ক বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। জর্ডান প্রদত্ত বসতির সংজ্ঞাটি লিখ?
উঃ সাংস্কৃতিক স্থলের কাঠামো বা রুপ অধ্যয়নই হলো বসতি।
২। কবে মানব বসতির সূচনা ঘটে?
উঃ অধ্যাপক রিচার্ড হার্ডসন উনবিংশ শতাব্দীতে বসতির সূচনা ঘটান বা উনবিংশ শতাব্দীতে বসতির সূচনা ঘটে।
৩। SMA কি?
উঃ Statistical Metropolitan Area.
৪। জি কে জিফ প্রদত্ত আনুক্রমিক মান বিধির সুএটি লিখ?
উঃ
৫। নগরে শব্দ দূষণের দুটি কারণ লিখ?
উঃ জোরে মাইক বাজানো, জোরে গাড়ির হর্ণ বাজানো।
৬। বাংলাদেশের কোথায় প্রাচীন নগরের সন্ধান পাওয়া গেছে?
উঃ গঙ্গা ও ভাগীরথী নদীর মধ্যেবর্তী অঞ্চলে।
৭। বাংলাদেশের একটি প্রাচীন নগরের নাম লিখ?
উঃ Gangariddi.
৮। ঢাকার পূর্বনাম কি ছিল?
উঃ জাহাঙ্গীর নগর।
৯। খুলনা জেলা কোন নদীর তীরে অবস্থিত?
উঃ ভৈরব ও রুপসার মধ্যবর্তী মিলনস্থলে।
১০। সেক্টর থিউরির মূলকথা কি?
উঃ কেন্দ্রীক ব্যবস্থা, উৎপাদন, ও আবাসস্থল।
১১। বাংলাদেশে গ্রাম থেকে শহরে অভিগমনের একটি কারণ লিখ?
উঃ শিক্ষা ও ব্যবসা বাণিজ্যের জন্যে প্রায়ই মানুষ গ্রাম থেকে শহরে অভিগমন করে।
১২। বাংলাদেশে নগরায়নের হার কত?
উঃ জুলাই ২০১৬ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী ২৩.৩০ ভাগ।
১৩। বসতি ভূগোলের সূচনা করেছিলেন কে ?
উঃ অধ্যাপক রিচার্ড হার্ডসন।
১৪।সমকেন্দ্রিক বলয় তত্ত্বটির প্রবর্তক কে ?
উঃ সমকেন্দ্রিক বলয় তত্ত্বটির প্রবর্তক বার্জেস।
১৫। । হোয়েটের তত্ত্বটির নাম কী ?
উঃ হোয়েটের তত্ত্বটির নাম হলো সেক্টর তত্ত্ব বা বৃত্তকলা মতবাদ।
১৬। সেক্টর তত্ত্ব কি ?
উঃ সেক্টর তত্ত্বটি হলো কেন্দ্রীয় ব্যবস্থা , উৎপাদন 3 আবাসস্থল বিষয়ক একটি মতবাদ।
১৭।নগরায়ণের ইংরেজি প্রতিশব্দ কি ?
উঃ নগরায়ণের ইংরেজি প্রতিশব্দ ‘ Urbanization ‘।
১৮। । নগরায়ণ বলতে কি বুঝ ?
উঃ গ্রামীণ জীবন পদ্ধতি থেকে নগরের জীবন পদ্ধতি গ্রহণের প্রক্রিয়াই হচ্ছে নগরায়ণ।
১৯। বিচ্ছিন্ন বসতি গড়ে উঠার দু’টি কারণ লিখ।
উঃ : বিচ্ছিন্ন বসতি গড়ে উঠার দুটি কারণ হলো : ভূ প্রকৃতি , ও মৃত্তিকা।
২০। শহরতলী কী ?
উঃ : কোনো শহরের আশে পাশে ঘনবসতিপূর্ণ এলাকাকে শহরতলী বলে।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। গ্রামীণ বসতি গড়ে উঠার প্রাকৃতিক নিয়ামকসমূহ ব্যাখ্যা কর। ১০০%
২। গ্রামীণ বাজারের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা কর। ১০০%
৩। জনসংখ্যার ভিত্তিতে নগর বসতির শ্রেণিবিভাগ কর। ১০০%
৪। কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকার বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর। ১০০%
৫। গ্রামীণ হাট – বাজারের চারটি বৈশিষ্ট্য লিখ। ১০০%
৬। শহরে বায়ু দূষণের কারণ কী? ১০০%
৭। সমকেন্দ্রিক বলয় তত্ত্বের সীমাবদ্ধতাগুলো লিখ। ১০০%
৮। বাংলাদেশের নগর সমূহের প্রধান সমস্যাসমূহ উল্লেখ কর। ১০০%
৯। নগরীয় পরিবেশ কি ? পরিবেশ অবক্ষয়ের ধরন বর্ণনা কর। ৯৯%
১০। কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকার বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর। ৯৯%
১১। বস্তি ভূগোল অধ্যায়নের পদ্ধতিসমূহ আলোচনা কর। ৯৯%
১২। এককেন্দ্রিক ও বহুকেন্দ্রিক মতবাদের মধ্যে পার্থক্য। ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। বসতি ভূগোল কী ? মানব বসতি ভূগোলের বিষয়বস্তু বর্ণনা কর ।
২। বাংলাদেশের গ্রামীণ বসতি বিন্যাসের ধরন কর । ১০০%
৩। ই . ডব্লিউ , বার্জেস – এর সমকেন্দ্রিক বলয় ততুটি ব্যাখ্যা কর। ১০০%
৪। প্রাচীন কালে নগর বিকাশের নিয়ামকসমূহ বর্ণনা কর। ১০০%
৫। কেন্দ্রীয় স্থান তত্ত্বের প্রবক্তা কে?এই তত্ত্বের মূল বক্তব্য কি? কেন্দ্রীয় স্থান তত্তের সুবিধা ও অসুবিধাগুলো কী কী। ১০০%
৬। শহরতন্ত্রীর বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর। ১০০%
৭। নগরের দুষণের ক্ষতিকর প্রভাবসমূহ ব্যাখ্যা কর। ১০০%
৮। বাংলাদেশের গ্রাম – নগর অভিগমনের কারণসমূহ ব্যাখ্যা কর। ১০০%
৯। মানব বসতির শ্রেণিবিভাগ কর এবং বিভিন্ন প্রকার মানব বসতির বিবরণ দাও। ৯৯%
১০। গ্রামীণ হাট বাজারের উৎপত্তি ও বিকাশ আলোচনা কর। ৯৯%
১১। গ্রামীণ হাটের পারিসরিক বিন্যাসের বিবরণ দাও। ৯৯%
১২। বাংলাদেশের নগরায়ণের ক্রমবিকাশ আলোচনা কর। ৯৯%