
ডিগ্রী অনার্স মাস্টার্স পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে পেতে Whatsapp এ ম্যাসেজ করুন। Whatsapp 01979786079
পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবারের মধ্যেকার ৫টি পার্থক্য নির্দেশ কর।
admin
- 0
অথবা, পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবারের মধ্যকার ৫টি বৈসাদৃশ্য তুলে ধর।
অথবা, পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবারের পার্থক্য নির্দেশ কর।
উত্তর৷ ভূমিকা : পরিবার হলো সমাজের অন্যতম মৌলিক এবং ক্ষুদ্রতম সংগঠন। পৃথিবীতে মানবসমাজের অস্তিত্ব যত দিন পরিবারের অস্তিত্বও তত দিন। পরিবার হলো মানুষের সংঘবদ্ধ জীবনের সার্বজনীন রূপ। পরিবার একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান
পার্থক্যসমূহ : পরিবার একটি সমাজের সবচেয়ে ক্ষুদ্র প্রতিষ্ঠান। পরিবারের সর্বময় কর্তৃত্ব নিয়ে গঠিত পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবারের মধ্যে কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। তা নিম্নে ছকে উপস্থাপন করা হলো:
উপসংহার : পরিশেষে বলা যায় যে, পিতৃ শাসিত পরিবারকে পিতৃতান্ত্রিক আর মাতৃ শাসিত পরিবারকে মাতৃতান্ত্রিক পরিবার বলে। মূলত আমাদের সমাজব্যবস্থা পিতৃতন্ত্রের আদলে গড়া। তবে মাতৃতন্ত্র যে নেই তা বলা যাবে না। আমাদের দেশের আদিবাসী বা উপজাতি সমাজব্যবস্থায় মাতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থা লক্ষ্য করা যায়।