চৈতী হাওয়া’ কবির প্রিয়া হারানো ব্যথা কীভাবে প্রকাশ পেয়েছে তা বর্ণনা কর।

উত্তর : এক চৈতালি দিনে কবির জীবনে এসেছিল প্রেম। এ প্রেম কবি ও প্রিয়ার মধ্যে ভালোবাসার বাহুবন্ধনে আবদ্ধ হয়েছিল। এক চৈতালি দিনে কবির প্রিয়া কবিকে ভালোবেসে উন্মাতাল করেছিল। কিন্তু আজ তাঁর প্রিয়া হারিয়ে গেছে। সময়ের স্রোতে কবির ভালোবাসার সুখ বিলীন হয়েছে। কবি বার বার প্রিয়তমাকে খুঁজেছেন। প্রকৃতির মাঝে প্রিয়ার প্রতিবিম্ব আবিষ্কার করার চেষ্টা করেছেন। কবির এক সময় জীবন ছিল শূন্য, প্রিয়া হারানো যাতনা ছিল না। কবির প্রিয়তমা গরল বিষ ঢেলে কালের চোরাবালিতে হারিয়ে গেছে। তাই হাজারো ভিড়ের মাঝে কবি তাঁর প্রিয়াকে খুঁজেছেন-


‘আমি খুঁজি ভিড়ের মাঝে চেনা কমল পা’

https://topsuggestionbd.com/%e0%a6%9a%e0%a7%88%e0%a6%a4%e0%a7%80-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%a8%e0%a6%9c/