কবি জীবনানন্দ দাশ সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও।

উত্তর : প্রকৃতির কবি জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিস্টাব্দের ১৭ ফেব্রুয়ারি পূর্ববঙ্গের বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। তাঁদের পূর্বপুরুষের বসত ছিল ঢাকা জেলার বিক্রমপুর অঞ্চলের গাউপাড়া গ্রামে। বরিশাল শহরের ব্রজমোহন স্কুলে শুরু হয়েছিল কবির শিক্ষাজীবন। এরপর ব্রজমোহন কলেজ ও প্রেসিডেন্সি কলেজ হয়ে ১৯২১ খ্রিস্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম. এ. ডিগ্রি লাভ করেন। শিক্ষাজীবন শেষে কলকাতা সিটি কলেজে অধ্যাপনা শুরু করেন জীবনানন্দ। কিন্তু কবিতা লেখার দায়ে চাকরি হারিয়ে বরিশাল চলে আসতে হয় তাকে। বরিশাল ব্রজমোহন (বর্তমানের বি. এম) কলেজে দীর্ঘকাল অধ্যাপনা করার পর হাওড়া কলেজে চলে যান। মৃত্যুর পূর্বদিন পর্যন্ত তিনি অধ্যাপনা পেশার সাথে যুক্ত ছিলেন। প্রকৃতির কবি জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ “ঝরা পালক” প্রকাশিত হয় ১৯২৭ সালে। একই কাব্যে রবীন্দ্রনাথ, নজরুল ও মোহিতলালের প্রভাব ছিল। এর নয় বছর পর ১৯৩৬ সালে কবির দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘ধূসর পাণ্ডুলিপি’ প্রকাশিত হয়।
জীবনানন্দ দাশ যে সকল গ্রন্থ রচনা করে অমরত্ব লাভ করেছেন তা হলো : ‘ঝরা পালক’ (১৯২৭), ‘ধূসর পাণ্ডুলিপি’ (১৯৩৬), ‘বনলতা সেন’ (১৯৪২), ‘মহাপৃথিবী’ (১৯৪৪), ‘সাতটি তারার তিমির’ (১৯৪৯), ‘রূপসী বাংলা’ (১৯৫৭), ‘বেলা অবেলা কালবেলা’ (১৯৬১), ‘কবিতার কথা’ (১৯৫৬), ‘গ্রাম ও শহরের গল্প’, ‘মাল্যবান’, ‘জলপাইহাটি’ ইত্যাদি। ১৯৫৪ খ্রিস্টাব্দে কলকাতার রাসবিহারী এভিনিউতে এক ট্রাম দুর্ঘটনায় জীবনানন্দ দাশ অকাল মৃত্যুর শিকার হন।

https://topsuggestionbd.com/%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%b2%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d/