গবেষণা নকশার সংজ্ঞা দাও।

অথবা, শবেষণা নকশা কাকে বলে?
অথবা,গৱেষণা নকশা কী?
অথবা, গবেষণা নকশা বলতে কী বুঝ?
অথবা, গবেষণা নকশার সংজ্ঞা লিখ।
উত্তর।।ভূমিকা :
গবেষণায় প্রাপ্ত সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে গবেষণার উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য পরিচালনা করার বৈজ্ঞানিক কর্মপরিকল্পনাই (Scientific action plan) হচ্ছে গবেষণা নকশা । বিভিন্ন সমাজ গবেষক গবেষণা নকশার বিভিন্ন রকম সংজ্ঞা প্রদান করেছেন । সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে গবেষণাটি
প্রামাণ্য সংজ্ঞা : কতিপয় উল্লেখযোগ্য সংজ্ঞা নিম্নে উল্লেখ করা হলো :
ক্লেয়ারি সেলটিজ (Claire Selltiz) গবেষণা নকশার সংজ্ঞায় বলেন, “A research design is the manner that aims to combine প্রক্রিয়ায় গবেষণার arrangement of conditions the research সঙ্গতিপূর্ণভাবে relevance to উদ্দেশ্যের সাথে for collection and analysis of data in a purpose with economy in procedure.” অর্থাৎ, পরিমিত উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের লক্ষ্যে বিভিন্ন শর্তের বিন্যাস রাখাই হলো গবেষণা নকশা।
ফ্রেড. এন. কার্লিনজার (Fred. N. Kerlinger) এর মতে, “Research design is the plan, structure and strategy of investigation conceived so as to obtain answers to research questions and to control variance.” অর্থাৎ, গবেষণা নকশা হচ্ছে গবেষণা প্রশ্নের উত্তর পাওয়া এবং ভেদ বা অমিল নিয়ন্ত্রণ করার পরিকল্পনা, কাঠামো ও কৌশল বিশ্লেষণ ।
সি. আর. কোথারি (C.R. Kothari) এর ভাষায়, “The research design is the conceptual structure with in which research is conducted; it constitutes the blueprint for the collection, measurement and analysis of data” অর্থাৎ, গবেষণা নকশা হলো প্রত্যয়গত কাঠামো, যার মাধ্যমে গবেষণা পরিচালনা করা হয়; এটি তথ্যসংগ্রহ, পরিমাপ এবং বিশ্লেষণের নীল নকশা হিসেবে গঠন করা হয় । আরল বেবী (Earl Babbie) এর মতে, “Research design addresses the planning of scientific a strategy for finding out something.”ল অর্থাৎ, গবেষণা নকশা বৈজ্ঞানিক অনুসন্ধানের inquiry designing পরিকল্পনা নির্দেশ করে নকশা কোনকিছু খুঁজে বের করার কৌশল বিশেষ ।
ব্যালক এবং ব্যাপক (Blalock and Blalock) এর ভাষায়, “A research design is a application of scientific method to the particular problem to be investigated, a phenomena about which the researcher or theorist seeks greater and an increased body of factual knowledge.” অর্থাৎ, একটি গবেষণা নকশা হলো অনুসন্ধানের আওতায় গৃহীত কোন বিশেষ সমস্যার ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ, যার মাধ্যমে কোন গবেষক বা তাত্ত্বিক কোন ঘটনা সম্পর্কিত ব্যাপক অন্তর্দৃষ্টি এবং তথ্যপূর্ণ বর্ধিত জ্ঞান অর্জনে আগ্রহী হন ।”
পি. ভি. ইয়ং (P. V. Young) এর মতে, “A research design is the logical and systematic planning and directing of a piece of research.” অর্থাৎ, গবেষণা নকশা হলো গবেষণার যৌক্তিক এবং নিয়মতান্ত্রিক পরিকল্পনা ও নির্দেশনা ।
উপসংহার : উপর্যুক্ত সংজ্ঞাগুলোর আলোকে আমরা বলতে পারি যে, গবেষণার উদ্দেশ্যকে অর্জন করার জন্য সুষ্ঠু ও সঠিক বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে গবেষণা সম্পাদনের যৌক্তিক কর্ম পরিকল্পনাই হলো গবেষণা নকশা।