অথবা, ইউনিয়ন পরিষদের সদস্যদের যোগ্যতা ও অযোগ্যতা লিখ।
অথবা, ইউনিয়ন পরিষদের সদস্যদের যোগ্যতা ও অযোগ্যতা উল্লেখ কর।
অথবা, ইউনিয়ন পরিষদের সদস্যদের যোগ্যতা ও অযোগ্যতার বর্ণনা দাও।
অথবা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের যোগ্যতা ও অযোগ্যতা লিখ।
অথবা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের যোগ্যতা ও অযোগ্যতা সম্পর্কে লিখ।
উত্তর : ভূমিকা : গ্রামীণ সমস্যা সমাধানের মাধ্যমে গণচেতনা ও দায়িত্বশীল নেতৃত্ব বিকাশের লক্ষ্যে ইউনিয়ন পরিষদ অনবদ্য ভূমিকার অধিকারী। ১৯৭৬ সালের বাংলাদেশ স্থানীয় শাসন অর্ডিন্যান্স অনুযায়ী কয়েকটি গ্রাম নিয়ে গঠিত প্রতি ইউনিয়নে একটি ইউনিয়ন পরিষদ গঠিত হবে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যপদের যোগ্যতা ও অযোগ্যতা : ২০০৯ সালের ১৫ অক্টোবর প্রবর্তিত স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংশোধন অ্যাক্ট ২০১০ অনুযায়ী প্রতিটি ইউনিয়নে ৯টি ওয়ার্ড রয়েছে। প্রতিটি ইউনিয়ন পরিষদে একজন নির্বাচিত চেয়ারম্যান রয়েছেন এবং ৯ জন নির্বাচিত সদস্য রয়েছেন। এছাড়াও ৩ জন সংরক্ষিত নারী সদস্য রয়েছেন। চেয়ারম্যান ও সদস্য পদে নির্বাচিত হবার যোগ্যতা নিম্নরূপ : যে কোনো ব্যক্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সদস্য পদে নির্বাচিত হবার জন্য যোগ্য হবেন,
ক. তিনি বাংলাদেশের নাগরিক হন;
খ. তাঁর বয়স ২৫ বছর হয়ে থাকে এবং
গ. চেয়ারম্যান পদপ্রার্থীর ক্ষেত্রে ইউনিয়নের যে কোনো ভোটার তালিকায় তাঁর নাম লিপিবদ্ধ হয়ে থাকে
ঘ. সংরক্ষিত সদস্যপদসহ সদস্যপদ প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটার তালিকায় তার নাম লিপিবদ্ধ থাকে।
অযোগ্যতা : যে কোনো ব্যক্তি চেয়ারম্যান বা সদস্যপদে নির্বাচিত হবার জন্য অযোগ্য হবেন, যদি-
ক. তিনি আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত হন;
খ. তিনি আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হয়ে থাকেন;
গ. তিনি বাংলাদেশের নাগরিকত্ব হারিয়ে থাকেন;
ঘ. তিনি নৈতিক অপরাধজনিত ফৌজদারি মামলার দোষী সাব্যস্ত হয়ে অনধিক দু’বছরের কারাদণ্ড ভোগ করে থাকেন এবং তাঁর কারামুক্তির পর পাঁচ বছর অতিক্রান্ত না হয়ে থাকে;
ঙ. তিনি প্রজাতন্ত্রের বা ইউনিয়ন পরিষদের বা অন্য কোন স্থানীয় কর্তৃপক্ষের অধীনে অর্থের বিনিময়ে সর্বাক্ষণিক চাকরিতে নিযুক্ত হয়ে থাকেন; প্রভৃতি ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, উপর্যুক্ত কারণগুলো ছাড়াও ইউনিয়ন পরিষদে ঠিকাদার হিসেবে মালামাল সরবরাহ, ব্যাংক ঋণখেলাপি, সরকারি নির্ধারিত কর পরিশোধের ব্যর্থতা প্রভৃতি কারণে ইউনিয়ন পরিষদের বা সদস্য হবার ক্ষেত্রে অযোগ্য হিসেবে গণ্য হয়ে থাকে।