অনার্স দ্বিতীয় বর্ষ ২০২৩ বিভাগ ইতিহাস বিষয় মধ্যযুগের সভ্যতার ইতিহাস: ২২১৫০৭ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। ‘ফিফ’ শব্দের অর্থ কি?
উঃ ‘ফিফ’ শব্দের অর্থ ক্ষুদ্র জমি।
২। কনস্টান্টাইন কে ছিলেন?
উঃ রোমান সম্রাট।
৩। রোমান সাম্রাজ্যের পতন শুরু হয় কখন?/কত সালে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন হয়?
উঃ ৪৭৬ খ্রিস্টাব্দে।
৪। যীশু খ্রিষ্ট কোথায় জন্মগ্রহণ করেন?
উঃ ফিলিস্তিনের বেথেলহামে।
৫। সেন্ট অগাস্টিন কে ছিলেন?
উঃ সেন্ট অগাস্টিন ছিলেন একজন ধর্মযাজক।
৬। সেন্ট পিটার গির্জা কোথায় অবস্থিত?
উঃ সেন্ট পিটার গির্জা রোমে অবস্থিত।
৭। পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানীর নাম লিখ।
উঃ পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানীর নাম ছিল কনস্টান্টিনোপল।
৮। ইউরোপের প্রধান দুইটি বাণিজ্য বন্দরের নাম লিখ।
উঃ ইউরোপের প্রধান দুইটি বাণিজ্য বন্দরের নাম কনস্টান্টিনোপল ও আলেকজান্দ্রিয়া।
৯। “A History of World Civilization” গ্রন্থটি কে রচনা করেন?
উঃ জেমস এডগার সোয়াইন (James Edgar Swain)।
১০। ভিলিয়েন- সার্ফ কারা?
উঃ সামন্ত প্রভুর নিয়ন্ত্রণাধীন সমুদয় ভূসম্পত্তিকে ভিলেইন বলা হতো ও ক্ষুদ্র কৃষকদের সার্ফ বা ভূমিদাস বলা হতো।
১১। পবিত্র রোমান সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেছিলেন?
উঃ রাজা রোমিওলাস।
১২। কখন হেনসিয়াটিক লীগ প্রতিষ্ঠিত হয়?
উঃ তেরো শতকে।
১৩। সার্ফ কারা?
উঃ ক্ষুদ্র কৃষকদের সার্ফ বা ভূমিদাস বলা হতো।
১৪। কোন বিশ্ববিদ্যালয় আইনশাস্ত্রের জন্য বিখ্যাত ছিল?
উঃ বোলোনা বিশ্ববিদ্যালয় আই।
১৫। সেন্ট বেসিল কে ছিলেন?
উঃ সেন্ট বেসিল ইতালির একজন বিশপ ছিলেন।
১৬। কোন বিশ্ববিদ্যালয়কে ইউরোপের শিক্ষক বলা হতো?
উঃ বোলোনো বিশ্ববিদ্যালয়কে।
১৭। সর্ব প্রথম হুন্ডির প্রচলন হয় কোথায়?
উঃ ইতালীতে।
১৮। চতুর্থ হেনরী কে ছিলেন?
উঃ ফ্রান্সের বুরবোঁ রাজবংশের প্রতিষ্ঠাতা ও রাজা ছিলেন।
১৯। কোন পোপের আমল থেকে পোপ এবং সম্রাটের মধ্যে বিরোধ শুরু হয়?
উঃ পোপ সপ্তম গ্রেগরি ।
২০। সন্ন্যাসবাদের পর্যায় কয়টি?
উঃ ২টি
২১। কর্ভি কি?
উঃ কর্ভি এমন একটি ব্যবস্থা, যেখানে কৃষকগণ নানাবিধ কর প্রদান ছাড়াও লর্ডের নির্দেশ ও চাহিদামত বিনা পারিশ্রমিকে শ্রম দিতে বাধ্য হতো।
২২। প্যাট্রোসিনিয়াম প্রথা কি?
উঃ প্যাট্রোসিনিয়াম এমন একটি রোমান প্রথা যেখানে ভূমিহীন কৃষকরা প্রতিবেশি শক্তিশালী ভূস্বামীদের তাঁবেদার মানুষে পরিণত হয়ে নিরাপত্তা লাভ করে এবং নিরাপত্তার বিনিময়ে তারা ভূস্বামীদের সেবা করে।
২৩। কোন শব্দ থেকে Feudalism শব্দের উৎপত্তি হয়েছে?
উঃ ল্যাটিন শব্দ Feudum থেকে।
২৪। ইউরোপের প্রধান দুইটি বাণিজ্য বন্দরেরে নাম লিখ।
উঃ ইউরোপের প্রধান দুইটি বাণিজ্য বন্দরের নাম কনটান্টিনোপল ও আলেকজান্দিয়া।
২৫। সর্বশেষ রোমান সম্রাট কে ছিলেন?
উঃ রোমিউলাস অগাস্টুলাস।
২৬। শিভ্যালরী শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
উঃ শিভ্যালরী শব্দের উৎপত্তি ফ্রেঞ্চ শব্দ Cheval থেকে।
২৭। “টাইথ” কি?
উঃ “টাইথ” এক প্রকার ধর্মীয় কর।
২৮। খ্রিস্টান ধর্মগ্রন্থের নাম লিখ।
উঃ বাইবেল।
২৯। কোন সাম্রাজ্যের পতনের মাধ্যমে মধ্যযুগের সূচনা হয়?
উঃ রোমান সাম্রাজ্য পতনের মাধ্যমে মধ্যযুগের সূচনা হয়।
৩০। গিল্ড কোন ধরনের প্রতিষ্ঠান?
উঃ গিল্ড মধ্যযুগে ইউরোপের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান।
৩১। কোন বিশ্ববিদ্যালয় ধর্মতত্ত্বের জন্য বিখ্যাত ছিল?
উঃ প্যারিস বিশ্ববিদ্যালয়।নশাস্ত্রের জন্য বিখ্যাত।
৩২। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কোন দেশে অবস্থিত?
উঃ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ইংল্যান্ডে অবস্থিত।
৩৩। ‘শিভ্যালরী’ বলতে কি বোঝায়?
উঃ সামন্ত ব্যবস্থার সাথে সম্পর্কিত একটি সামরিক প্রতিষ্ঠান।
৩৪। ‘The Religion of Man’-এর লেখক কে?
উঃ Huston Smith.
৩৫। বাইবেল কয়ভাগে বিভক্ত?
উঃ বাইবেল দুই ভাগে বিভক্ত।
৩৬। ম্যানর কি?
উঃ রোম সাম্রাজ্য পতনের পর দাস ভিত্তিক অর্থনীতি ভেঙ্গে পড়লে গ্রামভিত্তিক যে স্ বনির্ভর অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে তাই ম্যানর প্রথা হিসেবে পরিচিত।
৩৭। সামন্ত প্রথার প্রধান কে ছিলেন?
উঃ রাজা।
৩৮। ‘নাইটদের টুর্নামেন্টের’ পুরস্কার বিতরণ করতেন কে?
উঃ অভিজাত মহিলা দ্বারা বিজয়ীদের পুরস্কার বিতরণ করতেন।
৩৯। ভ্যাসাল কারা?
উঃ লর্ডের নিকট থেকে জমি গ্রহণকারী ছোট জমিদার বা কৃষককে ভ্যাসাল বলা হতো।
৪০। ‘টেইলী’ কি?
উঃ টেইলী হলো সামন্ত ব্যবস্থায় কৃষকদের উপর কর ।
৪১। ‘হোমেজ’ বলতে কি বুঝায়?
উঃ লর্ভের নিকট আনগত্য প্রকাশের মাধ্যমে জমি প্রাপ্তির অনুষ্ঠানকে বলা হতো হোমেজ (Homage) ।
৪২। ইন্ডালজেন্স কি?
উঃ মুক্তিপত্র।
৪৩। ‘পোপ’ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?
উঃ গ্রীক শব্দ Papa থেকে ।
৪৪। রোমিউলাস অগাস্টুলাস কে ছিলেন?
উঃ রোমিউলাস অগাস্টুলাস ছিলেন সর্বশেষ রোমান সম্রাট।

রকেটস্পেশালসাজেশন_২০২২

অনার্সপরীক্ষা২০২১অনুষ্ঠিত২০২২

অনার্সদ্বিতীয়বর্ষ

বিভাগ_ইতিহাস

বিষয়মধ্যযুগেরসভ্যতার_ইতিহাস

বিষয়কোড২২১৫০৭

৯৯% কমন ইনশাআল্লাহ।।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। মধ্যযুগ বলতে কী বুঝ? ১০০%
২। খ্রিষ্টধর্ম বিস্তারের কারণগুলো লিখ। ১০০%
৩। ম্যানর প্রথা কি? মধ্যযুগে এ প্রথার অবদান লিখ। ১০০%
৪। সামন্ত্রতন্ত্র কি? সামন্ত্রতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে লিখ। ১০০%
৫। নাইটদের প্রশিক্ষণ ব্যবস্থা বর্ণনা কর। ১০০%
৬। সেন্ট বেনিডিক্ট এর মঠনীতি আলোচনা কর। ১০০%
৭। ‘গিল্ড’ ব্যবস্থা কি? গিল্ড কেন গঠিত হয়েছিল? ১০০%
৮। রোমান চার্চের প্রাধান্য অর্জনের কারণ কী? ১০০%
৯। মধ্যযুগের ইউরোপের বাণিজ্যিক অবস্থা কেমন ছিল? ১০০%
১০। মঠ প্রথা কি? ম্যানর প্রশাসন ব্যবস্থা সম্পর্কে লিখ। ১০০%
১১। মধ্যযুগকে ধর্মীয় ভাবাপন্ন যুগ বলা হয় কেন? ১০০%
১২। খ্রিস্ট ধর্মের প্রসারে মাঠসমূহের ভূমিকা কি ছিল? ৯৯%
১৩। মধ্যযুগে শহর বিকাশের প্রধান কারণগুলো লিখ। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। যীশু খ্রিষ্টের জীবন ও কর্মের বিবরণ দাও। ১০০%
২। শিভ্যালরী প্রথার উদ্ভব ও বিকাশ আলোচনা কর। ১০০%
৩। মধ্যযুগে ইউরোপীয় সমাজব্যবস্থায় মঠপ্রথার প্রভাব বর্ণনা কর। ১০০%
৪। মধ্যযুগে পোপতন্ত্রের উদ্ভব ও বিকাশ সম্পর্কে একটি প্রবন্ধ রচনা কর। ১০০%
৫। মধ্যযুগে অর্থনীতি ও সমাজ ব্যবস্থায় চার্চের ভূমিকা মূল্যায়ন কর। ১০০%
৬। মধ্যযুগীয় ইউরোপে শহর উদ্ভবের কারণ ব্যাখ্যা কর। ১০০%
৭। মধ্যযুগীয় ইউরোপে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার গুরুত্ব আলোচনা কর। ১০০%
৮। সামন্তবাদ কী? সামন্তবাদের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর। ১০০%
অথবা, সমান্ততন্ত্রের সুফল ও কুফল আলোচনা কর।
৯। মধ্যযুগে সন্ন্যাসবাদের পটভূমি ও বিকাশ আলোচনা কর। ৯৯%
১০। নাইটতন্ত্রের উদ্ভব ও বিকাশ আলোচনা কর। ৯৯%
১১। মধ্যযুগের ইউরোপে পবিত্র রোমান সম্রাট কি ভুমিকা পালন করেছিলেন? ৯৯%
১২। মধ্যযুগে ইউরোপের উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা কর। ৯৯%