ক-বিভাগ
উন্নয়ন-এর আভিধানিক অর্থ কী?
উত্তর : উন্নয়ন-এর আভিধানিক অর্থ হচ্ছে পরিপূর্ণতা।
সাধারণত নারী উন্নয়ন কাকে বলে?
উত্তর : সাধারণত নারী উন্নয়ন বলতে নারী সমাজের শিক্ষাদীক্ষা ও চিন্তাচেতনার সার্বিক উন্নয়নকে বুঝায়।
উন্নয়নের মূলধারার সাথে নারীকে সংযোজিত করার নাম কী?
উত্তর : উন্নয়নের মূলধারার সাথে নারীকে সংযোজিত করার নাম হলো নারী উন্নয়ন।
নারী বিষয়ক কয়টি কৌশল ও নীতিমালার উদ্ভব ঘটেছে?
উত্তর : নারী বিষায়ক তিনটি কৌশল ও নীতিমালার উদ্ভব ঘটেছে।
নারী বিষয়ক কৌশল ও নীতিমালা তিনটি উল্লেখ কর।
উত্তর : নারী বিষয়ক কৌশল ও নীতিমালা তিনটি নিম্নরূপ : ক. উন্নয়নে নারী (Women in Development- WID) খ. নারী ও উন্নয়ন (Women and Development-WAD) গ. জেন্ডার ও উন্নয়ন (Gender and
Development-GAD).
উন্নয়নে নারী এ নীতিমালার মূল গ্রথিত রয়েছে কোথায়?
উত্তর : উন্নয়নে নারী এ নীতিমালার মূল গ্রথিত রয়েছে ৫০- দশক থেকে ৭০ দশকের আধুনিকীকরণ তত্ত্বের মধ্যে।
‘উন্নয়নে নারী’ বা ‘WID’ মূলত কোন ধরনের মতবাদ?
উত্তর : ‘উন্নয়নে নারী’ বা ‘WID’ মূলত একটি নারীবান্ধব উন্নয়ন মতবাদ।
‘WID’ এর পূর্ণরূপ কী?
উত্তর : Women in Development
উন্নয়নে নারী পদ্ধতির উদ্ভাবক কারা?
উত্তর : উন্নয়নে নারী পদ্ধতির উদ্ভাবক হলো জাতিসংঘ নারীর মর্যাদা বিষয়ক কমিশন (The United Nations Commission on the stares of women) ও মার্কিন উদারনৈতিক নারীবাদীগণ (American Liberal Feminist).
এস্টার রোসেরাপ কে?
উত্তর : এস্টার রোসেরাপ হলেন প্রখ্যাত নারীবাদী অর্থনীতিবিদ।
Women’s Role in Economic Development-গ্রন্থটির রচিয়তা কে?
উত্তর : Women’s Role in Economic Development- গ্রন্থটির রচিয়তা হলেন এস্টার রোসেরাপ।
উন্নয়নে নারী নীতিমালার পদ্ধতিগুলোকে কয়টি ধারায় বিন্যস্ত করা যায়?
উত্তর : উন্নয়নে নারী নীতিমালার পদ্ধতিগুলোকে পাঁচটি ধারায় বিন্যস্ত করা যায়।
কোন তত্ত্বকে ভিত্তি করে ‘কল্যাণমুখী পদ্ধতি’র উদ্ভব ঘটেছে?
উত্তর : অধুনিকীকরণ তত্ত্বকে ভিত্তি করে ‘কল্যাণমুখী পদ্ধতি’র উদ্ভব ঘটেছে
কল্যাণমুখী পদ্ধতি কয়টি ধারণার উপর নির্ভরশীল?
উত্তর : কল্যাণমুখী পদ্ধতি তিনটি ধারণার উপর নির্ভরশীল।
কত সালে প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়?
উত্তর : ১৯৭৫ সালে প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রথম বিশ্ব নারী সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয় এবং কোথায়?
উত্তর : ১৯৭৫ সালে মেক্সিকো সিটিতে।
প্রথম বিশ্ব নারী সম্মেলন কার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়?
উত্তর : জাতিসংঘের তত্ত্বাবধানে ‘প্রথম বিশ্ব নারী সম্মেলন’ অনুষ্ঠিত হয়।
কোনটির পরিপ্রেক্ষিতে ‘সমতাভিত্তিক পদ্ধতি’র উদ্ভব ঘটে?
উত্তর : জাতিসংঘ ঘোষিত নারী দশকে কল্যাণমুখী পদ্ধতি’র ব্যর্থতার পরিপ্রেক্ষিতে ‘সমতাভিত্তিক পদ্ধতি’র উদ্ভব ঘটে।
কোথায় ‘সমতাভিত্তিক পদ্ধতি’র তাত্ত্বিক পটভূমি রচিত হয়?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রে উন্নয়নে নারীর অংশগ্রহণের অনুষ্ঠানে ‘সমতাভিত্তিক পদ্ধতি’র তাত্ত্বিক পটভূমি রচিত হয়।
‘সমতাভিত্তিক পদ্ধতি’র মূল উদ্দেশ্য কী?
উত্তর : ‘সমতাভিত্তিক পদ্ধতি’র মূল উদ্দেশ্য হলো উন্নয়ন প্রক্রিয়ায় নারীর জন্য সমদর্শিতা অর্জন।
কখন থেকে দারিদ্র্য বিমোচন পদ্ধতির প্রচলন হয়?
উত্তর : বিংশ শতাব্দীর ৮০ এর দশক হতে দারিদ্র্য বিমোচন পদ্ধতির প্রচলন হয়।
দারিদ্র্য বিমোচন পদ্ধতি কোন পদ্ধতির অন্যরূপ?
উত্তর : দারিদ্র্য বিমোচন পদ্ধতি সমতাভিত্তিক পদ্ধতির আরেক রূপ।
M. Buvinic এর মতে দারিদ্র্য বিমোচন পদ্ধতি কী?
উত্তর : M. Buviníc এর মতে “সমাজভিত্তিক পদ্ধতির এক ‘হালকাকৃত সংস্করণ’ হচ্ছে দারিদ্র্য বিমোচন পদ্ধতি ।
দারিদ্র্য বিমোচন পদ্ধতির মূল উদ্দেশ্য কী?
উত্তর : দারিদ্র্য বিমোচন পদ্ধতির মূল উদ্দেশ্য হলো দরিদ্র নারীদের উৎপাদনশীলতা বৃদ্ধি করা।
দক্ষতা পদ্ধতির সময়কাল কত?
উত্তর : দক্ষতা পদ্ধতির সময়কাল ৮০-৯০ এর দশকের মধ্যে।
নারী-পুরুষের মধ্যকার অসমতার মূল কারণ কী?
উত্তর : দারিদ্র্যতাই নারী-পুরুষের মধ্যকার অসমতার মূল কারণ।
কোন প্রেক্ষাপটে দক্ষতা পদ্ধতির উদ্ভব হয়?
উত্তর : ৮০ এর দশকে তৃতীয় বিশ্বের দেশসমূহে বিশ্ব ব্যাংক ও আই এম এফ এর কাঠামোগত পুনর্বিন্যাস কর্মসূচি
ব্যর্থ হওয়ার প্রেক্ষাপটে দক্ষতা পদ্ধতির উদ্ভব হয়।
দক্ষতা পদ্ধতির মূল লক্ষ্য কী?
উত্তর : দক্ষতা পদ্ধতির মূল লক্ষ্য হলো নারীর অর্থনৈতিক অবদানের মাধ্যমে উন্নয়নকে যেন আরো দক্ষ ও কার্যকর করে তোলা যায় তা নিশ্চিত করা এবং নারীকে উন্নয়নের প্রান্ত থেকে মূল ধারায় নিয়ে আসা।
দক্ষতা পদ্ধতি নারীর কয় ধরনের ভূমিকাকে স্বীকৃতি দেয়?
উত্তর : দক্ষতা পদ্ধতি নারীর তিন ধরনের ভূমিকাকে স্বীকৃতি দেয়।
ক্ষমতায়ন পদ্ধতি নারীর জন্য কোনটির উপর অধিক গুরুত্ব প্রদান করে?
উত্তর : ক্ষমতায়ন পদ্ধতি নারীর জন্য ক্ষমতা বৃদ্ধির উপর অধিক গুরুত্ব প্রদান করে।
কাদের দ্বারা ক্ষমতায়ন পদ্ধতির উদ্ভব ঘটে?
উত্তর : তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশসমূহের নারীতাত্ত্বিকগণ অর্থাৎ নারীবাদী লেখিকা ও কর্মীদের দ্বারা ক্ষমতায়ন পদ্ধতির উদ্ভব ঘটে।
প্রথম বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : প্রথম বিশ্ব নারী সম্মেলন মেক্সিকোতে অনুষ্ঠিত হয়।
কোথায় নারীর ক্ষমতায়নের স্লোগানটি সর্বপ্রথম উচ্চারিত হয়?
উত্তর : ১৯৭৫ সালে প্রথম বিশ্ব নারী সম্মেলনে নারীর ক্ষমতায়নের স্লোগানটি সর্বপ্রথম উচ্চারিত হয়।
মূলত নারীর উন্নয়নের পদ্ধতি হিসেবে কোন পদ্ধতির বিকাশ ঘটে?
উত্তর : মূলত নারীর উন্নয়নের পদ্ধতি হিসেবে ক্ষমতায়ন পদ্ধতির বিকাশ ঘটে।
ক্ষমতায়ন পদ্ধতি কী?
উত্তর : ক্ষমতায়ন পদ্ধতি হচ্ছে ক্ষমতা এবং উন্নয়নের মধ্যকার এক ধরনের আন্তঃসম্পর্ক যা এ দুটি বিষয় সম্পর্কে।
এক নতুন ধরনের দিকনির্দেশনা দেয়।
ক্ষমতায়ন পদ্ধতির মূল লক্ষ্য কী?
উত্তর : ক্ষমতায়ন পদ্ধতির মূল লক্ষ্য হলো ব্যাপক আত্মনির্ভরশীলতা অর্জনে নারীর ক্ষমতায়ন, যাতে করে পুরুষের
সাহায্য ব্যতীত নিজেরাই সমাজে সক্রিয় ভূমিকা পালন করতে পারবে।
ক্ষমতায়ন পদ্ধতির মূলকথা কী?
উত্তর : ক্ষমতায়ন পদ্ধতির মূলকথা হলো নারীকে কেবল অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই যথেষ্ট নয়; বরং জীবনের সকল পর্যায়ে তার নিজেস্ব ভাবনার প্রতিফলন ঘটানো এবং নিজের জীবনকে অন্যের নিয়ঙ্কুণমুক্ত রাখার শক্তি অর্জনের যোগ্যতা সৃষ্টিতে সহায়তা করা।
কিসের প্রেক্ষাপটে ‘নারী ও উন্নয়ন’ বা WAD এর উদ্ভব ঘটে?
উত্তর : ‘আধুনিকীরণ তত্ত্ব’ ও ‘উন্নয়নে নারী’ (Women in development) নীতিমালার সমালোচনার প্রেক্ষাপটে
‘নারী ও উন্নয়ন’ বা ‘WAD’ এর উদ্ভব ঘটে।
উন্নয়ন ও নারী’ বা ‘WAD’ কী ধরনের ধারণা?
উত্তর : ‘উন্নয়ন ও নারী’ বা ‘WAD’ মূলত একটি নবা-মার্কসীয় নারীবাদী ধারণা
‘WAD’ এর পূর্ণরূপ কী?
উত্তর: Women and Development.
‘উন্নয়ন ও নারী’ নীতিমালার ভিত্তি কী?
উত্তর : ‘উন্নয়ন ও নারী’ নীতিমালার ভিত্তি হলো নির্ভরশীলতা তত্ উন্নয়ন ও নারী’ নারীর কোন দিকের উপর জোর দেয়?
উত্তর : ‘উন্নয়ন ও নারী’ নারীর উপার্জনক্ষম কর্মকাণ্ডের উপর জোর দেয়।
কোন নীতিমালার বিকল্প হিসেবে ‘জেন্ডার ও উন্নয়ন’ বা ‘GAD’ নীতিমালার উদ্ভব ঘটে?
উত্তর : ‘উন্নয়নে নারী’ (WID) এবং নারী ও উন্নয়ন’ (WAD) নীতিমালার বিকল্প হিসেবে জেন্ডার ও উন্নয়ন নীতিমালার উদ্ভব ঘটে।
‘WAD’ নীতিমালার মূলকথা কী?
উত্তর : ‘WAD’ নীতিমালার মূল কথা হলো নারীরা অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সত্ত্বেও তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তাই এর তাগিণ এর মূল কারণ উদ্ভাবন করে এর প্রতিকারের জন্য অভিমত ব্যক্ত করেন।
‘জেন্ডার ও উন্নয়ন’ নীতিমালা কোনটি দ্বারা গভীরভাবে প্রভাবিত?
উত্তর : ‘জেন্ডার ও উন্নয়ন’ নীতিমালা সমাজতান্ত্রিক নারীবাদ দ্বারা গভীরভাবে প্রভাবিত।
‘জেন্ডার ও উন্নয়ন’ নীতিমালা কোনটির উপর আলোকপাত করে?
উত্তর : ‘জেন্ডার ও উন্নয়ন’ নীতিমালা জীবনের সর্বক্ষেত্রে নারী-পুরুষের মধ্যকার সামাজিক সম্পর্কের উপর আলোকপাত করে।
GAD নীতিমালা নারী শব্দটির পরিবর্তে কোন শব্দ ব্যবহার করে?
উত্তর : GAD নীতিমালা নারী শব্দটির পরিবর্তে জেন্ডার শব্দ ব্যবহার করে।
নারীর জীবনের সকল দিককে কোন নীতিমালা ধারণ করে?
উত্তর : নারীর জীবনের সকল দিককে ‘জেন্ডার ও উন্নয়ন’ নীতিমালা ধারণ করে।
GAD নীতিমালা কোনটি পরীক্ষা করে দেখে?
উত্তর : GAD নীতিমালা নারী-পুরুষের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর হচ্ছে কিনা তা পরীক্ষা করে দেখে
GAD নীতিমালা কিসের উপর গুরুত্ব প্রদান করে?
উত্তর : এ পদ্ধতি নারীর চেয়ে জেন্ডারের উপর অধিক গুরুত্ব প্রদান করে।
GAD নীতিমালার মূল লক্ষ্য
উত্তর : GAD নীতিমালার মূল লক্ষ্য হলো নারীর ক্ষমতায়ন।
খ-বিভাগ
প্রশ্ন॥১॥ক্ষমতায়ন বলতে কী বুঝ?
প্রশ্ন॥২॥নারীর ক্ষমতায়নে NGO দের ইতিবাচক দিক সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন॥৩॥নারীর ক্ষমতায়নে NGO দের নেতিবাচক দিক সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন॥৪॥নারীর ক্ষমতায়নে কৌশলগত জেন্ডার স্বার্থ সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন॥৫॥ বিশ্বায়ন বলতে কী বুঝ?
প্রশ্ন॥৬॥বিশ্বায়নের যুগে নারীর অবস্থা আলোচনা কর।
প্ৰশ্ন৷॥৭॥উন্নয়ন এবং নারী উন্নয়ন কী?
প্ৰশ্ন৷৮৷৷Women in development (WID) এর কর্মকৌশলগুলো লিখ ।
প্রশ্ন॥৯॥‘উন্নয়নে নারী’ নীতিমালার (WID) সীমাবদ্ধতাসমূহ কী কী?
প্রশ্ন৷১০৷ উন্নয়নে নারী’ নীতিমালার দক্ষতা পদ্ধতি (Efficiency Approach) সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন৷৷১১৷৷উন্নয়নে নারী নীতিমালার ধরনগুলো কী কী?
প্ৰশ্ন৷৷১২৷৷ উন্নয়নে নারী নীতিমালার দারিদ্র্য বিমোচন পদ্ধতি সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন৷৷১৩৷৷উন্নয়নে নারী নীতিমালার কল্যাণমুখী পদ্ধতি সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন৷৷১৪৷৷ কল্যাণমুখী পদ্ধতির সীমাবদ্ধতাসমূহ কী কী?
প্ৰশ্ন৷ ১৫৷ কীভাবে জেন্ডার সমতা নিশ্চিত করা যায় লেখ।
প্ৰশ্ন৷১৬৷ Gender and development (GAD) এর বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন৷৷১৭৷নারী উন্নয়ন কী?
প্ৰশ্ন৷১৮৷৷Women and development (WAD) সীমাবদ্ধতা সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন৷ ১৯৷৷সুশাসনে নারীর অংশগ্রহণ কেন দরকার?
প্ৰশ্ন৷৷২০৷৷রাজনৈতিক দল ও নারী ইস্যু সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন৷৷২১৷ উন্নয়নে নারী বলতে কী বুঝ?
প্রশ্ন৷২২৷নারী উন্নয়নের কৌশল ও নীতিমালা আলোচনা কর ।
প্রশ্ন৷৷২৩৷৷নারীর শ্রমশক্তির উপর বিশ্বায়নের প্রভাব কেমন?
প্ৰশ্ন৷২৪৷জেন্ডার সংবেদনশীল বাজেটের প্রয়োজনীয়তা সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন৷২৫৷জেন্ডার ও উন্নয়ন কী?
প্ৰশ্ন৷২৬।জেন্ডার ও উন্নয়ন এর বৈশিষ্ট্য লিখ ।
প্রশ্ন৷৷২৭৷৷নারী উন্নয়নের এ্যাপ্রোচসমূহ আলোচনা কর।
প্রশ্ন৷২৮৷পিআরএসপি এর প্রধান কৌশল কী কী?
প্রশ্ন৷২৯।সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য মাত্রা কী?
প্ৰশ্ন৷৩০৷৷ফোকাল পয়েন্ট কী?
প্ৰশ্ন৷৩১৷৷গেইনস’ কী?
প্ৰশ্ন৷৩২৷উয়িড ও গ্যাড কী?
প্রশ্ন।৩৩৷৷জাতীয় বাজেটে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি কেমন?
প্রশ্ন৷৩৪৷৷উন্নয়নমূলক বাজেটে নারীর অবস্থান সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন॥৩৫৷রাজস্ব বাজেটে নারীর অবস্থান সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন৷৩৬৷৷WID, WAD, GAD কী?
প্রশ্ন৷৩৭৷৷বিশ্ব নারী সম্মেলনগুলো সালসহ উল্লেখ কর।
প্রশ্ন৷৩৮৷নারীর ক্ষমতায়নের উপায়সমূহ কী কী?
প্রশ্ন৷৩৯৷বাংলাদেশে নারী ক্ষমতায়নের বাধাসমূহ কী?
প্রশ্ন॥৪০৷বাংলাদেশে নারী উন্নয়ন বা ক্ষমতায়নের বাস্তব দিক কী?
প্রশ্ন॥৪১৷৷বাংলাদেশে নারী উন্নয়ন ও ক্ষমতায়নের তত্ত্বগত দিক কী?
প্ৰশ্ন৷৷ ৪২৷৷পারিবারিক ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন৷৷৪৩৷৷জাতীয় ও আন্তর্জাতিক প্রক্রিয়ায় নারীর ক্ষমতায়ন সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন৷৷ ৪৪৷৷প্রথম বিশ্ব নারী সম্মেলন (মেক্সিকো সিটি ১৯৭৫)-এর কর্ম পরিকল্পনাগুলো লিখ।
প্ৰশ্ন৷৪৫৷৷কোপেনহেগেন>দ্বিতীয় বিশ্ব নারী সম্মেলন ১৯৮০ সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন৷।৪৬৷নাইরোবি>তৃতীয় বিশ্ব নারী সম্মেলন ১৯৮৫ সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন৷৷ ৪৭৷৷বেইজিং>চতুর্থ বিশ্ব নারী সম্মেলন ১৯৯৫ সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন৷৷৪৮৷৷নিউইয়র্ক>বেইজিং প্লাস ফাইভ সম্মেলন ২০০০ সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন৷৷৪৯৷আইন ও শালিস কেন্দ্রের লক্ষ্য ও উদ্দেশ্য সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন৷৫০৷মানবাধিকার রক্ষায় এমনেস্টি ইন্টারন্যাশনাল (AI) এর ভূমিকা সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন৷৷৫১৷৷মানবাধিকার রক্ষায় মানবাধিকার কমিশনের ভূমিকা কী?
প্ৰশ্ন৷৫২৷মানবাধিকার কমিশনের লক্ষ্য ও উদ্দেশ্য সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন৷৫৩৷৷নারীর মানবাধিকার বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷৫৪৷নারীর দৈনন্দিন জীবনে বিশ্বায়নের প্রভাব কিরূপ?
প্ৰশ্ন৷৷৫৫৷বাংলাদেশের নারীদের সাংবিধানিক অধিকারসমূহ কী কী?
প্ৰশ্ন৷৷৫৬৷৷নারীর উপর বিশ্বায়নের ইতিবাচক প্রভাব কী কী?
প্ৰশ্ন৷৫৭৷৷নারীর উপর বিশ্বায়নের নেতিবাচক প্রভাব কী কী?
প্ৰশ্ন৷৫৮৷৷নারীর ক্ষমতায়নের লক্ষ্য ও উদ্দেশ্য কী কী?
প্ৰশ্ন৷৫৯৷নারীর ক্ষমতায়নের প্রক্রিয়া ব্যাখ্যা কর।
গ-বিভাগ
প্রশ্ন।।১।ক্ষমতায়ন বলতে কী বুঝ? নারীর ক্ষমতায়নের স্তরগুলো আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২৷৷নারীর ক্ষমতায়নের উপায়সমূহ আলোকপাত কর।
প্রশ্ন॥৩॥নারীর ক্ষমতায়নের পথে বাধাসমূহ বা প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর ।
প্রশ্ন॥৪॥নারীর ক্ষমতায়নে জেন্ডার স্বার্থ সম্পর্কে আলোচনা কর ।
প্রশ্ন॥৫॥নারীর ক্ষমতায়নে কৌশলগত অবস্থান আলোচনা কর।
প্ৰশ্ন৷৬৷।নারী উন্নয়নে ‘উন্নয়নে নারী’ কৌশলের গুরুত্ব আলোচনা কর।
প্রশ্ন॥৭॥এলিচ রোসী (Alice Rossi) প্রদত্ত নারীমুক্তির মডেলটি আলোচনা কর।
প্রশ্ন॥৮॥নারী উন্নয়নে WID সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন॥৯॥সুশাসনে নারীর অংশগ্রহণ কেন জরুরি? আলোচনা কর।
প্রশ্ন।১০৷জেন্ডার সংবেদনশীল সুশাসনের কর্মকৌশলগুলো কী কী?
প্রশ্ন।১১।নারী উন্নয়নে বাংলাদেশ সরকারের গৃহীত নীতিসমূহ পর্যালোচনা কর।
প্রশ্ন॥১২৷নারীর শ্রম শক্তির উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা কর ।
প্ৰশ্ন৷১৩৷৷নারী উন্নয়নে GAD-এর নীতিমালা আলোচনা কর।
প্ৰশ্ন৷ ১৪৷৷জেন্ডার উন্নয়নের কৌশলসমূহ আলোচনা কর।
প্ৰশ্ন৷৷ ১৫৷নারীদের উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা কর।
প্রশ্ন॥১৬৷উপমহাদেশের রাজনৈতিক অঙ্গনে নারীদের আগমনের ক্রমবিকাশ আলোচনা কর।
প্ৰশ্ন৷১৭৷৷নারী রাষ্ট্রপ্রধানদের দৃষ্টিতে নারী নেতৃত্ব আলোচনা কর।
প্ৰশ্ন৷ ১৮৷৷অবিভক্ত বাংলার মুসলিম জাগরণে বেগম রোকেয়ার অবদান মূল্যায়ন কর।
প্রশ্ন॥১৯৷৷নারী শিক্ষা ও সমাজসংস্কারের ক্ষেত্রে বেগম রোকেয়ার অবদান আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২০৷মাদার তেরেসার জীবনী, বিভিন্নমুখী কর্মকাণ্ড ও তাঁর অবদানসমূহ আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২১৷৷মার্গারেট থ্যাচারের জীবনী ও তাঁর কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন৷২২৷ ইন্দিরা গান্ধীর জীবনী আলোচনাপূর্বক তাঁর রাজনৈতিক অবদানসমূহ আলোচনা কর।
প্ৰশ্ন৷২৩৷৷পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে বেনজীর ভুট্টোর অবদান আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২৪৷৷শ্রীমাভো বন্দরনায়েকের জীবনী, রাজনৈতিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে তাঁর অবদান আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২৫৷রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে চন্দ্রিকা কুমারাতুঙ্গার অবদান আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২৬৷সোনিয়া গান্ধীর পরিচয় এবং তাঁর রাজনৈতিক কর্মজীবন সম্পর্কে আলোচনা কর ।
প্ৰশ্ন৷৷২৭৷৷বিজ্ঞানে নারীর ভূমিকা আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২৮৷৷প্রযুক্তিতে নারীর ভূমিকা আলোচনা কর।
প্ৰশ্ন৷২৯৷বাংলাদেশে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের সম্ভাবনা কতটুকু? আলোচনা কর।
প্ৰশ্ন৷৩০৷৷ সুশাসনে নারীর অংশগ্রহণ কেন জরুরি? জেন্ডার সংবেদনশীল সুশাসনের কর্মকৌশলগুলো কি কি?
প্রশ্ন৷৩১৷৷ রাজনৈতিক প্রক্রিয়ায় নারীর পশ্চাৎপদতার কারণসমূহ আলোচনা কর।
প্রশ্ন৷৩২৷৷ নারী উন্নয়নের কৌশলপত্র হিসেবে WID, WAD এবং GAD সম্পর্কে বিস্তারিত আলোচনা কর।
প্রশ্ন৷৩৩৷৷ নারী উন্নয়নে ‘উন্নয়নে নারী’ কৌশলের গুরুত্ব আলোচনা কর।
প্ৰশ্ন৷৩৪৷৷ নারী উন্নয়নে বাংলাদেশ সরকারের গৃহীত নীতিসমূহ পর্যালোচনা কর ।
প্ৰশ্ন৷৩৫৷৷ বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে নারীর অবদান মূল্যায়ন কর।