অপারেশন জ্যাকপট সম্পর্কে যা জান লিখ ।

অথবা, অপারেশন জ্যাকপট কী?
উত্তর৷ ভূমিকা :
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অপরেশন জ্যাকপটের সফলতা মুক্তিসংগ্রামকে ত্বরান্বিত করেছিল। এ অপারেশন পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে নৌপথের সৈন্য ও অন্যান্য সমর সরঞ্জাম পরিবহণের ব্যবস্থা বানচাল করে দেয়। নিচে অপরেশন জ্যাকপট সম্পর্কে আলোচনা করা হলো :
অপারেশন জ্যাকপট : মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আগস্ট মাসে সমন্বিত নৌকমান্ডের অভিযান পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সিদ্ধান্ত মোতাবেক ১৯৭১ সালের ১৫ আগস্ট মধ্যরাতে চট্টগ্রাম, মংলা সমুদ্রবন্দরসহ চাঁদপুর ও নারায়ণগঞ্জে একসাথে পাকিস্তানি রসদ ও অস্ত্র বোঝাই জাহাজের উপর আক্রমণ চালায়। মাইনের বিরতিহীন বিস্ফোরণে দখলার বাহিনী ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। নৌকমান্ডো বাহিনীর এ অতর্কিত আক্রমণে দখলদার বাহিসীর পণ্যসামগ্রী ও সমরাস্ত্র বোঝাই জাহাজ ধ্বংস হয় ও তলিয়ে যায়। অপারেশন জ্যাকপটের মাধ্যমে বাংলাদেশের জলসীমায় একই দিনে ২৬টি জাহাজ ও গানবোট ডোবানো হয়। উক্ত
অপারেশনে পাকিস্তানি বাহিনী পর্যুদস্ত হয়ে পড়ে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, মুক্তিযুদ্ধে অপারেশন জ্যাকপটের সাফল্য মুক্তিবাহিনীদের দারুণভাবে অনুপ্রাণিত করেছিল। অন্যদিকে, এ আক্রমণে পাকিস্তানি হানাদার বাহিনী পর্যুদস্ত হয়ে পড়ে।