অনার্স অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২০ অনুষ্ঠিত ২০২১ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (বিষয় কোডঃ ২১১৫০১) সাজেশন ৯৯% কমন ইনশাআল্লাহ।।

 

ক_বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)

১। ২৫ শে মার্চ গণহত্যার সাংকেতিক নাম কি ছিল?

উঃ অপারেশন সার্চলাইট।

২। পাকিস্তানে প্রথম সামরিক শাসন কে জারি করেন?

উঃ ইস্কান্দার মির্জা।

৩। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উঃ তাজউদ্দীন আহমেদ।

৪। বাকশাল এর পূর্ণরূপ কী?

উঃ বাংলাদেশ কৃষক – শ্রমিক আওয়ামী লীগ।

৫। বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি?

উঃ তাজিংডং যার অপর নাম বিজয় বা মদক মুয়াল।

৬। আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?

উঃ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।

৭। অবিভক্ত বাংলার প্রথম ও শেষ মূখ্যমন্ত্রী কে ছিলেন?

উঃ প্রথম ছিলেন এ. কে. ফজলুল হক এবং শেষ ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

৮। মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি? 

উঃ বীরশ্রেষ্ঠ।

৯। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল?

উঃ ১১ টি সেক্টরে।

১০। কত তারিখে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন?

উঃ ১৫ আগস্ট ১৯৭৫ সালে।

১১। কোন “কর্মসূচি বাঙালির ম্যাগনাকার্টা” নামে পরিচিত?

উঃ ছয় – দফা কর্মসূচি।

১২। বাংলাদেশ সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয়েছে?

উঃ ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর।

১৩। বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি?

উঃ মেঘনা (দৈর্ঘ্য ৬৬৯ কিঃমিঃ)।

১৪। পূর্ববাংলার গভর্নর কে ছিলেন? 

উঃ স্যার ফ্রেডারিক চার্মারস বোর্ন।

১৫। মৌলিক গণতন্ত্রের অধ্যাদেশ কে জারি করেন?

উঃ সামরিক শাসক আইয়ুব খান।

১৬। পাকিস্তান সংবিধানে কখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়?

উঃ ১৯৫৬ সালে।

১৭। “EBDO” ও “LFO” এর পূর্ণরূপ কী?

উঃ EBDO = Elective Bodies Disqualification Order.

LFO = Legal Framework Order.

১৮। বঙ্গভঙ্গ কখন হয়?

উঃ ১৯০৫ সালে।

১৯। “দ্বি – জাতি” তত্ত্বের প্রবর্তক কে?

উঃ মুহাম্মদ আলী জিন্নাহ।

২০। মৌলিক গণতন্ত্রে কতজন ভোটাধিকার ছিল?

উঃ ৮০ হাজার।

২১। ভারত স্বাধীনতা আইন কবে পাস হয়?

উঃ ১৯৪৭ সালের ১৮ জুলাই।

২২। অবিভক্ত বাংলার প্রথম মূখ্যমন্ত্রী কে ছিলেন?

উঃ এ, কে, ফজলুল হক।

২৩। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি?

উঃ ভারত।

২৪। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা ঘোষণা করে?

উঃ ২১ দফা কর্মসূচি ঘোষণা করে।

২৫। ভাষা আন্দোলনের দুজন শহীদের নাম লিখ।

উঃ রফিক ও শফিক।

২৬। ঐতিহাসিক ছয়দফা কবে, কোথায় ঘোষিত হয়?

উঃ ১৯৬৬ সালের ৫ জানুয়ারি লাহোরে ঘোষিত হয়।

২৭। কোন আইন দ্বারা ১৯৪৭ সালে ভারত বিভক্ত হয়েছিল?

উঃ ভারত স্বাধীনতা আইন দ্বারা।

২৮। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়?

উঃ ১ অক্টোবর ১৯৪৭ সালে।

২৯। শামসুজ্জোহা কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?

উঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়।

৩০। বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে?

উঃ ইন্দো – ইউরোপীয় ভাষা।

৩১। কোন প্রাচীন গ্রন্থে “বঙ্গ” নামের উল্লেখ পাওয়া যায়?

উঃ বৈদিক সাহিত্য ‘ঋগ্বেদের’ ঐতরেয় আরণ্যক ‘ গ্রন্থে।

৩২। ভূ – প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশকে কতটি ভাগে ভাগ করা যায়?

উঃ তিন ভাগে ভাগ করা যায়?

৩৩। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কবে উত্তোলিত হয়?

উঃ ২ মার্চ ১৯৭১ সালে।

৩৪। কখন মৌলিক গণতন্ত্র আদেশ জারি করা হয়?

উঃ ১৯৫৯ সালের ২৭ অক্টোবর।

৩৫। স্বাধীন বাংলাদেশে প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

৩৬। বাংলাদেশ সাংবিধানিক নাম কি?

উঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

৩৭। বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্

তোলন করা হয়?

উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

৩৮। আগরতলা ষড়যন্ত্র মামলায় কত জনকে আসামি করা হয়েছিল?

উঃ ৩৫ জন কে।

৩৯। বাঙালিদের উপর কোন নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশী?

উঃ অস্ট্রিক নরগোষ্ঠীর।

৪০। রকেট সাজেশন চুরি করে নিজের নামে চালিয়ে দেয় এমন কয়েকজনের নাম লিখ

উঃ নিঃস্ব চাদ, রাকিবুল হাসান, সুমন আহমেদ এবং নকল ও প্রতারক আসাদ আহমেদ।।

খ_বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ কি ছিল? ১০০%

২। যুক্তফ্রন্ট কি? যুক্তফ্রন্ট সম্পর্কে লিখ। ১০০%

৩। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে টীকা লিখ। ১০০%

৪। বাঙালি সংকর জাতি – ব্যাখ্যা কর। ১০০%

৫। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্যের বিবরণ দাও। ১০০%

৬। অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের উদ্যোগ সম্পর্কে সংক্ষেপে লিখ। ১০০%

৭। মৌলিক গণতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলোচনা কর। ১০০%

৮। লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল? ১০০%

৯। ছাত্রদের ১১ – দফা আন্দোলনের কর্মসূচি কি ছিল? ৯৯%

১০। বসু – সোহরাওয়ার্দী চুক্তি কি? ৯৯%

১১। বাংলাদেশের ভৌগলিক অবস্থান বর্ণনা কর। ৯৯%

১২। মহান মুক্তিযুদ্ধের যেকোনো দুটি সেক্টর সম্পর্কে লেখ। ৯৯%

১৩। ধর্মীয় সহনশীলতা ও সংস্কৃতির সমন্বয়বাদিতা বলতে কি বুঝ? ৯৯%

গ_বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। বাংলাদেশের ভূ – প্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা কর। ১০০%

২। ঔপনিবেশিক শাসনামলে সাম্প্রদায়িকতার উদ্ভব, বিকাশ ও এর ফলাফল ব্যাখ্যা কর। ১০০%

৩। বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব আলোচনা কর। ১০০%

৪। সংবিধান কি? ১৯৭২ সালের সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ১০০%

৫। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে ১৯৭০ সালের নির্বাচন কি প্রভাব রেখেছিল? ১০০%

৬। ১৯৬৯ সালের গণ – অভ্যুত্থানের কারণ ও তাত্পর্য অথবা পটভূমি ও ফলাফল পর্যালোচনা কর। ১০০%

৭। ১৯৬৬ সালের ৬ দফা কর্মসূচি ব্যাখ্যা কর। এ আন্দোলনের পটভূমি ও গুরুত্ব সম্পর্কে লিখ। ১০০%

৮। ১৯৪০ সালের লাহোর প্রস্তাব ব্যাখ্যা কর। এর তাত্পর্য ও বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ১০০%

৯। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান আলোচনা কর। ৯৯%

১০। বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে এক‌টি নিবন্ধ লিখ। ৯৯%

অথবা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা মূল্যায়ন কর।

১১। বাংলাদেশের জনগণের নৃ – তাত্ত্বিক পরিচয় দাও। ৯৯%

অথবা, বাংলাদেশের অধিবাসীদের আর্থসামাজিক জীবনধারায় ভূ – প্রকৃতির প্রভাব আলোচনা কর।

১২। বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা বর্ণনা কর। ৯৯%