বাণিজ্যিক খামারের সুবিধা ও অসুবিধাসমূহ লিখ।

অথবা, বাণিজ্যিক খামারের সুফল ও কুফলসমূহ আলোচনা কর।
অথবা, বাণিজ্যিক খামারের সুবিধাও অসুবিধাসমূহ আলোচনা কর।
অথবা, বাণিজ্যিক খামারের সুবিধা ও অসুবিধাগুলো বর্ণনা কর।
উত্তর৷ ভূমিকা :
সর্বাধিক সম্ভব মুনাফা অর্জনের উদ্দেশ্যে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত খামারকে বাণিজ্যিক খামার বলা হয়। এ খামারে একটি বা দুটি পণ্য বৃহদায়তনে উৎপদিত হয়।
বাণিজ্যিক খামারের সুবিধা : বাণিজ্যিক খামারের কতকগুলো সুবিধা লক্ষ্য করা যায় । এগুলো নিম্নরূপ :
১. বাণিজ্যিক খামারের উৎপাদন বৃহদায়তনভিত্তিক হয় বলে এখানে কৃষির আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা যায়।
ফলে কৃষির যান্ত্রিকীকরণ করা সম্ভব হয়।
২. বাণিজ্যিক খামারে পণ্য বিপুল পরিমাণে উৎপাদিত হয়। তাই এ খামার জাতীয় স্বার্থে বেশি উৎপাদনের চাহিদা পূরণ করতে পারে। দেশে কৃষিপণ্যের চাহিদা বাড়লে বাণিজ্যিক খামারই তা পূরণ করতে অধিক সহায়ক হয়।
এ ধরনের খামারে বৃহদায়তন উৎপাদনের ব্যয় সংকোচের সুবিধা ভোগ করা যায়।
৩.কমে আসে এবং অধিক লাভ হয়।
৪. উচ্চ ফলনশীল প্রযুক্তি খামার ব্যবস্থা গড়ে তোলা দরকার অধিক উৎপাদনের সাথে সম্পৃক্ত। এ প্রযুক্তির ব্যবহার করতে হলে তাই এমন ধরনের যেখানে অধিক উৎপাদন সম্ভব হয়। আর বাণিজ্যিক খামারেই অধিক উৎপাদন সম্ভব বলে সেটাই উচ্চ ফলনশীল প্রযুক্তি ব্যবহারের উপযোগী জায়গা ।
বাণিজ্যিক খামারের অসুবিধাসমূহ : বাণিজ্যিক খামার পদ্ধতিও ত্রুটিমুক্ত নয়। এর অসুবিধাগুলো নিম্নরূপ :
১.বাণিজ্যিক খামারে বেশিরভাগ শ্রমিক মজুরির বিনিময়ে শ্রমদান করে।এখানে উৎপাদন বেশি হলেও একরপ্রতি শ্রমের উৎপাদনশীলতা কম হয়।
২. বাণিজ্যিক খামার বড় বিধায় মালিকের পক্ষে সুষ্ঠুভাবে তত্ত্বাবধান করা সম্ভব হয় না। ফলে পরিচালন দক্ষতা হ্রাস পায় ।
৩. এ খামারে সাধারণত মূলধন ও অন্যান্য উপকরণের বেশি সমাবেশ ঘটে। অনেক সময়ই এগুলো পূর্ণমাত্রায় ব্যবহার করা সম্ভব হয় না।
৪.এ খামারের যতটা মূলধন, যে প্রকৃতির সাংগঠনিক কাঠামো ও প্রকৌশলগত জ্ঞানের প্রয়োজন হয় অনু কৃষিতে বেশিরভাগ কৃষকের পক্ষেই তার সমাবেশ ঘটানো সম্ভব হয় না। ফলে এ খামার ব্যাপকভাবে প্রচলন করা যায় না।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, বাণিজ্যিক খামার যদি কাম্য আয়তনের হয় তবে সেখানে অভ্যন্তরীণ ব্যয় সংকোচের দ্বারা সর্বনিম্ন ব্যয়ে পণ্য উৎপাদন করা যায়।