অনার্স দ্বিতীয় বর্ষ ২০২৩ বিভাগনন-মেজর বিষয় বাংলাদেশের সমাজবিজ্ঞান: ২২২০০৯ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। পূর্ণরূপ লিখ- STD, SDG, WAD,
২। ‘দারিদ্র্যের দুষ্টচক্র’ ধারণাটির প্রবক্তা কে?
উঃ অধ্যাপক র‍্যাগনার নার্কস।
৩। মুজিবনগর সরকার কখন গঠিত হয়?
উঃ ১০ এপ্রিল ১৯৭১ সালে।
৪। বাংলাদেশে স্থানীয় সরকারের প্রথম স্তর কোনটি?
উঃ জেলা পরিষদ।
৫। ‘Urbanism’ প্রত্যয়টি প্রথম কে ব্যবহার করেন?
উঃ ‘Urbanism’ শব্দটি প্রথম Louis writh ব্যবহার করেন।
৬। বাংলাদেশে প্রথম শিক্ষা কমিশন কোনটি?
উঃ কুদরত-ই-খুদা কমিশন।
৭। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসরত একটি এথনিক গোষ্ঠীর নাম লিখ।
উঃ রাখাইন।
৮। ‘আমলাতন্ত্রের’ জনক কে?
উঃ আমলাতন্ত্রের জনক জার্মান সমাজবিজ্ঞানী Max Weber.
৯। বাংলাদেশের স্থানীয় সরকারের স্তর কয়টি?/বাংলাদেশে স্থানীয় সরকারের ধাপসমূহ কি?
উঃ বাংলাদেশের স্থানীয় সরকারের স্তর তিনটি। যথা : ১. ইউনিয়ন পরিষদ, ২. উপজেলা পরিষদ, ৩. জেলা পরিষদ।
১০। রেমিট্যান্স কি?
উঃ বৈদেশিক প্রবাসীদের প্রেরিত অর্থই হলো রেমিট্যান্স।
১১। ‘Labelling Model’ এর প্রবক্তা কে?
উঃ Howard Becker.
১২। আমলাতন্ত্রের একটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উঃ লাল ফিতার দৌরাত্ম্য।
১৩। কখন বাংলাদেশে প্রথম শিক্ষানীতি প্রণয়ন করা হয়?
উঃ বাংলাদেশে প্রথম শিক্ষানীতি প্রণয়ন করা হয় ১৯৭৪ সালে।
১৪। Capital Punishment কী?
উঃ Capital Punishment হলো সর্বোচ্চ শাস্তি।
১৫। ‘Discovery of Bangladesh’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ ‘Discovery of Bangladesh’ গ্রন্থের রচয়িতা ড. আকবর আলী খান
১৬। ‘Dynamics of Bangladesh Society’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ‘Dynamics of Bangladesh Society’ গ্রন্থটির রচয়িতা ড. এ, কে নাজমুল করিম।
১৭। দারিদ্র্য সীমা কি?
উঃ কোনো দেশের জনসংখ্যার যে অংশ মৌলিক অধিকার থেকে বঞ্চিত সেই অংশ বা সীমাকে দারিদ্র্য সীমা বলে।
১৮। সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি?
উঃ পরিবার ।
১৯। জাতীয় শিক্ষানীতি ২০১০ -এর শিক্ষার স্তর কয়টি?
উঃ তিনটি।
২০। জনসংখ্যা কাঠামো কি?
উঃ জনসংখ্যা কাঠামো হচ্ছে এমন একটি জনমিতিক কাঠামো যা বিভিন্ন জনমিতিক হারের এটি পৃথক অর্থপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করে ।
২১। কোন সালে বাংলাভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে?
উঃ ১৯৯৯ সালে।
২২। ‘চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা’ কত সালে প্রবর্তিত হয়?
উঃ ১৭৯৩ সালে।
২৩। ২০১০ সালে শিক্ষানীতি প্রণয়ন কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
উঃ সদ্য প্রয়াত প্রফেসর অব এমিরেটস অধ্যাপক কবীর চৌধুরী ।
২৪। মর্গানের মতানুযায়ী জাতিসম্পর্কের ধরনগুলো কী?
উঃ মর্গান প্রদত্ত জ্ঞাতি সম্পর্কের ধরনগুলো হলো- ১. রক্ত সম্পর্কীয়, ২. বৈবাহিক সম্পৰ্কীয়, ৩. পাতানো ও ৪.কৃত্রিম জ্ঞাতি সম্পর্ক
২৫। ‘Ancient Society’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ নৃ-বিজ্ঞানী মর্গান।
২৬। বয়স কাঠামোর মৌল নির্ধারকগুলো কি?
উঃ বয়স কাঠামোর মৌল নির্ধারকগুলো জন্মশীলতা, মরণশীলতা ও অভিগমন।
২৭। বঙ্গভঙ্গ হয় কত সালে?
উঃ ১৯০৫ সালে।
২৮। ‘Parole’ শব্দের অর্থ কি?
উঃ শর্তাধীনে মুক্তি।
২৯। বর্ধিত পরিবারের সংজ্ঞা দাও।
উঃ কমপক্ষে তিন পুরুষের পরিবারকে বর্ধিত পরিবার বলে।
৩০। নারীদের পুনঃউৎপাদনশীল বয়সসীমা কত?
উঃ ১৫-৪৯ বছর।
৩১। এল.এইচ. মর্গানের মতে, জ্ঞাতিসম্পর্ক কয় প্রকার?
উঃ এল.এইচ. মর্গানের মতে, জ্ঞাতিসম্পর্ক ২ প্রকার। যথা – ১. শ্রেণিমূলক ও ২. বর্ণনামূলক।
৩২। লেভিরেট বিবাহ কি?
উঃ কোনো বিধবা মহিলার সঙ্গে তার মৃত স্বামীর যে- কোনো ভাইয়ের বিবাহকে লেভিরেট বলে।
৩৩। অতি নগরায়ণ কি?
উঃ একটি নগরী তার ধারণ ক্ষমতার অতিরিক্ত জনসংখ্যার হলে এবং তা অনাকাঙ্ক্ষিত ও অবাস্থিত অবস্থার সৃষ্টি করলে তাকে অতিনগরায়ণ বলে।
৩৪। বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান কত?
উঃ ১.৪৭ শতাংশ।
৩৫। অপারেশন সার্চ লাইট কী?
উঃ ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে বাঙালির উপর পাকবাহিনী যে বর্বরতা চালায় তাকে অপারেশন সার্চ-লাইট বলে।
৩৬। ‘No society is classless or unstratified’ -উক্তিটি কার?
উঃ ‘No society is classless or unstratified’ – উক্তিটি কিংসলে ডেভিস ও উইলবার্ট ই ম্যুর এর।
৩৭। জ্ঞাতি সম্পর্কের ধারাগুলো কি?
উঃ চার প্রকার। যথা- ১. রক্তসম্পর্কীয় বন্ধন, ২. বৈবাহিক বন্ধন, ৩. কাল্পনিক বন্ধন ও ৪. প্রথাগত বন্ধন।
৩৮। মুসলিম লীগ কত সালে গঠিত হয়?
উঃ ১৯০৬ সালে।
৩৯। বিচ্যুতি সম্পর্কিত সাদারল্যান্ডের তত্ত্বের নাম কি?
উঃ সামাজিক মেলামেশা।
৪০। বিচ্যুতি কী?
উঃ বিচ্যুতি হচ্ছে এমন এক ধরনের আচরণ যা কোনো সমাজের সামাজিক মূল্যবোধকে ভঙ্গ করে।
৪১। বিভিন্নমুখী মেলামেশা তত্ত্বের প্রবক্তা কে?
উঃ বিভিন্নমুখী মেলামেশা তত্ত্বের প্রবক্তা ই. এইচ সাদারল্যান্ড।
৪২। ‘Political Elites in Bangladesh’-গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ‘Political Elites in Bangladesh’ গ্রন্থটির রচয়িতা হলেন ড. রঙ্গলাল সেন।
৪৩। কার্ল মার্কস সংস্কৃতিকে কী নামে আখ্যায়িত করেছেন?
উঃ কার্ল মার্কস সংস্কৃতিকে উপরি কাঠামো বলে আখ্যায়িত করেছেন ।
৪৪। সাঁওতাল এথনিক সম্প্রদায় বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে?
উঃ উত্তরাঞ্চলে।
৪৫। ‘The History of Human Marriage’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ এডওয়ার্ড ওয়েস্টারমার্ক।
৪৬। কোন তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়?
উঃ ২১শে ফেব্রুয়ারি।
৪৭। ‘অপরাধ হচ্ছে ঐ সকল কাজ যা আইন ভঙ্গ করে’ -উক্তিটি কার?
উঃ সমাজবিজ্ঞানী সাদারল্যান্ড এর।
৪৮। বাংলাদেশে পারিবারিক সহিংসতার সবচেয়ে বেশি শিকার কারা?
উঃ নারী ও শিশুরা।
৪৯। সরোরেট কি?
উঃ কোনো ব্যক্তির স্ত্রী মারা গেলে সেই ব্যক্তি তার মৃত স্ত্রীর কোনো বোনকে বিবাহ করলে তাকে সরোরেট বিবাহ বলে।
৫০। লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?
উঃ শেরে বাংলা এ. কে. ফজলুল হক।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। কৃষি কাঠামো ও ক্ষমতা কাঠামো কি? ১০০%
২। প্রজননশীলতা ও মরণশীলতা কি? ১০০%
৩। সুশাসন বলতে কি বোঝায়? ১০০%
৪। ছয়-দফা কর্মসূচি বলতে কী বোঝায়? ১০০%
অথবা, ভাষা আন্দোলন বলতে কি বুঝ?
৪। সামাজিকীকরণ বলতে কি বোঝ? ১০০%
অথবা, সামাজিক গতিশীলতা কি?
৫। লিঙ্গ বা জেন্ডার অসমতা কি? ১০০%
৬। রেমিট্যান্স অর্থনীতি বলতে কী বোঝ? ১০০%
৭। গ্রামীণ সমাজ কী? গ্রামীণ সমাজের প্রকৃতি ব্যাখ্যা কর। ১০০%
অথবা, সামাজিক অসমতার প্রকৃতি বর্ণনা কর।
৮। প্রবেশন ও প্যারোলের মধ্যে পার্থক্য নিরূপণ কর। ১০০%
অথবা, প্রবেশন ও প্যারোল কী?
৯। বাংলাদেশে উচ্চ প্রজনন হারের কারণগুলো উল্লেখ কর। ১০০%
১০। শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা উল্লেখ কর। ১০০%
১১। ‘উপনিবেশবাদ’ কি? ৯৯%
১২। জনসংখ্যা কাঠামোর বৈশিষ্ট্যগুলো কি? ৯৯%
১৩। মধ্যবিত্ত শ্রেণি বলতে কী বোঝ? ৯৯%
১৪। বিশ্বায়ন কি? বিশ্বায়নের ইতিবাচক দিক আলোচনা কর। ৯৯%
১৫। টোটেম ও ট্যাবুর সংজ্ঞা দাও। ৯৮%
১৬। জ্ঞাতি সম্পর্ক কী? ৯৮%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। বাংলাদেশের মুক্তিযুদ্ধের আর্থসামাজিক ও রাজনৈতিক পটভূমি আলোচনা কর। ১০০%
২। চাকমা/সাঁওতাল/গারো এথনিক গোষ্ঠীর আর্থসামাজিক জীবনধারা আলোচনা কর। ১০০%
৩। স্থানান্তর গমন কি? বাংলাদেশে গ্রাম থেকে শহরে স্থানান্তর গমনের কারণ ও ফলাফল আলোচনা কর। ১০০%
৪। শিল্পায়ন কি? বাংলাদেশে শিল্পায়নের প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর। ১০০%
৫। ভূমিস্বত্ব ব্যবস্থা কি? গ্রামীণ বাংলাদেশের ভূমিস্বত্ব ব্যবস্থা ও শ্রেণিকাঠামো আলোচনা কর। ১০০%
৬। বিশ্বায়ন কি? বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব আলোচনা কর। ১০০%
৭। মুক্তিযুদ্ধ কি? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমি আলোচনা কর। ১০০%
৮। গ্রামীণ বাংলাদেশের কৃষি ও অকৃষি কার্যক্রম আলোচনা ১০০%
৯। সামাজিক অসমতা কি? বাংলাদেশে সামাজিক অসমতার কারণগুলো আলোচনা কর। ১০০%
১০। অপরাধ কি? বাংলাদেশে অপরাধের কারণসমূহ আলোচনা কর। ১০০%
১১। পরিবার কি? বাংলাদেশের পরিবারের সাম্প্রতিক পরিবর্তনের ধারা আলোচনা কর। ১০০%
১২। স্থানীয় সরকার কি? বাংলাদেশে গ্রামীণ উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা আলোচনা কর। ৯৯%
১৩। নারী শিক্ষার উন্নয়নে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ আলোচনা কর। ৯৯%
১৪। সুশীল সমাজ কী? বাংলাদেশের গণতন্ত্রায়নে সুশীল সমাজের ভূমিকা মূল্যায়ন কর। ৯৯%
১৫। স্বাধীনতা উত্তর বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণির বিকাশ সম্পর্কে আলোচনা কর। ৯৮%
১৬। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাত্পর্য ব্যাখ্যা কর। ৯৮%