অথবা, গ্রামীণ সম্প্রদায় কী?
অথবা, গ্রামীণ সম্প্রদায় কাকে বলে?
অথবা, গ্রামীণ সম্প্রদায়ের সংজ্ঞা দাও।
উত্তর ভূমিকা : যখনই কোনো গোষ্ঠীর সদস্যরা এমনভাবে একত্রে বসবাস করে যে, তারা কতিপয় বিশেষ স্বার্থের অংশীদার না হয়ে বরং একটি সাধারণ জীবনযাত্রার অংশীদার হয়, সেরকম কোনো গোষ্ঠীকে সম্প্রদায় বলা যায়। সম্প্রদায়ের একটি বড় চিত্র হলো এর আওতায় একজন ব্যক্তি সম্পূর্ণ জীবন-যাপন করতে পারে। সুরাং একটি স্বতন্ত্রা বৈশিষ্ট্যের জনগোষ্ঠীই হচ্ছে সম্প্রদায়।
গ্রামীণ সম্প্রদায় : গ্রামীণ সম্প্রদায় বলতে বুঝায় গ্রামে বসবাসকারী এমন এক জন, সাদের মধ্যে সম্প্রদায়গত মনমানসিকতা রয়েছে, রয়েছে পারস্পরিক সহযোগিতা, সংহতি ও প্রতিবেশীসুলভ মন, ছে ঐ গ্রামীণ
পরিবার এলাকাভিত্তিক এমন এক চেতনা, যে চেতনায় তারা মনে করে যে, তারা একই গ্রামের অধিবাসী। গ্রামীণ সম্প্রদায়ের সংজ্ঞা দিতে গিয়ে রাজেন্দ্র কে. শর্মা (Rajendra K. Sharma) তাঁর ‘Rural Sociology’ গ্রন্থে বলেছেন, “A village community can, therefore, be defined as a group of person, permanenly residing in a definite geographical area & whose members have developed community
consciousness & cultural, social & economic relations which distinguish from other communities.” অর্থাৎ, গ্রামীণ সম্প্রদায় বলতে বুঝায় একটি জনগোষ্ঠী, যারা একটা ভৌগোলিক এলাকায় স্থায়ীভাবে বাস করে। যার সদস্যদের মধ্যে সম্প্রদায় মানসিকতা গড়ে উঠে এবং সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ক স্থাপিত হয়, যার ফলে অন্য সম্প্রদায় থেকে সহজেই আলাদা করা যায় । অধ্যাপক ম্যাকাইভারের ভাষায় সাধারণত দু’টি বৈশিষ্ট্য থাকলে তাকে গ্রাম সম্প্রদায় বলা যায়। যথা : ক. এলাকা ও
খ. সম্প্রদায়গত মানসিকতা। তাহলে পারস্পরিক সহযোগিতা ও স্বজাত্য চেতনায় উদ্ভাসিত একটি গ্রামে বসবাসকারী জনসমষ্টিকে গ্রাম সম্প্রদায় বলতে পারি।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, অঞ্চলগত বিচারে সম্প্রদায়ের একটি ভাগ হচ্ছে গ্রামীণ সম্প্রদায় যাদের অধিকাংশ জনগণ গ্রামীণ জনপদের অন্তর্ভুক্ত। তাছাড়া গ্রামীণ সম্প্রদায় হলো গ্রামীণ সাধারণ জীবনযাপন রীতির এলাকা যেখানে গ্রামের অধিবাসিরা পারস্পরিক অংশীদারিত্ব সম্বন্ধে সচেতন এবং সে অংশীদারিত্বকে মূল্যবান মনে করে।