কাঁধে বর্শার আঘাতের পরেও ভিখু কীভাবে বেঁচে ছিল তার বর্ণনা দাও।

উত্তর : মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ‘প্রাগৈতিহাসিক’ গল্পে ভিখুর ডাকাতি করা এবং সেখান থেকে পালিয়ে গিয়ে বেঁচে ওঠার কাহিনি চিত্রিত হয়েছে। ভিখু বৈকুণ্ঠ সাহার গদিতে ডাকাতি করতে গিয়ে ডান কাঁধে বর্শার খোঁচায় প্রচণ্ড আঘাত নিয়ে পালিয়ে যায় তার বন্ধু পেহ্লাদের বাড়িতে। পেহ্লাদ পুলিশের ভয়ে নিজের বাড়িতে আশ্রয় না দিয়ে জঙ্গলের মধ্যে রাখে। বৃষ্টির সময় সে ভিজে যায়, আবার রোদের সময় সে হাঁপিয়ে ওঠে বনের মধ্যে। তার কাছে তিন-চারদিনের চিড়া আছে, কিন্তু গুড় ফুরিয়ে যাওয়াতে তা আর খাওয়া হয় না। ঝাঁক বেঁধে আসা পিঁপড়াগুলো অনবরত ডিকে কামড়াতে থাকে। বনের মধ্যে পেহ্লাদের দেওয়া খাবার এবং পানি ফুরিয়ে আসে। ডান কাঁধ তার অকেজো হওয়ার উপক্রম হয় ভিখুর শরীর অসম্ভব যন্ত্রণায় ঘা, জ্বালা, পোকা মাকড়ের উপদ্রব, সাপের ভয়, জোঁকের ঘা থেকে বিষ রক্ত শোষণ- এসব নিয়ে জীবনটাকে বাঁচিয়ে রাখে ভিঘু। বনের পশু যে অবস্থায় বাঁচে না তা থেকে কষ্টকর পরিস্থিতিতেও ভিখু বেঁচে ছিল।

https://topsuggestionbd.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%97%e0%a7%88%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf/