কেইস লিপিবদ্ধকরণ/ কেইস সংরক্ষণ বলতে কী বুঝ?

অথবা, কেইস/কেস রেকর্ডিং বলতে কী বুঝ?
অথবা, কেস রেকর্ডিং কী?
অথবা, কেস রেকর্ডিং বলতে কী বুঝ?
অথবা, কেস লিপিবদ্ধকরণ কাকে বলে?
অথবা, কেস লিপিবদ্ধকরণ/সংরক্ষণের সংজ্ঞা দাও।
অথবা, কেস রেকর্ডিং এর ধারণা দাও।
উত্তর৷ ভূমিকা : ব্যক্তি সমাজকর্মে সমাজকর্মীর একটি অন্যতম দায়িত্ব হলো রিপোর্ট ও নথি লিপিবদ্ধকরণ।কেইস লিপিবদ্ধকরণ/ কেইস সংরক্ষণ তথ্যকে সুবিন্যাস করতে সাহায্য করে।
কেইস লিপিবদ্ধকরণ/ কেইস সংরক্ষণ /কেস রেকর্ডিং : সমাজকর্ম অনুশীলনের ক্ষেত্রে সমস্যাগ্রস্ত ব্যক্তি, তার জীবন ইতিহাস, আর্থসামাজিক অবস্থা, পারিবারিক অবস্থা, তার সমস্যা, সমস্যার কারণ, সমস্যার প্রকৃতি,
ব্যক্তির প্রাপ্ত সুবিধা, তার বর্তমান ও পূর্ববর্তী অবস্থা, বিশেষ ঘটনা ইত্যাদি তথ্যাবলি ধারাবাহিকভাবে লেখাকে লিপিবদ্ধকরণ বা Case recording বলে। ব্যক্তি সমাজকর্মে কেস লিপিবদ্ধকরণের ধরন ব্যক্তি ও তার সমস্যাভেদে বিভিন্ন রকম হতে পারে।
প্রামাণ্য সংজ্ঞা : Dictionary of Social Work এর সংজ্ঞানুযায়ী, “Recording in social work the
process to putting in writing and keeping on file relevant information about the client, the problem, the prognosis, the intervention plan, the progress of treatment, the social, economic and
health factors that contribute to the situation and the procedures for termination or referral.”
সৈয়দ শওকতুজ্জামান (২০০৫ : ১২৮) বলেন, “সমাজকর্ম অনুশীলনে সমস্যাগ্রস্ত ব্যক্তি, তার সমস্যা, সেবা প্রদান ও সেবা সুবিধার সফলতা বিফলতা বিষয়ে ধারাবাহিক তথ্যাবলি বিন্যস্তভাবে লিখে রাখাকে কেস লিপিবদ্ধকরণ (Case
recording) বলা হয়।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার থেকে আমরা বলতে পারি, সাহায্যার্থী ব্যক্তি ও তার সমস্যা, তার
আর্থসামাজিক, পারিবারিক ও মনোদৈহিক অবস্থা, তার সেবা প্রাপ্তি, তার মনোভাব, তার বর্তমান অবস্থা, পূর্বেকার অবস্থা,বিশেষ কোনো ঘটনা, তার সমস্যার প্রকৃতি ইত্যাদি ধারাবাহিক ও বিন্যস্তভাবে লিখে রাখা বা নথিভুক্ত করাকে লিপিবদ্ধকরণ বলে।