অথবা, উন্মুক্ত প্রশ্নপত্রের সুবিধা ও অসুবিধা উল্লেখ কর।
অথবা, খোলা প্রশ্নপত্রের সুবিধা ও সীমাবদ্ধতা তুলে ধর।
অথবা, উন্মুক্ত প্রশ্নপত্রের সুবিধা ও সমস্যাসমূহ লিখ।
উত্তর৷ ভূমিকা : প্রশ্নমালায় ব্যবহৃত প্রশ্নগুলোর সম্ভাব্য উত্তরসমূহ যে প্রশ্নমালায় দেয়া থাকে না কিংবা নির্ধারণ করা থাকে না তাকে উন্মুক্ত বা খোলা প্রশ্নমালা বলে। এ প্রশ্নমালার ক্ষেত্রে গবেষক প্রশ্নমালাতে উত্তরের জন্য নির্ধারিত জায়গায় রেখে দেন এবং উত্তরদাতা স্বাধীনভাবে নির্দিষ্ট প্রশ্নের যে কোন উত্তর প্রদানের মাধ্যমে তা পূরণ করে থাকেন।
খোলা প্রশ্নমালার সুবিধা ও অসুবিধাসমূহ : নিম্নে পর্যায়ক্রমে খোলা প্রশ্নপত্রের সুবিধা অসুবিধা আলোচনা করা হলো :
খোলা প্রশ্নমালা সুবিধা : খোলা প্রশ্নমালার সুবিধা হলো নিম্নরূপ :
১. গবেষণাধীন বিষয় সম্পর্কে অধিকতর নতুন জ্ঞান লাভ করার ক্ষেত্রে খোলা প্রশ্নমালা অধিক কার্যকরী ।
২. উন্মুক্ত প্রশ্নমালায় উত্তরদাতা তার যোগ্যতা ও ক্ষমতা অনুযায়ী পছন্দমতো উত্তর প্রদানের সুযোগ পান ।
৩. খোলা প্রশ্নপত্রে উত্তর প্রদানে উত্তদাতার অনেক স্বাধীনতা থাকে । ফলে তার নিকট থেকে প্রয়োজনের অতিরিক্ত অনেক ধরনের উত্তর আসতে পারে, যা সমস্যার উপর নতুন আলোকপাত করতে পারে ।
খোলা প্রশ্নমালার অসুবিধা : নিম্নে খোলা প্রশ্নমালার কতিপয় অসুবিধা তুলে ধরা হলো :
১. উন্মুক্ত প্রশ্নমালার ক্ষেত্রে অপ্রাসঙ্গিক, অস্পষ্ট এবং ভিত্তিহীন উত্তর আসার সম্ভাবনা বেশি থাকে ।
২. এ প্রশ্নমালার মাধ্যমে প্রাপ্ত উত্তরগুলো অসামঞ্জস্য প্রকৃতির বিধায় সেগুলোর বিন্যাস, তুলনা এবং বিশ্লেষণ অনেক সময় অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় ।
৩. এ প্রশ্নমালার সবচেয়ে বড় অসুবিধা হলো এর উত্তরগুলো শ্রেণিবদ্ধকরণ এবং সংকেতায়ন করা কঠিন ।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, খোলা প্রশ্নমালার বহুবিধ সুবিধা রয়েছে। তবে এ সুবিধার পাশাপাশি বিভিন্ন অসুবিধাও বিদ্যমান। তাই অসুবিধা থাকা সত্ত্বেও তথ্যসংগ্রহের পদ্ধতি হিসেবে খোলা
প্রশ্নমালার গুরুত্ব অপরিসীম।