কামের চেয়ে প্রেম বড়, ভোগের চেয়ে উপভোগ।”- ব্যাখ্যা কর।

উৎস : ব্যাখ্যেয় গদ্যাংশটুকু মননশীল প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরী বিরচিত ‘সংস্কৃতি কথা’ শীর্ষক প্রবন্ধ থেকে চয়ন
প্রসঙ্গ : সংস্কৃতির সাথে কামের ও প্রেমের সম্পর্ক কি তা নির্ণয় করতে গিয়ে লেখক এ কথা বলেছেন।
বিশ্লেষণ : জীবনকে পবিত্র, সুন্দর, মহৎ ও বিচিত্র করে তোলার নামই সংস্কৃতি। সংস্কৃতির মূলে থাকে প্রেম, সৌন্দর্য ও অমৃতে ভরা উচ্চতর জীবনের কামনা। সংস্কৃতিবান মানুষ তাই কাম-গন্ধে ভরা স্থূলতার মধ্যে আবদ্ধ থাকে না। প্রেমের শক্তিতে মহীয়ান হয়ে তারা ভোগের চেয়ে উপভোগকে বড় করে দেখে। নারীকে তারা কখনো স্থুল যৌনতার প্রতীক হিসেবে ছোট করে দেখে না- দেখে পুরুষের চলার পথে উৎসাহ ও প্রেরণাদাত্রী হিসেবে। আর এ সময় তাদের কাছে কামের চেয়ে প্রেম এবং ভোগের চেয়ে উপভোগ বড় হয়ে উঠে। কাম বা যৌনতা খারাপ এ ধারণা ঠিক নয়। কামকে প্রেমে পরিণত করতে পারলে বলা যায় কাম ভালো, প্রেম ভালো, আনন্দ ভালো, প্রেমের জন্য প্রতীক্ষা ভালো, আনন্দের জন্য প্রতীক্ষা ভালো। আর সেভাবে চলতে পারলে আজকের পৃথিবীর চেহারা এত কদর্য হয়ে উঠত না। প্রেমের দ্বারা কাম নিয়ন্ত্রিত হলে ব্যভিচার ও বিরোধ এ দুয়ের অত্যাচার থেকে মুক্তি পেয়ে মানুষ তথা পৃথিবী সহজ ও সুন্দর হতে পারত।
মন্তব্য : সংস্কারমুক্তিই সংস্কৃতির একমাত্র পূর্বশর্ত নয়। কামের চেয়ে প্রেম বড়, ভোগের চেয়ে উপভোগ- এ সংস্কার না জন্মালে সংস্কৃতি অসম্ভব।

https://topsuggestionbd.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a4/