গণহত্যা কী?

অথবা, গণহত্যা বলতে কী বুঝ?
উত্তর৷ ভূমিকা :
যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে গণহত্যা একটি পরিচিত শব্দ। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এক জাতি বা সম্প্রদায় তাদের স্বকীয় স্বার্থ রক্ষার্থে গণহত্যা সংঘটিত করে থাকে। গণহত্যার প্রভাব অত্যন্ত সদূরপ্রসারী হয়ে থাকে।
গণহত্যা : ইংরেজি শব্দ ‘Genocide’ এর বাংলা প্রতিশব্দ হলো গণহত্যা। Genocide শব্দটির একটি বহুমাত্রিক অর্থ রয়েছে। একটি হলো শাব্দিক অর্থ অন্যটি হলো ‘Perceptional’ অর্থ এবং আর একটি হলো আইনগত অর্থ। গণ বলতে বহুসংখ্যক মানুষসহ একটি শ্রেণি সম্প্রদায় তথা সমষ্টিকে বুঝায়। আর এ বহুসংখ্যক মানুষকে হত্যা বা পরিকল্পিত হত্যা Perceptional অর্থে গণহত্যা বলা হয়ে থাকে। কোনো জাতিগত, ধর্মীয় বা গোত্রীয় জনগণকে নির্বিচারে হত্যা করাকে আন্তর্জাতিক আইনে গণহত্যা বা জেনোসাইড বলা হয়ে থাকে। জেনেভা কনভেনশন ও জেনোসাইড কনভেনশন অনুযায়ী গণহত্যা বলতে সমষ্টির বিনাশ এবং অভিপ্রায়কে বুঝায়। এ গণহত্যা বলতে বুঝায় এমন কর্মকাণ্ড যার মাধ্যমে একটি জাতি, ধর্মীয় সম্প্রদায় বা নৃতাত্ত্বিক গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে নিশ্চিহ্ন করা হয় এবং এ সংক্রান্ত অভিপ্রায় ব্যক্ত করা হয়। অনেক ক্ষেত্রে জাতিগত অহংকার, বিদ্বেষ, ঘৃণা, ধর্মভিত্তিক উন্মাদনা ভারসাম্যহীন চিন্তাচেতনা, নষ্ট দর্শন, একনায়কতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধ মতবাদ দমন প্রভৃতি ক্ষেত্রে গণহত্যা সংঘটিত হয়ে থাকে। বাংলাদেশে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক গণহত্যা, উগান্ডার গণহত্যা ও বর্তমানে সিরিয়াতে ব্যাপক মাত্রায় গণহত্যা লক্ষ করা যাচ্ছে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, গণহত্যা একটি ভয়াবহ অপরাধ। জাতিগত, গোষ্ঠীগত বা ধর্মগত নিধনের উদ্দেশ্যে যদি কোনো মানুষকে হত্যা করা হয় সেটাকে গণহত্যা বলা যায়।