জাতিবর্ণ ব্যবস্থা বলতে কি বুঝ?

অথবা, জাতিবর্ণ ব্যবস্থা কী?
অথবা, জাতিবর্ণ ব্যবস্থার সংজ্ঞা নিরূপণ কর।
উত্তর৷ ভূমিকা :
জাতিবর্ণ হলো একটি বদ্ধগোষ্ঠী । যখনই কোন গোষ্ঠী বা ব্যক্তিকে উত্তরাধিকারসূত্রে বিচার করা হয়, তখনই তাকে নির্দিষ্ট জাত বা জাতিবর্ণে অভিহিত করা হয়। বস্তুত জাতিবর্ণ ব্যবস্থা হচ্ছে সামাজিক স্তরবিন্যাসের একটি সুকঠোর ব্যবস্থা।
জাতিবর্ণ ব্যবস্থা : জাত বা জাতিবর্ণের ইংরেজি অর্থ Caste; যা স্প্যানিশ এবং পর্তুগিজ শব্দ ‘Casta’ থেকে এসেছে এবং যার অর্থ জাতি, কুল প্রভৃতি। Caste বা জাত বা জাতিবর্ণ ব্যবস্থা হচ্ছে একই বংশজাত এবং অভিন্ন ধর্মাবলম্বী এমন একটি সামাজিক গোষ্ঠী, যার সদস্যরা পরস্পর সমমর্যাদাসম্পন্ন, যাদের মধ্যে অন্তঃবিবাহ রীতি প্রচলিত এবং যারা সামাজিক কাঠামোর মিথস্ক্রিয়ার মাধ্যমে বিভিন্ন Caste এর ভিতর একটি অসম মর্যদার সম্পর্ক গড়ে তোলে।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন সমাজবিজ্ঞানী, তাত্ত্বিক, গবেষক বিভিন্নভাবে জাত-বর্ণ প্রথাকে সংজ্ঞায়িত করেছেন। নিম্নে তাঁদের কয়েকটি সংজ্ঞা প্রদান করা হলো : Berre Man (1972) জাতিবর্ণ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন, “জাতিবর্ণ ব্যবস্থা হচ্ছে সামাজিক স্তর বিন্যাসের একটি সুকঠোর (Rigid) ব্যবস্থা।” স্যার এডওয়ার্ডের (Sir Adward) এর মতে, “জাত বা জাতিবর্ণ হচ্ছে অন্তর্বিবাহ বন্ধনে আবদ্ধ গোষ্ঠীসমূহ।”
সমাজবিজ্ঞানী এ. ডব্লিউ. গ্রিন (A.W.Green) এর মতে, “Caste is a system of stratification in which mobility up and down the states ladder at lest ideally may not occur.” hereditary we may call its a caste.” সমাজবিজ্ঞানী সি. এইচ. কুলি এর (C.H. Cooley) মতে, “When a class is somewhat strictly
উপসংহার : উপর্যুক্ত সংজ্ঞাগুলোর আলোচনা শেষে বলা যায় যে, জাতিবর্ণ হলো সামাজিক স্তরবিন্যাসের এমন একটি ধরন, যেখানে এটি নির্ধারিত হয় জন্ম ও ধর্মসূত্রে। অর্থাৎ জাতিবর্ণ হলো জন্মভিত্তিক, যেখানে মর্যাদা পূর্ব নির্ধারিত এবং ধর্মীয় বিধিনিষেধ ক্রিয়াশীল।

https://topsuggestionbd.com/%e0%a6%b7%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4/