উৎস : ব্যাখ্যেয় অংশটুকু বাংলাদেশের প্রধান কবি শামসুর রাহমান বিরচিত ‘বার বার ফিরে আসে’ শীর্ষক কবিতা থেকে সংগ্রহ করা হয়েছে।
প্রসঙ্গ : এখানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অগণিত বধূর কপাল ভাঙা প্রসঙ্গে কবি একথা বলেছেন।
বিশ্লেষণ : যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমরা আজ বসবাস করছি এদেশটি হঠাৎ করে স্বাধীন হয়নি। কেউ স্বেচ্ছায় আমাদেরকে স্বাধীনতা উপহার দেয়নি। ১৯৭১ সালে নয় মাস ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। এ যুদ্ধের আগে প্রায় দুই যুগ ধরে আমরা পাকিস্তানি ঔপনিবেশিক শাসন শোষণের বিরুদ্ধে লড়াই করেছি। উনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ আসাদ আমাদের স্বাধীনতা আন্দোলনের একটি উজ্জ্বল মাইলফলক। শহীদ আসাদের রক্তাপ্লুত শার্ট আমাদেরকে শোষণের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা যুগিয়েছিল। বায়ান্ন থেকে শুরু করে একাত্তর পর্যন্ত এ দীর্ঘ সময় ঔপনিবেশিক শাসকেরা এদেশের লক্ষ লক্ষ মায়ের কোল খালি করেছে। যখনই আমরা আমাদের ভাষার কথা বলেছি, মুক্তির কথা বলেছি তখনই আমাদের বুকে চালানো হয়েছে গুলি। স্বাধীনতা নামের এ অমূল্য রত্নটি লাভ করতে আমাদেরকে এক সাগর রক্ত ঢেলে দিতে হয়েছে। এসব আন্দোলনে একজন গৃহবধূর কপাল ভাঙতে না ভাঙতেই আর একজন গৃহবধূ বৈধব্যের অলঙ্কার অঙ্গে ধারণ করেছেন।
মন্তব্য : রক্ত ছাড়া স্বাধীনতা লাভ করা যায় না। যারা দেশের জন্য রক্ত দেয় তারা চিরস্মরণীয় হয়ে থাকে।