অকৃষিকাজ কী?

অথবা, · ‘অকৃষিকাজ বলতে কী বুঝ?
অথবা, অকৃষি কাজের সংজ্ঞা দাও।
অথবা, অকৃষি কাজ কাকে বলে?
উত্তর৷ ভূমিকা :
কৃষি উৎপাদন ব্যবস্থাতে শুধু কৃষি কাজ দিয়েই জীবনের সব চাহিদা পূরণ হয় না। এক্ষেত্রে অকৃষি বিভিন্ন কার্যক্রমও আমরা লক্ষ্য করে থাকি ।

কৃষি উৎপাদন ব্যবস্থাতে কৃষিকাজের পাশাপাশি বিভিন্ন কৃষি বহির্ভূত প্রয়োজনীয় কাজও সম্পাদন করা হয়। এসব কাজকে অকৃষিকাজ বলা হয়। সমাজের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখার স্বার্থে অকৃষি কার্য সম্পাদন করতে হয়। প্রাচীন ও মধ্যযুগে অকৃষিকাজ হিসেবে তাঁত শিল্প, মৃৎ শিল্প, নির্মাণ শিল্প, মধ্যস্বত্ব ভোগী ও পেশাজীবী শ্রেণির উদ্ভব ঘটেছিল। অকৃষি কর্মকাণ্ড কৃষির বিকাশেও প্রয়োজন ছিল এবং আছে। আধুনিক কৃষিতে ব্যাপকহারে যন্ত্রের ব্যবহার, সার, কীটনাশক ইত্যাদি প্রয়োগ, পর্যাপ্ত পুঁজি বিনিয়োগ ইত্যাদি কৃষিকে অনিবার্যভাবে অকৃষি কাজের সাথে সম্পৃক্ত করে তুলেছে। মানুষের জীবনমানের পরিবর্তন, বাজার ব্যবস্থার বিকাশ, মুদ্রা অর্থনীতির উন্নয়ন ও ব্যাপক ব্যবহার, ক্রয় ক্ষমতার বৃদ্ধি ইত্যাদি গ্রাম পর্যায়ে ও ব্যবসায়ী শ্রেণির সম্প্রসারণ ঘটাচ্ছে। ভূমিহীনতা বৃদ্ধি, কৃষির ব্যয় বৃদ্ধি, পুঁজির অভাব, কৃষির অনিশ্চয়তা, কৃষকদের অবমূল্যায়ন, শিক্ষার বিস্তার, মানসিকতা মূল্যবোধের পরিবর্তন ইত্যাদি মানুষকে ক্রমশ অকৃষি কাজের দিকে ঠেলে দিচ্ছে। কাজেই বর্তমানে সামগ্রিক ব্যবস্থায় অকৃষিকাজের সম্প্রসারণ ক্রমশ বেড়েই চলেছে।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, কৃষি কাজ ও অকৃষিকাজ পরস্পর ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। প্রতিটি গ্রামেই কৃষি এবং অকৃষি পেশাজীবীদের বসবাস লক্ষণীয়। বাংলাদেশের গ্রামীণ জীবন ও সমাজ ব্যবস্থাকে সঠিক ও সুন্দরভাবে জানতে হলে কৃষিকাজের সাথে অকৃষিকাজের ধরন, প্রকৃতি ও প্রভাব সম্পর্কে আমাদের
বিস্তারিত জানতে হবে।

https://topsuggestionbd.com/%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87/