#ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-VRAM, VLSI, GUI, ALU,
২। ফ্লাচার্ট কি?
উঃ কোনো প্রোগ্রাম রচনার জন্য পর্যায় ক্রমিকভাবে লিখিত অ্যালগরিদমকে চিত্রের সাহায্যে প্রকাশ করাকে ফ্লোচার্ট বলে।
৩। Virtual Memory কী?
উঃ কাল্পনিকভাবে সহায়ক স্মৃতির যে অংশ প্রধান স্মৃতি হিসেবে বিবেচনা করা যায়, তাকে Virtual Memory বলে।
৪। প্যারিটি বিট কেন ব্যবহার করা হয়?
উঃ বাইনারি ডেটা বা কোডের বিট প্যাটার্ন এক স্থান থেকে অন্য স্থানে বা যন্ত্রের এক অংশ থেকে অন্য অংশে পরিবাহিত হওয়ার সময় উক্ত বিট প্যাটার্নের সাথে ভুল নিৰ্ণায়ক বিট হিসেবে প্যারিটি বিট কেন ব্যবহার করা হয়।
৫। মডেম কি ধরনের ডিভাইস?
উঃ মডেল হলো সংকেত পরিবর্তনকারী ডিভাইস যা ডিজিটাল সংকেতকে অ্যানালগ এবং এ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে।
৬। পোর্টাল কী?
উঃ পোর্টাল হলো একটি ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন লিংক, কনটেন্ট ও সার্ভিস বা সেবার সংগ্রহ যা ব্যবহারকারীদেরকে তথ্য জানানোর জন্য সহজবোধভাবে উপস্থাপন করা হয়।
৭। ফাইল আপডেটিং কাকে বলে?
উঃ কোনো ফাইল আধুনিকায়ন করে তাতে সর্বাধুনিক ডেটা সংরক্ষণ করাকে ফাইল আপডেটিং বলা হয়।
৮। ওয়েব ব্রাউজিং বলতে কী বুঝায়?
উঃ ইন্টারনেটে কাজ করার জন্য বিশেষ কিছু সফটওয়্যার ব্যবহারের প্রয়োজন হয় এগুলোকে ওয়েব ব্রাউজিং বলে ।
৯। OR গেইটের সত্যক সারণী প্রস্তুত কর।
১০। ট্রানজেকশন ফাইল কী?
উঃ ডেটা সংরক্ষণের আগে যে ফাইল অস্থায়ীভাবে রেকর্ড সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণের কাজ করা হয় সেই ফাইলকে ট্রানজেকশন ফাইল বলে।
১১। অ্যাডাপ্টার কার্ড কী?
উঃ এক্সপেনশন স্লটের সাথে মাইক্রোপ্রসেসরের সংযোগ স্থাপনের জন্য যে সকল বাস ব্যবহৃত হয় তাকে অ্যাডাপ্টার কার্ড বলে।
১২। আধুনিক কম্পিউটারের জনক কে?
উঃ জন ভন নিউম্যান।
১৩। ডকুমেন্ট প্রসেসিং কি?
উঃ টাইপিং-এর মাধ্যমে শব্দ সংগঠিত করে লিপি তৈরির প্রয়োজন অনুসারে এর সম্পাদনা, মোমোরিতে অনুকরণ, সংরক্ষণ, মুদ্রণ ইত্যাদির সমন্বিত প্রক্রিয়াকে ডকুমেন্ট প্রসেসিং বলে ।
১৪। MIS কি?
উঃ MIS বা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) হলো কম্পিউটারভিত্তিক সিস্টেম যা প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ইনফরমেশন প্রদান করে।
১৫। বাইট বলতে কি বোঝায়?
উঃ ৮ বিটের সমন্বয়ে গঠিত হয় একটি বাইট। বিট বা বাইটের সমন্বয়ে তৈরি হয় শব্দ।
১৬। ইনফরমেশন সিস্টেম কি?
উঃ ইনফরমেশন সিস্টেম হলো মানুষ ও যন্ত্রপাতির সমন্বয়ে গঠিত ব্যবস্থা যা ডেটা প্রক্রিয়াকরণ করে ব্যবহারকারীর ব্যবহার উপযোগী করে তুলে।
১৭। OMR কি?
উঃ OMR-এর পূর্ণরূপ হলো Optical Mark Reader. এটি এমন একটি যন্ত্র যা পেন্সিল বা কালির দাগের উপস্থিতি বা বুঝতে পারে এবং এটি নৈর্ব্যক্তিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করার কাজে ব্যবহৃত হয়।
১৮। সুপার কম্পিউটার কি?
উঃ যে কম্পিউটারের কয়েকটি প্রসেসর একই সঙ্গে কাজ করে এবং প্রতি সেকেন্ডে কোটি কোটি বৈজ্ঞানিক ও গাণিতিক বিশ্লেষণ ও প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করে তাকে সুপার কম্পিউটার বলে।
১৯। তিনটি ইনপুট ডিভাইসের নাম লিখ।
উঃ তিনটি ইনপুট ডিভাইসের নাম হলো : কী-বোর্ড, মাউস ও মার্ক রিডার।
২০। তিনটি Word Processing Software এর নাম লিখ।
উঃ কয়েকটি ওয়ার্ড প্রসেসর প্রোগ্রামের নাম হলো- মাইক্রোসফট ওয়ার্ড, ওয়ার্ডপারফেক্ট, ম্যাকরাইট, নোড প্যাড।
২১। ইনফরমেশন সিস্টেমের প্রকারভেদগুলো কি কি?
উঃ ইনফরমেশন সিস্টেম দুই প্রকার। যথা- (i) অপারেশন সাপোর্ট সিস্টেম এবং (ii) ম্যানেজমেন্ট সাপোর্ট সিস্টেম।
২২। DBMS কি?
উঃ যে সফটওয়্যার এর মাধ্যমে ডাটাবেজ তৈরি, পরিবর্তন, সংরক্ষণ, নিয়ন্ত্রণ এবং পরিচালনার কাজ করা হয় তাকে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বলে।
২৩। ইনফরমেশন ও ডেটা এর মধ্যে মূল পার্থক্য কি?
উঃ সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্যে প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামালসমূহকে ডেটা বলা হয়। অন্যদিকে ইনফরমেশন হলো সুশৃংখলভাবে সাজানো ডেটা সহজবোধ্য, অর্থবহ, কার্যকর ও ব্যবহারযোগ্য।
২৪। ই-মার্কেটিং কি?
উঃ ইলেকট্রনিক মার্কেটিংকেই সাধারণ অর্থে ই-মার্কেটিং বলা হয়।
২৫। নেটওয়ার্ক ব্যবস্থাপনার ইস্যুগুলো কি কি?
উঃ নেটওয়ার্ক ব্যবস্থাপনার ইস্যুগুলো চারটি। যথা- (i) নেডেল নেটওয়্যার, (ii) আইবিএম ওস/২: (iii) সান সোলারিস ও (iv) মাইক্রোসফট উইন্ডোজ, এনটি ২০০০, এক্সপি ইত্যাদি।
২৬। অ্যাসেম্বলার ও কম্পাইলারের মধ্যে কোনটি বেশি দ্রুত গতিসম্পন্ন?
উঃ অ্যাসেম্বলার ও কম্পাইলারের মধ্যে কম্পাইলার বেশি দ্রুত গতিসম্পন্ন।
২৭। কী-বোর্ড ইন্টারফেস কি?
উঃ কম্পিউটারের মূল সার্কিট বোর্ডে (মাদার বোর্ডে) কী-বোর্ড কন্ট্রোলার নামে এক ধরনের চীপ থাকে যা কী- বোর্ড থেকে পাঠানো স্ক্যান কোডগুলো গ্রহণ করে মেমোরিতে সংরক্ষণ করে। এই কী-বোর্ড কন্ট্রোলারই হলো কী- বোর্ড ইন্টারফেস।
২৮। কোনো সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ অংকের সঙ্গে ১ যোগ করলে কত হয়?
উঃ কোনো সংখ্যা পদ্ধতি যেমন বাইনারি সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ অংকের সাথে ১ যোগ করলে (১ + ১) ১০ হয়।
২৯। 4GL বলতে কি বুঝ?
উঃ কম্পিউটারে সহজে ব্যবহারের জন্য উদ্ভাবিত বিশেষ কয়েকটি ভাষাকে চতুর্থ প্রজন্মের ভাষা 4GL বলা হয়।
৩০। ই-বিজনেস কি?
উঃ ইলেকট্রনিক পদ্ধতিতে যে ব্যবসা করা হয় তাকে E-Business/ই-বিজনেস বলে।
৩১। ব্যবস্থাপনা তথ্যের বিভিন্ন স্তরগুলো লিখ।
উঃ ব্যবস্থাপনা তথ্যের স্তরগুলো হলো-
(i) কৌশলগত পরিকল্পনা:
(ii) ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ ও কারিগরি পরিকল্পনা;
(iii) কার্যগত পরিকল্পনা ও নিয়ন্ত্রণ।
৩২। DSS কি?
উঃ DSS = Decision Support System হলো একটি কম্পিউটার নিয়ন্ত্রিত ইনফরমেশন সিস্টেম। এটি ব্যবস্থাপকদের ভবিষ্যৎ পরিকল্পনা নিতে সহয়তা করে।
৩৩। DTP কি?
উঃ কম্পিউটারের সাহায্যে প্রাক মুদ্রণ পর্যায়ের কাজ সম্পন্ন করাকে ডেস্কটপ পাবলিশিং বলে।
৩৪। সূডো কোড কি?
উঃ প্রোগ্রামিংয়ের অ্যালগরিদমের বিকল্প হিসেবে সহজ সরল অথচ সংক্ষিপ্ত ভাষার প্রোগ্রামের ধাপগুলো বর্ণনা করাই হলো সুডো কোড।
৩৫। সিস্টেম বাস কি?
উঃ যে সমস্ত বাস সিপিইউর সাথে সরাসরি সংযুক্ত থাকে তাকে সিস্টেম বাস বলে।
৩৬। সাইবার ক্রাইম কী?
উঃ আধুনিককালে কম্পিউটার এবং যোগাযোগ প্রযুক্তি ব্যাপকভাবে বিকাশ হচ্ছে। এর সাথে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। আর এই ইন্টারনেটকে কেন্দ্র করে বর্তমানে সংগঠিত হচ্ছে বিভিন্ন ধরনের ক্রাইম। এসব ক্রাইমকে বলা হয় সাইবার ক্রাইম।
৩৭। ইউনিকোডের সুবিধা কী?
উঃ বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারের কোডভুক্ত করা যায়।
৩৮। কী-বোর্ড বলতে কি বুঝায়?
উঃ কী-বোর্ড হলো কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস এর মাধ্যমে বিভিন্ন অক্ষর ও নির্দেশ সিস্টেমে প্রবেশ করানো হয়।
৩৯। লজিক গেইট বলতে কী বুঝায়?
উঃ যে সকল ইলেকট্রনিক সার্কিট কোন বুলিয়ান প্রক্রিয়ার অর্থাৎ যোগ, গুণ বা পূরকের কাজ করে থাকে তাকে লজিক সার্কিট বা গেইট বলে।
৪০। কম্পিউটার প্রোগ্রাম কী?
উঃ নির্দিষ্ট ব্যবহারিক প্রয়োজনের সম্ভাব্য সকল প্রকার ও নির্দেশ এবং সুযোগ একত্র করে যেসব ব্যবহারিক প্রোগ্রাম ২৫ তৈরি করা হয় তাকে কম্পিউটার প্রোগ্রাম বলে।
৪১। কম্পিউটার প্রজন্ম কী?
উঃ কম্পিউটারের বিবর্তনের ইতিহাসকে পর্যায়ক্রমে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। এ ভাগকে কম্পিউটারের প্রজন্ম বলে।
৪২। কম্পিউটার কি?
উঃ কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র। এটি ইলেকট্রনিক বর্তনী ও যান্ত্রিক সরঞ্জামের সমন্বয়ে সংগঠিত প্রোগ্রাম নিয়ন্ত্রিত অত্যাধুনিক ইলেকট্রনিক যন্ত্র ।
৪৩। স্মার্ট কার্ড কি?
উঃ স্মার্ট কার্ড বা চিপ কার্ড অথবা ইন্টিগ্রেটেড সার্কিট কার্ড হলো পকেট সাইজের সার্কিটযুক্ত কার্ড।
৪৪। ভার্চুয়াল কোম্পানি কী?
উঃ ভার্চুয়াল কোম্পানি বলতে এমন কোম্পানিকে বুঝায়, যা একটি সংগঠন, মানব সম্পদ এবং ধারণার মধ্যে সংযোগ ঘটানোর জন্য তথ্য প্রযুক্তি ব্যবহার করে থাকে।
৪৫। রোবট কি?
উঃ কম্পিউটার বুদ্ধিমত্তা সংবলিত এবং কম্পিউটার নিয়ন্ত্রিত দেখতে অনেকটা মানুষের মতো এবং মানুষের মতোই দৈহিক ক্ষমতাসম্পন্ন মেশিন।
৪৬। মাইক্রো কম্পিউটারের ‘মস্তিষ্ক’ বলা হয় কাকে?
উঃ মাইক্রোপ্রসেসরকে মস্তিষ্ক বলা হয়।
৪৭। এ্যাপ্লিকেশন সফটওয়্যার কী?
উঃ ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রসেসিংয়ের জন্য ব্যবহৃত প্রোগ্রামকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে।
৪৮। কম্পিউটারের মনিটর কোন ধরনের ডিভাইস?
উঃ আউটপুট ডিভাইস।
৪৯। ESS কী?
উঃ সর্বোচ্চ স্তরের ব্যবস্থাপকরা কোনো একটি বিষয়ের উপর সিদ্ধান্ত নেয়ার সময় উপযুক্ত বিতর্কের উপস্থাপনা করতে যে সিস্টেম ব্যবহার করা হয় তাকে ESS বলে।
৫০। কম্পিউটার পেরিফেরাল কি?
উঃ কম্পিউটারের সঙ্গে সংযুক্ত ইনপুট/আউটপুট ডিভাইসগুলোকে বলা হয় কম্পিউটার পেরিফেরালস।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। প্রোটোটাইপিং-এর সুবিধা কী কী? ১০০%
২। কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিস্টেম কী? ১০০%
৩। সংখ্যা পদ্ধতি কী? দশমিক সংখ্যার ১২৫ কে বাইনারী সংখ্যায় রূপান্তর কর। ১০০%
অথবা, দশমিক সংখ্যা (২১)১০ কে বাইনারীতে রূপান্তর কর। ১০০%
৪। কম্পাইলার ও ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য নির্দেশ কর। ১০০%
৫। ডকুমেন্ট সিলেক্ট করার পদ্ধতি আলোচনা কর। ১০০%
৬। সফটওয়্যার পাইরেসি কিভাবে সংঘটিত হয়? ১০০%
৭। চতুর্থ প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য লিখ। ১০০%
৮। LAN এবং WAN-এর পার্থক্য লিখ। ১০০%
৯। বিভিন্ন ধরনের ডেটার বর্ণনা দাও। ডেটা ও ইনফরমেশনে মধ্যে পার্থক্য লিখ। ১০০%
১০। যে কোন একটি মৌলিক লজিক গেইট বর্ণনা কর। ৯৯%
১১। মেমোরী অ্যাড্রেস কি? বিভিন্ন প্রকার কম্পিউটার সিস্টেমের বর্ণনা দাও। ৯৯%
১২। অপারেটিং সিস্টেমের গুরুত্ব লিখ। ৯৯%
১৩। কৌশলগত সুবিধায় তথ্য পদ্ধতির ব্যবহার সম্পর্কে আলোচনা কর। ৯৯%
১৪। লেজার প্রিন্টারের কার্যনীতি আলোচনা কর। ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। ক) প্রোগ্রামের ভাষা কী? প্রোগ্রাম রচনার বিভিন্ন ধাপসমূহ আলোচনা কর। ১০০%
খ) তথ্য প্রযুক্তির নিরাপত্তা ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা কর। ১০০%
২। ক) DSS-কে কিভাবে বিজনেস সিস্টেমে সঠিকভাবে কাজে লাগানে যায়? ১০০%
খ) ডেটা মাইনিং থেকে কিভাবে বিজনেস ইনফরমেশন তৈরি করা হয়? ১০০%
৩। ক) চূড়ান্ত ব্যহারকারী কম্পিউটিং কী? চূড়ান্ত ব্যবহারকারী কম্পিউটিং-এর প্রধান উপাদানসমূহ কী? ১০০%
খ) কম্পিউটার ভাইরাস কী? কম্পিউটার ভাইরাস কিভাবে শনাক্ত করা যায়? ১০০%
৪। ক) কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
খ) MIS এর বৈশিষ্ট্যসমূহ লিখ। MS Word-এর স্ক্রীনের বিভিন্ন টুলবারের নাম লিখ। ১০০%
৫। ক) কম্পিউটারের হার্ডওয়্যার ও সফট্ওয়্যারের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
খ) তৃতীয় ও চতুর্থ প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য লিখ। ১০০%
৬। ক) ট্রানজেকশন সিস্টেমের বৈশিষ্ট্যসমূহ কী? ১০০%
(খ) ট্রানজেকশন সিস্টেমের সুবিধা ও অসুবিধা আলোচনা কর। ১০০%
খ) ফাইল ব্যবস্থাপনা কী? র্যান্ডম এক্সেস ফাইলের সুবিধা ও অসুবিধা আলোচনা কর। ১০০%
৭। ক) ব্যবসা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আলোচনা কর। ১০০%
খ) ই-কমার্স ও ই-বিজনেসের পার্থক্য লিখ। ১০০%
৮। ক) স্মৃতি কি? RAM ও ROM এর মধ্যে পার্থক্য লিখ। ১০০%
খ) হার্ডওয়্যার ও সফটওয়ারের পার্থক্য কি? একটি হার্ডডিক্সের গঠন বর্ণনা কর। ১০০%
৯। ক) DSS কে কিভাবে বিজনেস সিস্টেমে সঠিকভাবে কাজে লাগানো যায়? ১০০%
খ) ডেটা মাইনিং থেকে কিভাবে বিজনেস ইনফরমেশন তৈরি করা যায়? ১০০%
১০। ক) ব্যবসায়ে ইনফরমেশন সিস্টেমের গুরুত্ব বর্ণনা কর। ৯৯%
খ) ESS কিভাবে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা।করে? ৯৯%
১১। ক) ইউজার ইন্টারফেস কি? প্যারালাল প্রসেসিং এর সুবিধা লিখ। ৯৯%
খ) তথ্যপ্রযুক্তির নিরাপত্তা ব্যবস্থার পদ্ধতিসমূহ আলোচনা কর। ৯৯%
১২। ক) বাংলাদেশে ই-কমার্সের সমস্যা ও সম্ভাবনা বর্ণনা কর। ৯৯%
খ) ডেটাবেজ এনভায়রমেন্ট কি? ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের গঠন বর্ণনা কর। ৯৯%
১৩। ক) কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ৯৯%
(খ) অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের পার্থক্য লিখ। ৯৯%
খ) ই-কমার্স বিজনেস মডেল বর্ণনা কর। ৯৯%
১৪। ক) ROM ও RAM এর মধ্যে পার্থক্য আলোচনা কর। ৯৯%
(খ) “অপারেটিং সিস্টেম হলো সিস্টেম সফ্টওয়্যার।” আলোচনা কর। ৯৯%
খ) ই-কমার্সের প্রকারভেদগুলি লিখ। কম্পিউটার ভাইরাস কি? তিনটি কম্পিউটার ভাইরাসের নাম লিখ। ৯৯%
১৫। ক) হ্যাকিং কি? সংক্ষেপে বিভিন্ন প্রকার হ্যাকিং পদ্ধতি বর্ণনা কর। ৯৯%
খ) তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনার পাঁচটি পদ্ধতি বর্ণনা কর। ৯৯%