অথবা, গ্রাম সমাজের রাজনৈতিক পরিবর্তন সম্পর্কে বর্ণনা দাও।
অথবা, গ্রাম সমাজের রাজনৈতিক পরিবর্তন সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
অথবা, গ্রাম সমাজের রাজনৈতিক পরিবর্তন উল্লেখ কর।
উত্তর৷ ভূমিকা : সমাজ পরিবর্তনশীল। এ পরিবর্তনশীলতার হার, সময় ও সমাজভেদে ভিন্নতর হতে পারে। অর্থাৎ, কোনো সমাজই স্থবির নয়। মানুষের ক্রিয়াকর্ম, ব্যক্তিগত জীবনধারা ও আচরণ পদ্ধতি প্রভৃতি কারণে সমাজ অনিবার্যভাবে পরিবর্তনের ছোঁয়া লাগে। অনুরূপভাবে বাংলাদেশের বৃহত্তর গ্রামীণ সমাজে রদবদল বা পরিবর্তন বিশেষভাবে লক্ষণীয়। সমাজের এ আবশ্যিক পরিবর্তনে মানুষ ক্রমশ উন্নততর পর্যায় বা সভ্য অবস্থায় উপনীত হয়েছে। পাশাপাশি মানুষ তার নিজস্ব সমাজ সংস্কৃতির অনেকটাই পরিবর্তনের ধাক্কায় হারিয়ে ফেলছে।
রাজনৈতিক অনুষ্ঠান প্রতিষ্ঠানে পরিবর্তন (Change in political institutions) : বাংলাদেশের গ্রামীণ সমাজে গত কয়েক বছরে রাজনৈতিক ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। যেমন-
১. শিক্ষিত শ্রেণির আবির্ভাব (Rising of educated class) : পাড়া গ্রামে সাধারণত বয়স্ক ধনী কৃষক মোড়ল হিসেবে নেতৃত্ব দেন। তবে সেখানে আজকাল অনেক শিক্ষিত যুবক ও নেতৃত্ব দেওয়া শুরু করেছে। গ্রামাঞ্চলে স্থানীয় সরকারের কর্মতৎপরতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উল্লেখ্য যে, ২০০৩ সালের ২ আগস্ট সারা দেশে প্রায় ৪০ হাজার গ্রাম সরকার গঠন করা হয়।
২. অধিকার সচেতনতা (Consciousness of right) : গ্রামের বিভিন্ন পর্যায়ের বা শ্রেণির মানুষের মধ্যে রাজনৈতিক অধিকার সচেতনতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কোন দলের কি ইশতেহার, তাদের উদ্দেশ্য এবং উদ্দেশ্য অর্জনের উপায় প্রভৃতি বিষয়াবলি সম্পর্কে গ্রামের সচেতন শ্রেণি নিয়মিত খোঁজখবর রাখছেন। রাজনৈতিক কর্মকাণ্ড, নির্বাচনী প্রচার প্রচারণা প্রভৃতি কাজে গ্রামের মানুষ সক্রিয় অংশগ্রহণ করছে।
উপসংহার : পরিশেষে বলা যায়, রাজনৈতিক পরিবর্তন গ্রামীণ সমাজব্যবস্থায় আমূল পরিবর্তন সাধন করেছে। আগে যেখানে মানুষ নিকল্প অন্ধকারে পতিত ছিল এ পরিবর্তন তাদেরকে আলোর পথ দেখিয়েছে, তাদের অধিকার সম্পর্কে সজাগ করেছে। সর্বোপরি রাজনৈতিক পরিবর্তন গ্রামীণ সমাজের মানুষের চোখ খুলে দিয়েছে।