ডিগ্রি নিয়ে কিছু কথা

১।ডিগ্রি আবেদন কবে থেকে শুরু হবে?

উত্তর ঃ আগস্টের শেষের সপ্তাহে বা সেপ্টেম্বর এর ১ম সপ্তাহে শুরু হবে।। ইনশাআল্লাহ আপডেট আসার সাথে সাথে পোস্ট করে জানিয়ে দেওয়া হবে।।

২।ডিগ্রি আবেদন করতে যোগ্যতা কত?

উওর ঃ বিজ্ঞান,, ssc 2.00 hsc 2.50,,,,,,,,,,,,,মানবিক ,,, ssc 2.00,,,, hsc,,, 2.00,,,,,,,,,,,,,,,,ব্যবসায়,,,,ssc 2.00,,,,,,hsc, 2.50,,, নূন্যতম যোগ্যতা এগুলো থাকলেই আপনি আবেদন করতে পারবেন।।।।

৩।ডিগ্রি কোন বিভাগের জন্য কি কি সাবজেক্ট রয়েছে?

উত্তর ঃ বিজ্ঞান এর জন্য BSC = ব্যাচেলার অব সাইন্স

মানবিক এর জন্য BA= ব্যাচেলর অব আর্টস এবং BSS = ব্যাচেলর অফ সোশ্যাল সাইন্স

ব্যবসায় এর জন্য BBS = ব্যাচেলর অব বিজনেস স্টাডিজ

৪। কোন সাবজেক্ট এ কোন বিভাগের জন্য কত % করে সিট বরাদ্দ থাকে।।?

উওর ঃ

BA তে মানবিকের জন্য ৬০%,, বিজ্ঞান এর জন্য ২০%,,, ব্যবসায় এর জন্য ২০%

BSS তে মানবিক জন্য ৬০%,, বিজ্ঞান এর জন্য ২০%,,, ব্যবসায় এর জন্য ২০%

BSC তে শুধু বিজ্ঞান জন্য ১০০%

BBS তে ব্যবসায় এর জন্য ৬০%,,, বিজ্ঞান এর জন্য ২০%,, মানবিক,, ২০%

৪ নং উত্তর পড়ার পর আপনার সিন্ধান্ত আপনি নিতে পারেন।।আপনার বিভাগের জন্য যে সাবজেক্ট এর % বেশি আপনি যদি ওই সাবজেক্ট টি ১ম চয়েস দেন তাহলে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।।

সবার জন্য শুভ কামনা সবার জন্য।