উত্তর : বিরহ মানুষকে বেদনা দেয়। কবির প্রিয়া দূরে চলে গেছে। কিন্তু রেখে গেছে কিছু কষ্টময় স্মৃতি। এ স্মৃতি কবি কখনো ভুলতে পারেন না। তবুও কবি প্রত্যাশা করেন তাঁর প্রিয়া যেখানেই থাকুক, যার সাথে ঘর বাঁধুক, অন্তঃস্থলে শুধু কবির অধিষ্ঠান। কবির প্রত্যাশা যে হৃদয়ে কবি একবার জায়গা করে নিয়েছেন সে হৃদয়ে অন্য কেউ জায়গা করে নিতে পারে না। কবির
প্রিয়া হয়ত আগমনী বার্তা নিয়ে কবিহৃদয়ে ফিরে আসবে। তাই কবি প্রিয় মানুষটির প্রত্যাশায় বলেছেন-
‘তেমনি করে জাগছ কি রাত আমার আশাতেই?
কুড়িয়ে পাওয়া বেলায় খুঁজি হারিয়ে যাওয়া খেই?