অথবা, আধুনিক রাষ্ট্রে আমলাতন্ত্রের কার্যাবলি লিখ।
অথবা, আধুনিক রাষ্ট্রে আমলাতন্ত্রের ভূমিকা উল্লেখ কর।
অথবা, আধুনিক রাষ্ট্রে আমলাতন্ত্রে কী ভূমিকা পালন করে থাকে?
অথবা, আধুনিক রাষ্ট্রে আমলাতন্ত্রের কার্যাবলি বর্ণনা কর।
উত্তর৷ ভূমিকা : সাধারণত রাষ্ট্রের প্রশাসনিক কাজে নিয়োজিত কর্মচারীরা আমলা নামে পরিচিত এবং এদের দ্বারা পরিচালিত প্রশাসনিক ব্যবস্থাই হলো আমলাতন্ত্র। অন্যভাবে বলা যায়, আমলাতন্ত্র এক বিশেষ ধরনের প্রশাসনিক ব্যবস্থা যা নিয়মকানুনের ভিত্তিতে সংগঠিত হয় এবং এর মধ্যে বর্তমান থাকে বিভিন্ন বিভাগ ও দপ্তর। এছাড়া এ ব্যবস্থায় ক্ষমতা, কর্তৃত্ব ও পদমর্যাদার ক্রমোচ্চ শ্রেণীবিন্যাস থাকে।
আধুনিক রাষ্ট্রে আমলাতন্ত্রের ভূমিকা : নিম্নে আধুনিক রাষ্ট্রে আমলাতন্ত্রের ভূমিকা বা কার্যাবলি আলোচনা করা হলো :
১. সরকারি নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত বাস্তবায়ন,
২. রাজনৈতিক শাসকগণকে পরামর্শদান,
৩. বিচার সংক্রান্ত কাজ,
৪. আইন বাস্তবায়ন,
৫. বিভিন্ন স্বার্থগোষ্ঠীর মধ্যে মধ্যস্থতা,
৬. শাসনকার্যে নিরবচ্ছিন্নতা রক্ষা,
৭. রাষ্ট্র ও প্রশাসন বিভাগের উৎকর্ষ বৃদ্ধি,
৮.অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে
৯. পররাষ্ট্রনীতির ক্ষেত্রে,
১০. সামাজিক পরিবর্তন,
১১. আইন প্রণয়ন,
১২. দৈনন্দিন কার্য পরিচালনার ক্ষেত্রে,
১৩. সংবাদ ও তথ্য সরবরাহ,
১৪. অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা,
১৫. সরকার ও জনগণের মধ্যে সংযোগ সাধন।
উপসংহার : উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে আমলাতন্ত্রের ভূমিকা অনস্বীকার্য। সরকারি নীতিনির্ধারণ ও বাস্তবায়ন, আইন প্রণয়ন ও বাস্তবায়ন, সামাজিক নিরাপত্তা, জনসংযোগ সাধন, অর্থনৈতিক উন্নয়ন প্রভৃতি কল্যাণমূলক কাজ আমলারা করে থাকে। এ প্রসঙ্গে Joseph-La-Palambara তাঁর ‘Bureaucracy and Political Development’ গ্রন্থে বলেছেন, “Bureaucracy is an important independent variable that greatly influences any kind of transformation in developing countries be it social, economic and political.”