চৈতী হাওয়া’ কবির কবিপ্রিয়ার সন্ধানে ব্যাকুলতার যে চিত্র প্রকাশ পেয়েছে তা তুলে ধর।

উত্তর : প্রিয়া হারানো ব্যথায় কবি নিঃস্ব ও রিক্ত। হারানো প্রিয়া কবিকে ভুলে গেলেও কবি প্রিয়াকে ভুলতে পারেন নি। সে প্রিয়া কবির জীবনে কর্মচাঞ্চল্য এনে দিয়েছিল। আজ কবির জীবন কর্মহীন। কবির কর্মকোলাহলময় জীবন ভালো লাগে না। অসংখ্য ভিড়ের মাঝে কবি তাঁর প্রিয়াকে খুঁজছেন। কবি তাঁর প্রিয়ার কমল পা খুঁজে পেতে চান। অনন্তকাল ধরে কবি তাঁর প্রেমসারথীকে খুঁজে যাবেন। হাজারো ভিড়ের মাঝে আজও খুঁজে চলেছেন-


‘বইছে আবার চৈতী হাওয়া গুমরে উঠে মন
পেয়েছিলাম এমনি হাওয়ায় তোমার পরশন।’

https://topsuggestionbd.com/%e0%a6%9a%e0%a7%88%e0%a6%a4%e0%a7%80-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%a8%e0%a6%9c/