প্রশ্ন:০১ গবেষণার সংজ্ঞা দাও।
অথবা, গবেষণা বলতে কী বুঝ?
অথবা, গবেষণার সংজ্ঞা লিখ।
অথবা, গবেষণা কী?
অথবা, গবেষণা কাকে বলে?
উত্তর ভূমিকা : গবেষণা এক নিয়মিত কার্যক্রম, বিজ্ঞানসম্মত অধ্যয়ন ও ফলাফল প্রদানে সক্ষম বলে বিবেচিত হয়ে থাকে। গবেষণায় প্রত্যয়, পর্যায়, প্রক্রিয়া ও প্রণালি সংক্রান্ত ব্যাখ্যা বিশ্লেষণ আজকের যুগে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে। এর মৌল কারণ হলাে যে, গবেষণা আর নিছক আপতিত ব্যাপার নয় বরং অনুশীলনের ব্যাপার। আর গবেষণা বলতে বৈজ্ঞানিক গবেষণাকেই বুঝায়।
গবেষণা : গবেষণা মানেই নতুন কিছু আবিষ্কারের জন্য অনুসন্ধান । গবেষণা হচ্ছে প্রণালিবদ্ধ তথ্য অনুসন্ধান। গবেষণা’ শব্দটি বাংলায় এসেছে ইংরেজি ‘Research’ শব্দের প্রতিশব্দ হিসেবে; যার আক্ষরিক অর্থ ‘পুনঃঅনুসন্ধান । ইংরেজি ‘Research’ শব্দটির ব্যুৎপত্তি ফরাসি ‘Herchercher’ শব্দ থেকে, যার মূলগত অর্থ পুনঃঅনুসন্ধান । উপযুক্ত সমার্থক শব্দের অভাবে ‘Research’ কথাটির ব্যাপক তাৎপর্য বাংলা প্রতিশব্দে ধরা পড়েনি। তবে অনুসন্ধান বা এষণ যাই বলি, গবেষণার উদ্দেশ্য সত্যকে আবিষ্কার করা। এই অনুসন্ধান হলাে সত্যের অনুসন্ধান ।
প্রামাণ্য সংজ্ঞা: নিয়ে গবেষণার কতিপয় সংজ্ঞা উপস্থাপন করা হলাে : এ প্রসঙ্গে গ্রিনের (Green) উক্তিটি প্রণিধানযােগ্য, “Research is definable as the use of standardize procedure, in the search for knowledge.” অর্থাৎ, জ্ঞান অনুসন্ধানের জন্য মানসম্মত পদ্ধতির প্রয়ােগকেই গবেষণা হিসেবে সংজ্ঞায়িত করা যায় ।
প্রায় অনুরূপ বক্তব্য মেরি ই, ম্যাকডােনাল্ড (M. E. Macdonald) দিয়েছেন। তাঁর ভাষায়, “Research may be defined as systematic investigation intended to add to available knowledge in a form that is communicable and verifiable.” অর্থাৎ, গবেষণা এমন একটি সুবিন্যস্ত অনুসন্ধান, যার উদ্দেশ্য বােধগম্য ও যাচাইসাপেক্ষ জ্ঞান দ্বারা প্রচলিত জ্ঞানের উন্নতি সাধন ।
রেডমান এবং মােরি (Redman and Morey) গবেষণার সংজ্ঞা দিতে গিয়ে বলেন, “Research is the systematized effort to gain new knowledge.” অর্থাৎ, গবেষণা হলাে নতুন জ্ঞান আহরণের জন্য নিয়মতান্ত্রিক প্রচেষ্টা। রবার্ট রস (Robert Ross) এর মতে, “Research is essentially an investigation a recording and as analysis of evidence for the purpose of gaining knowledge.” Grie, aromaolt stat yt0 DETAISTAS উদ্দেশ্যে অনুসন্ধান, একটি সমস্যাকেন্দ্রিক অনুসন্ধান। এই অনুসন্ধান জ্ঞান অর্জন ও সমস্যা সমাধানের ক্ষেত্রে বিশেষভাবে প্রযােজ্য। গবেষণার মাধ্যমে মানুষ তার নিজের সম্পর্কে, তার কাজ ও পরিবেশ সম্পর্কে, সমাজ, দেশ ও পৃথিবী সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে সক্ষম হয়।
এনসাইক্লোপেডিয়া অব সােশ্যাল সায়েন্স (Encyclopedia of Social Science) অনুসারে, বর্ধন, সংশােধন বা যাচাইপূর্বক সাধারণীকরণের উদ্দেশ্যে বস্তু, প্রত্যয় বা এ৩াক নিয়ে কাজ করা; যাতে সেই জ্ঞান কোনাে তত্ত্ব সৃষ্টি অথবা কোনাে কৌশল অনুশীলনে সহায়তা করতে পারে।” গবেষণার মূলকথা হলাে সমস্যা; সমস্যা আছে, তার সমাধানের তাগিদে বিশেষ পদ্ধতিতে চিন্তার নামই হচ্ছে গবেষণা।
উপসংহার : উপযুক্ত আলােচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, গবেষণা হলাে সত্য অনুসন্ধানের একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। মানব মনে জগৎ ও জীবন সম্পর্কে বাস্তবতা অনুসন্ধানের মাধ্যমে গবেষণা তাগিদ সৃষ্টি হয় । মানব মনের জিজ্ঞাসার উত্তর খোঁজার চেষ্টা করা এবং একটি বস্তুনিষ্ঠ এবং পরীক্ষানিরীক্ষার মাধ্যমে প্রকৃত জ্ঞান অর্জনের প্রচেষ্টাই হচ্ছে গবেষণা। “গবেষণা হলাে জ্ঞান ।