকেট স্পেশাল সাজেশন ৯০% কমন ইনশাল্লাহ

ক-বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। পরিচালন ইজারা কী? 

উঃ কোন লিজ চুক্তিতে যদি শুধুমাত্র নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে সম্পত্তির জীবনকালের কিছু অংশ ব্যবহারের অনুমতি থাকে তবে তাকে পরিচালনা লিজ বা অপারেটিং লিজ বলা হয়।

২। ট্রেজারী স্টক কী? 

উঃ কর্পোরেশনের নিজস্ব শেয়ার যেগুলাে কোম্পানি পুনরায় ক্রয় করে নেয় বা অধিগ্রহন করে নেয় কিন্তু কারবার থেকে উঠিয়ে নেয় না এরূপ শেয়ারকে ট্রেজারি স্টক বলে ।

৩। অফ ব্যালান্সশীট অর্থায়ন কী? 

উঃ অফ-ব্যালেন্সশীট অর্থায়ন একটি বিশেষ পদ্ধতি যেখানে অর্থায়ন দার প্রতিষ্ঠানের উদ্বৃত্তপত্রে প্রদর্শিত হয় না।

৪। অব্যাহতিপ্রাপ্ত সম্পত্তি কী? 

উঃ দেনাদারের যে সম্পত্তির দখল ২৩ ধারায় গ্রহণ করা যাবেনা তাকে অব্যাহতি প্রাপ্ত সম্পত্তি বলে।

৫। সমর্পণ মূল্য কী?

উঃ বিমা গ্রহিতা বিমা চুক্তি শেষ হওয়ার আগে বিমা সমর্পণ করলে বিমা কোম্পানি পলিসির বর্তমান মূল্য গণনা করে পাওনা মিটিয়ে দেয়। এটিকে সমর্পণ মূল্য বলে।

৬। প্রাথমিক গণ প্রস্তাব কী? 

উঃ প্রথম বারের মতাে একটি কোম্পানির শেয়ার জনসাধারণের কাছে বিক্রিকে প্রাথমিক গণপ্রস্তাব বলে।

৭। বহুধাপ আয় বিবরণী কী?

উঃ কোম্পানির আয়-ব্যয়কে অপারেটিং এবং নন-অপারেটিং এ দুই ভাগে ভাগ করে যে বিশদ আয় বিবরণী বা আয়-ব্যয়ের বিভিন্ন উপাদানকে শ্রেণীবদ্ধ করে আলাদাভাবে দেখানাে হয় তাকে বহুধাপ আয় বিবরণী বলে।

৮। স্টক লভ্যাংশ কী? 

উঃ নগদ অর্থে লভ্যাংশ প্রদান না করে শেয়ারের মাধ্যমে যখন লভ্যাংশ প্রদান করা হয় তখন তাকে স্টক লভ্যাংশ বলে।

৯। কারা পূর্ণ জামানতযুক্ত পাওনাদার? 

উঃ যেসব পাওনাদারের পাওনার জন্য দেনাদারের সম্পত্তি পর্যাপ্ত পরিমাণ জামানত স্বরূপ পাওনাদারদের অধিকারে থাকে তাকে পূর্ণ জামানতযুক্ত পাওনাদার বলা হয়।

১০। আন্তঃশাখা লেনদেন কী?

উঃ ব্যবসায়িক লেনদেনের কারণে বিভিন্ন ব্যবসায় শাখার সাথে দেনা-পাওনা সৃষ্টি হয়ে থাকে। নিয়ন্ত্রণকারী শাখা এবং নিয়ন্ত্রণাধীন শাখার মধ্যে এরূপ দেনা-পাওনা সংঘটিত হলে তাকে আন্তঃশাখা লেনদেন বলে।

১১। পুনঃবিমা দাবি কী? 

উঃ পুনঃবিমা শর্ত মােতাবেক বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতি হলে পুণঃবিমাকারীর প্রথম বিমাকারী প্রতিষ্ঠানকে। ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকে যাকে পুনঃবিমা দাবি বলে।

১২। নগদ প্রবাহ বিবরণী কী ? 

উঃ কোন প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট সময়ে নগদ অর্থের আগমন ( Infows ) এবং নগদ অর্থের নির্গমন ( Outflow ) দেখিয়ে যে বিবরণী তৈরি করে তাকে নগদ প্রবাহ বিবরণী ( Cash flow Statement ) বলে। 

১৩। অফ-ব্যালেন্স শিট অর্থায়ন কী? 

উঃ অফ-ব্যালেন্স শিট অর্থায়ন একটি বিশেষ পদ্ধতি যেখানে অর্থায়ন দায় প্রতিষ্ঠানের উদ্বৃত্তপত্রে প্রদর্শিত হয় না।

১৪। অপরিচালন ব্যয়সমূহ কী কী? 

উঃ অপরিচালন ব্যয়গুলাে হলাে : (a) Interest Expense (সুদ খরচ); (b) Loss on Sale of Assets (সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি) এবং (c) Donation Expense (অনুদান খর)

১৫। নগদ প্রবাহ বিবরণীর কার্যক্রমসমূহ কী কী? 

উঃ আন্তর্জাতিক হিসাব মান ৭ (IAS-7) অনুসারে নগদ প্রবাহ বিবরণী কার্যক্রমগুলাের তিনটি অংশ থাকে। যেমন- পরিচালনা কার্যক্রম থেকে নগদ প্রবাহ, ২. বিনিয়ােগ কার্যকলাপ থেকে নগদ প্রবাহ ও ৩. অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম দ্বারা নগদ প্রবাহ।

১৬। ব্যাংকের চিরকুট পদ্ধতি কী? 

উঃ যে পদ্ধতিতে আমানতকারীর জমাকৃত ও উত্তোলিত অর্থ চিরকুট থেকে সরাসরি লেজার বা খতিয়ানের লিপিবদ্ধ করার হয় তাকে ব্যাংকের চিরকুট পদ্ধতি বলে।

১৭। ভার কী? 

উঃ মােট মূলধন কাঠামাে তুলনায় কোনাে নির্দিষ্ট উৎসের অনুপাত নির্ণয়কে ভার বলে ।

১৮। অগ্রাধিকারযুক্ত পাওনাদার কারা? 

উঃ দেউলিয়া দেনাদারের মােট যত দেনা আছে সেগুলাে জামানতবিহীন হওয়া সত্ত্বেও পরিশােধের ক্ষেত্রে অগ্রাধিকার সুবিধা প্রদান করা হয় এমন পাওনাদারকে অগ্রাধিকারযুক্ত পাওনাদার বলে।

১৯। সমমূল্যের শেয়ার কী? 

উঃ যখন কোন শেয়ার সার্টিফিকেটে কর্পোরেশন কর্তৃক অভিহিত মূল্য উল্লেখ থাকে না তখন তাকে সমমূল্যের শেয়ার বলে। এ ধরনের স্টককে অভিহিত মূল্যে অথবা অভিহিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বা কম মূল্যে ইস্যু করা যায় ।

২০। সম্পত্তি লভ্যাংশ কী? 

উঃ প্রতিষ্ঠান যদি শেয়ার হােল্ডারদের মধ্যে লভ্যাংশ হিসেবে কোনােরূপ সম্পত্তি ক্ষয়শীল সম্পত্তি প্রদান করে তাকে সম্পত্তি লভ্যাংশ বলে।

২১। মুক্ত নগদ প্রবাহ কী? 

উঃ কোম্পানির আর্থিক সক্ষমতা পরিমাপের সবচেয়ে সুক্ষ প্রক্রিয়া হলাে মুক্ত প্রক্রিয়া। পরিচালন প্রক্রিয়া থেকে মূলধন জাতীয় ব্যয় ও লভ্যাংশ বাদ দিলে মুক্ত নগদ প্রবাহ নির্ণীত হয়। 

২২। ভাবী স্বার্থ কাকে বলে? 

উঃ ভাবী স্বার্থ হচ্ছে এমন একটি সিস্টেম যার মাধ্যমে সম্পত্তির মালিক তাদের সম্পত্তির অংশটি একটি বিমা কোম্পানির কাছে বিক্রি করে এবং এখনও সেখানে থাকার অধিকার থাকে।

২৩। মূলধন লিজ কী? 

উঃ কোন লিজ চুক্তিতে যদি একটি সম্পত্তির সম্পূর্ণ জীবনকাল ব্যবহারের অনুমতি থাকে এবং লিজি কর্তৃক সম্পত্তির মালিকানা অর্জনের সুবিধা ও ঝুঁকি গ্রহনের অপশন থাকে তাহলে তাকে মূলধন ইজারা/ লিজ ক্ষলা হয়।

২৪। ঘাটতি হিসাব কী? 

উঃ দেউলিয়া হওয়ার পর দেউলিয়া দেনাদার যে পরিমাপ দেনা পাওনাদারগণকে পরিশােধ করতে সক্ষম তার কারণ বিস্তারিতভাবে উল্লেখ করে যে হিসাব প্রস্তুত করা হয়। তাকে ঘাটতি হিসাব (Deficiency account) বলা হয়।

২৫। শেয়ার বাজেয়াপ্তকরণ কী? 

উঃ পাবলিক লিঃ কোম্পানি কোনাে শেয়ারহােল্ডার তার ক্রয়কৃত শেয়ারের কোন কিস্তির টাকা নির্ধারিত সময়ের মধ্যে পরিশােধ করতে ব্যর্থ হলে কোম্পানি পরিচালকমন্ডলী উক্ত শেয়ার মালিকের সদস্য পদ বাতিলের ক্ষমতা রাখে তাকে শেয়ার বাজেয়াপ্তকরণ বলে।

২৬। কোম্পানির আর্থিক বিবরণী ১৯৯৪ সালের কোন ধারামতে প্রস্তুত করা হয় ? 

উঃ বাংলাদেশে প্রচলিত ১৯৯৪ সালের কোম্পানি আইনের ১৮৫ ধারা , তফসিল -১১ এর প্রথম খণ্ডে কোম্পানির উদ্বতপত্র এবং দ্বিতীয় খন্ডে লাভ – লোকসান বিবরণী প্রস্তুত করা হয়। 

২৭। রিসিভার কে? 

উঃ আদালত দেউলিয়া ঘােষণার নির্দেশ প্রদান করার পর সরকার কর্তৃক সংরক্ষিত ও অনুমােদিত তালিকার অন্তর্ভুক্ত সে ব্যক্তি দেউলিয়া ব্যক্তির সম্পত্তি বিক্রয় বন্টন তত্ত্বাবধান করে তাকে রিসিভার বলে ।

২৮। মূল্যায়ণ উদ্ধৃত্ত কাকে বলে? 

উঃ যে উদ্বৃত্তের ব্যালেন্স চূড়ান্ত হিসাবের আয় বিবরণী অংশে ধনাত্মক হিসেবে ধরা হয় তাকে মূল্যায়ণ উদ্বৃত্ত বলে।

২৯। শাখা অফিসের দুটি বৈশিষ্ট্য লিখ। 

উঃ শাখা হিসাবের ২টি বৈশিষ্ট্য হলাে-১. শাখা অফিস হেড অফিস কর্তৃক নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় ও ২. শাখা অফিস প্রধানত খুচরা বিক্রয়কারী হিসাবে কাজ করে।

৩০। আন্তঃবিভাগীয় স্থানান্তর বলতে কি বুঝ? 

উঃ একটি প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের মধ্যে যে পণ্য বা সেবার আদান প্রদান সম্পাদিত হয় তাকে আন্তঃবিভাগীয় লেনদেন বা আন্ত:বিভাগীয় স্থানান্তর বলে ।

৩১। পূর্ব – ক্রয় অধিকার কি? 

উঃ অগ্রাধিকারের ভিত্তিতে বিদ্যমান শেয়ার মালিকদের শেয়ার ক্রয়ের অধিকারকে ‘ প্রি – এমটিভ বা পূর্ব – ক্রয় অধিকার ‘ বলে ।

৩২। কর্পোরেট মূলধন কি ?

উঃ কর্পোরেশনের মালিকানা সত্ত্বাকেই শেয়ারহোল্ডারদের মালিকানা ( Stockholder’s Equity ) বলা হয় যা কর্পোরেট মূলধন ( Corporate Capital ) নামে অভিহিত করা হয় ।

৩৩। ক্রয় দরকষাকষির সুযোগ কী ? 

 উঃ ক্রয় দরকষাকষির সুযোগ পরীক্ষা হলো এমন একটি ব্যবস্থা যার সাহায্যে ইজারাগ্রহীতা ইজারা সম্পত্তি ক্রয়ের তারিখে ইজারা চুক্তির শর্তানুযায়ী সম্পত্তিটি বাজার

৩৪। বহুধাপ আয় বিবরণী কি ? 

 উঃ কোম্পানির আয় – ব্যয়কে অপারেটিং এবং নন – অপারেটিং এ দুই ভাগে ভাগ করে যে বিশদ আয় বিবরণী বা আয় – ব্যয়ের বিভিন্ন উপাদানকে শ্রেণীবদ্ধ করে আলাদাভাবে দেখানো হয় তাকে বহুধাপ আয় বিবরণী বলে ।

৩৫। প্রবাহ বিবরণীর সংজ্ঞা দাও । 

উঃ কোন প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট সময়ে অর্থের আগমন ( Infows ) এবং অর্থের নির্গমন ( Outflow ) দেখিয়ে যে বিবরণী তৈরি করে তাকে প্রবাহ বিবরণী ( Cash flow Statement ) বলে ।

৩৬। ক্রয় দরকষাকষির সুযোগ কী ? 

উঃ ক্রয় দরকষাকষির সুযোগ পরীক্ষা হলো এমন একটি ব্যবস্থা যার সাহায্যে ইজারাগ্রহীতা ইজারা সম্পত্তি ক্রয়ের তারিখে ইজারা চুক্তির শর্তানুযায়ী সম্পত্তিটি বাজার মূল্য অপেক্ষা অনেক কম মূল্যে ক্রয় করতে পারে ।

৩৭। ক্রয় দরকষাকষির সুযোগ কী ? 

উঃ ক্রয় দরকষাকষির সুযোগ পরীক্ষা হলো এমন একটি ব্যবস্থা যার সাহায্যে ইজারাগ্রহীতা ইজারা সম্পত্তি ক্রয়ের তারিখে ইজারা চুক্তির শর্তানুযায়ী সম্পত্তিটি বাজার মূল্য অপেক্ষা অনেক কম মূল্যে ক্রয় করতে পারে ।

৩৮। আর্থিক বিবরণীর সংজ্ঞা দাও ? 

উঃ আর্থিক বছর শেষে বা একটি নির্দিষ্ট সময়ান্তে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রকাশের চূড়ান্ত বিবরণীকে আর্থিক বিবরণী বলে ।

৩৯। প্রবাহ বিবরণীর উপায়গুলো কি কি ?

উঃ International Accounting Standard – 7 অনুসারে প্রবাহ বিবরণীর প্রাপ্তি ও পরিশোধ এর তিনটি প্রধান উপাদান হলো- ( ক ) পরিচালনা সংক্রান্ত

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

[যে-কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

থিউরি …..

১। ইজারা চুক্তি কি? ইজারা চুক্তির বৈশিষ্ট্য আলােচনা কর। ১০০% 

২। কখন একজন ব্যক্তিকে দেউলিয়া ঘােষণা করা হয়? ১০০%

৩। ভাড়া ক্রয় ও ইজারা চুক্তির মধ্যে পার্থক্য দেখাও। ১০০%

৪। IAS-1 অনুযায়ী আর্থিক বিবরণীর উপাদানসমূহ কী কী? ১০০%

৫। অগ্রাধিকার স্টক কী? অগ্রাধিকার স্টকের বৈশিষ্ট্য ব্যাখ্যা। ১০০%

৬। নগদপ্রবাহ বিবরণী ও আয় বিবরণীর মধ্যকার পার্থক্য কী? ১০০%

৭।  পরিচালন ইজারা মূলধনী ইজারার মধ্যে পার্থক্য নির্ণয় কর। ১০০%

৮। শ্যখ্য হিসাব ও বিভাগীয় হিসাবের মধ্যকার পার্থক্য দেখাও। ১০০%

৯। বিমা নিশ্চয়তার মধ্যে পার্থক্য বর্ণনা কর। ৯৯%

১০। স্টক লভ্যাংশ ও স্টক খণ্ডন এর মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%

১১। সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%।

১২। আর্থিক অবস্থার বিবরণী প্রণয়নের উদ্দেশ্যসমূহ আলােচনা কর। ৯৯%

১৩। কিস্তি বিক্রয় পদ্ধতি ও ব্যয় পুনরুদ্ধার পদ্ধতির মধ্যে পার্থক্য আলােচনা কর। ৯৯%

১৪৷ দেউলিয়া বিষয় আইন – ১৯৯৭ অনুযায়ী অব্যহতিপ্রাপ্ত সম্পত্তির বর্ণনা দাও। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। ক) ইজারার অর্থনৈতিক সুবিধা ও অসুবিধা আলোচনা কর। ১০০%

খ) পরিচালনা ইজারা ও আর্থিক ইজারার মধ্যে পার্থক্য দেখাও। ১০০%

২। ক) বিভাগীয় হিসাব কী? বিভাগীয় হিসাবের গুরুত্ব আলােচনা কর। ১০০%

খ) শাখা হিসাব কি? শাখার শ্রেণিবিভাগ আলােচনা কর। ১০০%

৩। ক) আর্থিক অবস্থার বিবরণী বলতে কি বুঝ? ৯৯%

খ) আর্থিক চুক্তির বৈশিষ্ট্য প্রণয়নের উদ্দেশ্যসমূহ আলোচনা কর। ৯৯%

৪। ক) ঘাটতি হিসাব কাকে বলে? ৯৯%

খ) কেন এবং কিভাবে ঘাটতি হিসাব প্রস্তুত করা হয়? ৯৯%

৫। ক) পরিচালনা অংশ কি? পরিচালনা অংশের যেসব তথ্য প্রকাশ করতে হবে সেগুলাে কি কি? ৯৯%

খ) দুই বা ততােধিক পরিচালনা অংশের তথ্য একত্রীকরণের শর্তাবলি বর্ণনা কর। ৯৯%

৬। ক) জীবন বিমা তহবিল কি? কোম্পানি কর্তৃক রক্ষিত হিসাবের প্রধান বইসমূহ কি কি? ৯৯%

খ) জীবন বিমা তহবিল সম্পর্কে আলোচনা কর। ৯৯%

#গাণিতিক-অংশ: হিসাববিজ্ঞান

Part: B

ডিগ্রি ২০১৮ সালের ৫,৬,৭,৮,৯

ডিগ্রী ২০১৭ সালের ৮,৭,৬,৯

ডিগ্রী ২০১৬ সালের ৬,৮,৭,৯*

অনার্স ২০১৪ সালের ৫*,৭,৯,৮

অনার্স ২০১৫ সালের ৬৭,৮

অনার্স ২০১৬ সালের ৭*,৮৯

অনার্স ২০১৭ সালের ৯,৬,৭,৮

অনার্স ২০১৮ সালের ৫*,৬,৮,৯

Part:C

ডিগ্রী ২০১৮ সালের ১১,১২,১৩,১৪,১৫,১৬*

ডিগ্রী ২০১৭ সালের ১১,১৪,১৩,১৫,১৬*,১২

ডিগ্রী ২০১৬ সালের ১০,১৬,১৫,১২,১৩,১৬,১৭

অনার্স ২০১৩ সালের ১৭*,১৪,১৫

অনার্স ২০১৪ সালের ১০*,১৩,১৬

অনার্স ২০১৫ সালের ১৭,১০*,১২,১৪

অনার্স ২০১৬ সালের ১৪*,১০,১৩

অনার্স ২০১৭ সালের ১৪,১০,১৩১৬*

অনার্স ২০১৮ সালের ১১,১৩,১৬

[বিঃদ্রঃ ★ ষ্টার চিহ্নিত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ।]