Download Our App


ডিগ্রী অনার্স মাস্টার্স পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে পেতে Whatsapp এ ম্যাসেজ করুন। Whatsapp 01979786079

ডিগ্রী অনার্স বই App এ পেতে Whatsapp এ nock করে User ID নিয়ে Login করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

Other

“ দিন দিন আয়ুহীন , হীন বল দিন দিন , তবু এ আশার নেশা ছুটিল না , একী দায় । ” কবি কোন প্রসঙ্গে , কেন এমন বলেছেন

উত্তর : ব্যাখ্যেয় পদ্যাংশটুকু মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ‘ আত্মবিলাপ ‘ কবিতায় আশারূপী ছলনার ফাঁদে পড়ে মানুষ কীভাবে জীবনের আয়ু শেষ করে ফেলে তা এ চরণসমূহে উপস্থাপন করেছেন । মানুষের জীবন বড্ড ক্ষণস্থায়ী । একটি নির্দিষ্ট সময় পরে মানুষকে এ পৃথিবী থেকে বিদায় নিতে হয় । শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত বিভিন্ন ধরনের কর্মচাঞ্চল্যের ভিতর দিয়ে মানুষ জীবন অতিবাহিত করে থাকে । প্রত্যেক মানুষ তার জীবনের সফলতা কামনা করে । সে হতে চায় যশ , খ্যাতি , অর্থ ও বিত্তের অধিকারী । আশারূপী মরীচিকা মানুষের মনে এ স্বপ্ন জাগিয়ে রাখে । কিন্তু আশার পশ্চাতে ছুটে ছুটে মানুষ বৃক্থা সময় নষ্ট করে । সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয় । তখন তার মনে প্রশ্ন জাগে- যে জীবন বয়ে যাচ্ছে কাল সিন্ধু পানে , তা কি আর কখনো ফিরে পাওয়া সম্ভব ? এ প্রশ্ন যখন মানুষ নিজে নিজেকে করে তখন তার আয়ু শেষ ; যৌবন কুসুম ভাতি তখন মলিন ও অস্পষ্ট । এ সময়ে সে হয়ে পড়ে হীন বল এক অকর্মণ্য জীব । কিন্তু তবু তার আশার নেশা ছোটে না । নতুন করে স্বপ্ন দেখতে চায় সে । কিন্তু এস্বপ্ন যে মরীচিকা তা সে বুঝতে চায় না । দিনে দিনে তার আয়ু শেষ হতে থাকে । শরীরের শক্তি শেষ হতে থাকে । মন বিষণ্নতায় ভরে উঠে । তখন আক্ষেপ করা ছাড়া তার আর কোন উপায় থাকে না । তবুও আশার ছলনার জাল থেকে মানুষ মুক্ত হতে পারে না । মানুষ তার কর্মজীবনে আশার নেশায় পাগল হয়ে মরীচিকার পিছনে ছুটতে ছুটতে আয়ু শেষ করে ফেলে । তবুও সে এ আশার কুহক থেকে মুক্তি পায় না । কারণ আশা নিয়েই মানুষ বাঁচে ।

হ্যান্ডনোট থেকে সংগ্রহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!