শালিস কী?

অথবা, শালিস বলতে কী বুঝ?
অথবা, শালিসের সংজ্ঞা দাও।
অথবা, শালিস’ প্রত্যয়টিকে সংজ্ঞায়িত কর।
অথবা, শালিস কাকে বলো?
উত্তর।। ভূমিকা:
বংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের প্রাচীন ও ঐতিহ্যগত বিচার প্রথা হচ্ছে শালিস।গ্রাম ও পাড়া ভিত্তিক স্থানীয় লোক সমাজের বিচার ব্যবস্থা।অতি প্রাচীনকাল থেকে বাংলাদেশের পরি দুই ব্যবস্থা প্রচলিত। একটি হচ্ছে সুনির্দিষ্ট আইনের ভিত্তিতে রাষ্ট্রীয় বিচার বিভাগের কার্যক্রম, শা্যিবস্থা। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমগ্রধান, মাতব্বর প্রভৃতি লোকের নেতৃত্বে পরিচালিত হয়ে থাকে। শালিস ব্যবস্থা কার্যক্রম গ্রাম, সমাজ, মহল্লা প্রভৃতির মধ্যে সীমাবদ্ধ থাকে
শালিস : শালিস গ্রামের পুরাতন এখাজাত প্রতিষ্ঠান। শালিস শব্দের উৎপত্তি আরবি শব্দ ‘ছালাছা’ থেকে যার অর্থ তিন বা তৃতীয় জন। এটি প্রতিকী অর্থে মধ্যস্থতাকারী হিসেবে বুঝায়। শালিসের ইংরেজি প্রতিশব্দ Arbitration 1 মহাস্থতার দ্বারা নিষ্পত্তি। শালিস গ্রামীণ ক্ষমতা কাঠামো থেকে উৎপন্ন একটি বিচারিক ব্যবস্থা।
সাধারণভাবে বলা যায় যে, গ্রামীণ দ্বন্দ্ব, সংঘাত, বিরোধ, মনোমোলিনা ইত্যাদি যাবতীয় অসযোগিতা, বিবাদ বিসম্বাদ
মীমাংসা ও নিরসনের উপায় হলো শালিস। বিশেষভাবে বলা যায় যে কোনো ব্যাপার বা বিষয়ে দুই পক্ষের মধ্যে (যেটা ব্যক্তিগত, বংশ, স্বার্থগত, শ্রেণিগত) বিরোধ বা মতপার্থকের সৃষ্টি হলে কিংবা সামাজিক অপরাধ, সংঘাত, সংঘর্ষ দেখা দিলে যে প্রক্রিয়ার মাধ্যমে মীমাংসা বা সমাধান করা হয় তাকেই শালিস বলা হয়।
বারটোইসি (Bertoeci) এর মতে, “শালিস হচ্ছে সামাজিক বিরোধ মীমাংসার অনানুষ্ঠানিক বিচারিক মাধ্যম, যা দুই পক্ষের মহাতার মাধ্যমে সংঘটিত হয়ে থাকে।
জাহাঈীর (Jahangir) এর মতে, “সামাজের মধ্যে সংগঠিত বিবাদ। বিষেদাগার সংঘাত, দ্বন্দ্ব কিংবা সামাজিক অপরাধসমূহের সমাধানের সামাজিক আনুষ্ঠানিক কার্যক্রমকেই শালিস বলে।” প্রামীণ সমাজে ন্যায়বিচার, শান্তি শৃঙ্খলা রক্ষায় শালিসের গুরুত্ব অপরিসীম। তাবে গ্রামীণ ক্ষমতা স্বার্থান্বেষী মহল শালিস প্রক্রিয়ায় অবৈধ প্রভাব বিস্তারে সদা সচেষ্ট। এদের অপতৎপরতার কারণে শালিস বিচার প্রথা অনেক সময় ন্যায়বিচার নিশ্চিত করতে পারে না। গ্রামীণ শান্তি শৃঙ্খলায়ও এ বিষয়টি বিরূপ প্রভাব ফেলে। শালিসের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দেওয়ানি বা ফৌজদারি উভয় ধরনের ছোটখাটো বিবাদ বিরোধ আনুষ্ঠানিকভাবে বিচার করা যায়।
উপসংহার: পরিশেষে বলা যায় যে, সমাজের মধ্যে সংগঠিত সামাজিক অপরাধ, দ্বন্দ্ব সংঘাতসমূহের সামাজিক আনানুষ্ঠানিক শান্তিপূর্ণ সমাধানের উপায়ই হলো শালিস।