কেস স্টাডিতে তথ্যসংগ্রহের কৌশল কী কী?

অথবা, কেস স্টাডির তথ্যসংগ্রহের কৌশলগুলো লিখ।
অথবা, কেস স্টাডির তথ্যসংগ্রহের কৌশলগুলো উল্লেখ কর।
অথবা, কেস স্টাডির তথ্য সংগ্রহের কৌশলগুলো তুলে ধর।
উত্তর।৷ ভূমিকা :
মাঠকর্ম অনুশীলনে সমাজকর্মীকে কেস স্টাডি করার ক্ষেত্রে তথ্য সংগ্রহের উপর নির্ভরশীল হতে হয়। এজন্য মাঠকর্মী বিভিন্ন কৌশলের আশ্রয় নিয়ে থাকে। তথ্য সংগ্রহের এসব কৌশল মূলত কেস স্টাডির কৌশল হিসেবে বিবেচিত।
কেস স্টাডিতে তথ্য সংগ্রহের কৌশল : কেস স্টাডির সময় তথ্য সংগ্রহের ক্ষেত্রে যে সব কৌশলের আশ্রয় নেয়া হয় সেগুলো হলো :
১. সাক্ষাৎকার (Interview) ২. পর্যবেক্ষণ (Observation)
৩. গৃহ পরিদর্শন (Home visit) ৪. যোগাযোগ (Communication)
৫. পরামর্শ (Consultation) ৬. ঘটনা লিপিবদ্ধকরণ (Case records)
৭. প্রশ্নপত্র (questionnaire)
৮. ডকুমেন্টারি উৎসের ব্যবহার (use of documentary sources)
৯. প্ৰক্ষপণ (Projectives)
১০. ঘটনা অনুধ্যান (Case study)
১১. চিঠিপত্র ও প্রতিবেদন (Letters and report)
উপসংহার : উপর্যুক্ত আলোচনার প্রেক্ষাপটে বলা যায় কৌশলের মাধ্যমে একজন ব্যক্তি সম্পর্কে সঠিক তথ্য আহরণ করা সম্ভব হয়, যাতে করে সমস্যার কার্যকর সমাধান করা যায়। মাঠকর্মী এ সমস্ত কৌশল ব্যবহার করে তথ্য সংগ্রহ করে থাকে। তাই এগুলোর গুরুত্ব অনেক।

https://topsuggestionbd.com/%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a0%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a8/