চিকিৎসা সমাজকর্মের উদ্দেশ্য কী?

অথবা, চিকিৎসা সমাজকর্মের উদ্দেশ্যগুলো কি কি?
অথবা, চিকিৎসা সমাজকর্মের উদ্দেশ্যগুলো তুলে ধর।
অথবা, চিকিৎসা সমাজকর্মের উদ্দেশ্যগুলো উল্লেখ কর।
উত্তরা।। ভূমিকা :
চিকিৎসা সমাজকর্ম সমাজকর্মের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। যার মাধ্যমে রোগীদের কল্যাণে করার চেষ্টা করা হয়। চিকিৎসা সমাজকর্মের অন্যতম লক্ষ্য হচ্ছে রোগ ও রোগীর চিকিৎসায় সমন্বয় সাধন করে চিকিৎসার ক্ষেত্রে সহায়তা করা।
চিকিৎসা সমাজকর্মের উদ্দেশ্যসমূহ : চিকিৎসা সমাজকর্মের উদ্দেশ্যসমূহ হলো।
১. দেশের জনগণকে স্বাস্থ্যবিধি ও পুষ্টি জ্ঞান সম্পর্কে ধারণা দেয়া।
২. অসুস্থ বা মনোসামাজিক দিক থেকে অসমর্থ ব্যক্তিকে সামাজিক ভূমিকা পালনে সহায়তা করা।
৩. সহায় সম্বলহীন রোগীদের দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতাভুক্ত করা এবং রোগীর মৃত্যু ঘটলে পরিবারের সদস্যদের সাহায্য করা।
৪. দরিদ্র রোগীদের ঔষধপত্রসহ প্রয়োজনীয় উপকরণ দিয়ে সহায়তা করা।এ. মানসিক ভারসাম্যহীন রোগীদের সাইকোথেরাপির মাধ্যমে সুস্থতা ফিরিয়ে আনতে সাহায্য করা।
৬. অসুস্থ ব্যক্তিদের হাসপাতালের পরিবেশের সাথে খাপ খাওয়াতে সহায়তা করা। বিশেষ করে রোগীর অপারেশনের সময় ভয়-ভীতি দূর করার ব্যবস্থা করা।
৭. হাসপাতালে ভর্তি এবং চিকিৎসকের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করার ব্যবস্থা করা।
৮. রোগীকে প্রয়োজনে অন্য হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করা।
৯. চিকিৎসা শেষে আর্থিক সহায়তাসহ রোগীকে নিজ গৃহে পাঠানোর ব্যবস্থা করা।
১০. চিকিৎসা শেষে রোগীর পরিবার ও আত্মীয়স্বজনের সাথে যোগাযোগ রক্ষা করা।
১১. চিকিৎসার সুবিধার্থে রোগীর কেস হিস্ট্রি সংগ্রহ করা এবং তার চাহিদাপূরণের ব্যবস্থা করা।
১২. চিকিৎসা শেষে রোগীকে বহুমুখী কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ করে দেয়া।
১৩. চিকিৎসা শেষে দরিদ্র রোগীদের বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা। যাতে তারা সমাজে পুনর্বাসিত হতে পারে।
১৪. রোগ নিরাময়ের ব্যাপারে সার্বিকভাবে চিকিৎসককে সহায়তা করা।
১৫. হাসপাতালে পরিত্যক্ত অসহায় শিশুদের বেবিহোম ও শিশু সদনে ভর্তির ব্যবস্থা করা।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায় এ সমস্ত লক্ষ্য ও উদ্দেশ্য বাড়বায়নে চিকিৎসা সমাজকর্ম পরিচালিত হয়ে থাকে। তাই এ বিষয়গুলো জানা চিকিৎসা সমাজকর্মীর অন্যতম দায়িত্ব।

https://topsuggestionbd.com/%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%95/